ঢাকা, শুক্রবার, ২৩ জানুয়ারি ২০২৬, ৯ মাঘ ১৪৩২
আমরা বেকার ভাতা দিয়ে মানুষকে অলস করতে চাই না: জামায়াত আমির
নিজস্ব প্রতিবেদক: অসৎ ও দুর্নীতিবাজ নেতাদের ‘সুন্দর গল্প’ এবং নির্বাচনের আগে দেখানো ‘রঙিন স্বপ্নে’ দেশবাসীকে বিভ্রান্ত না হওয়ার আহ্বান জানিয়েছেন জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান। তিনি বলেন, যারা নিজেদের সুন্দর গল্পের আড়ালে দুর্নীতি করে, তারা আসলে ধোঁকাবাজ। তাদের ‘ইয়েস’ নয়, বরং ‘লাল কার্ড’ দেখাতে হবে।
শুক্রবার (২৩ জানুয়ারি) রাতে রংপুর পাবলিক লাইব্রেরি মাঠে গণভোট ও ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে জামায়াতে ইসলামীসহ ১০ দলীয় নির্বাচনী ঐক্যজোটের এক বিশাল জনসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
ডা. শফিকুর রহমান বলেন, "আমরা দেশ ও জাতিকে আর বিভক্ত করতে চাই না। সাম্য ও ঐক্যের ভিত্তিতে আমরা আগামী ৫ বছর দেশ পরিচালনা করতে চাই। তবে আমাদের তিনটি শর্ত রয়েছে—আমরা দুর্নীতি করব না, কাউকে দুর্নীতির আশ্রয় দেব না এবং সবার জন্য ন্যায়বিচার নিশ্চিত করব। বস্তাপচা রাজনীতি থেকে আমাদের বেরিয়ে আসতে হবে।"
গণঅভ্যুত্থানে শহীদ ও আহত যুবকদের আকাঙ্ক্ষা পূরণের অঙ্গীকার ব্যক্ত করে তিনি বলেন, "ফ্যাসিবাদ যেন আর ফিরে না আসে এবং দুর্নীতি যেন সমাজে স্থান না পায়, সেজন্য যুব সমাজ রক্ত দিয়েছে। আমরা তাদের কাছে ওয়াদাবদ্ধ। জনগণের আকাঙ্ক্ষা পূরণ না হওয়া পর্যন্ত এই লড়াই থামবে না।"
প্রতিহিংসার রাজনীতির বিরোধিতা করে জামায়াত আমির বলেন, "৫ আগস্টের পরিবর্তনের পর আমরা ভেবেছিলাম পতিত সরকার থেকে সবাই শিক্ষা নেবে। আমরা কাউকে অহেতুক মামলায় আসামি করিনি। সাড়ে ১৫ বছর আমরা নিজেরা জেল খেটেছি, জুলুমের শিকার হয়েছি; কিন্তু আমরা কাউকে মজলুম বানাতে চাই না। আমরা চাই ইনসাফ কায়েম করতে।"
বেকারত্ব ও নারী অধিকার প্রসঙ্গে তিনি বলেন, "আমরা বেকার ভাতা দিয়ে মানুষকে অলস করতে চাই না, বরং প্রতিটি কর্মক্ষম মানুষের কর্মসংস্থান নিশ্চিত করতে চাই। দক্ষতা অনুযায়ী নারী-পুরুষ সবার মর্যাদাপূর্ণ কাজের ব্যবস্থা করা হবে। সমাজ নারী ছাড়া চলতে পারে না, তাই সব ধর্মের মা-বোনদের কাজের সমান সুযোগ দেওয়া হবে।"
রংপুর মহানগর জামায়াতের আমির এটিএম আজম খানের সভাপতিত্বে সমাবেশে জামায়াতের সিনিয়র নায়েবে আমির এটিএম আজহারুল ইসলামসহ জোটের শীর্ষ নেতারা বক্তব্য দেন। সভা শেষে ডা. শফিকুর রহমান রংপুরের বিভিন্ন আসনের প্রার্থীদের পরিচয় করিয়ে দেন এবং গণভোটে ‘হ্যাঁ’ ভোট দেওয়ার আহ্বান জানান।
এসপি
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- বিপিএল কোয়ালিফায়ার ১: চট্টগ্রাম বনাম রাজশাহী-দেখুন সরাসরি (LIVE)
- রাজশাহী বনাম চট্টগ্রাম: ৯০ রানে নেই ৭ উইকেট-দেখুন সরাসরি (LIVE)
- বিপিএল ২০২৬ ফাইনাল: রাজশাহী বনাম চট্টগ্রাম-খেলাটি সরাসরি দেখুন
- ঢাবিতে পার্সিয়ান ডিবেটিং ক্লাবের উদ্যোগে ‘ফিউশন ফেস্ট’ অনুষ্ঠিত
- প্রাথমিক শিক্ষক নিয়োগের ফল প্রকাশ, তালিকা দেখুন এখানে
- রাজশাহী বনাম সিলেটের জমজমাট ম্যাচটি শেষ-দেখুন ফলাফল
- ঢাকা ক্যাপিটালস বনাম রংপুর রাইডার্স: জমজমাট খেলাটি চলছে-দেখুন সরাসরি
- শেয়ারবাজার আধুনিকীকরণে বিএসইসির গুরুত্বপূর্ণ পদক্ষেপ
- চরম নাটকীয়তা চট্টগ্রাম বনাম রাজশাহীর খেলা শেষ-দেখুন ফলাফল
- অনিশ্চয়তা কাটিয়ে ঘুরে দাঁড়াচ্ছেশেয়ারবাজার
- ঢাবি 'বি' ইউনিটের ভর্তি পরীক্ষার ফল প্রকাশ, যেভাবে দেখবেন
- রংপুর রাইডার্স বনাম সিলেট টাইটান্সের জমজমাট খেলাটি শেষ-দেখুন ফলাফল
- ইপিএস প্রকাশ করবে ১৮ কোম্পানি
- সুবিধাবঞ্চিত শিশুদের মাঝে ঢাবি অ্যালামনাইয়ের শীতবস্ত্র বিতরণ
- রংপুর রাইডার্স বনাম ঢাকা ক্যাপিটালসের জমজমাট খেলাটি শেষ-জানুন ফলাফল