ঢাকা, শুক্রবার, ২৩ জানুয়ারি ২০২৬, ৯ মাঘ ১৪৩২

তারেক রহমান

'মুনাফেক ও ধোঁকাবাজদের হাত থেকে দেশকে রক্ষা করতে হবে'

২০২৬ জানুয়ারি ২৩ ১৩:২৭:৫৩

'মুনাফেক ও ধোঁকাবাজদের হাত থেকে দেশকে রক্ষা করতে হবে'

নিজস্ব প্রতিবেদক: বিএনপির চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, "মুনাফেকি ও ধোঁকাবাজদের হাত থেকে এই দেশ ও দেশের মানুষকে রক্ষা করতে হবে। যারা দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্বে প্রকৃত বিশ্বাস রাখে, একমাত্র তারাই জনগণকে নিরাপত্তা দিতে পারবে।"

বৃহস্পতিবার (২২ জানুয়ারি) দিবাগত রাত ৩টায় ঢাকা-সিলেট মহাসড়কের নরসিংদীর বাসাইল এলাকায় এক বিশাল নির্বাচনি জনসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের প্রচারণার অংশ হিসেবে নরসিংদী জেলা বিএনপি এই সভার আয়োজন করে।

সম্প্রতি ঘটে যাওয়া ভূমিকম্পের প্রসঙ্গ টেনে তারেক রহমান বলেন, "কয়েক দিন আগে দেশে বেশ কয়েকবার ভূমিকম্প হয়েছে। মুনাফেকি ও ধোঁকাবাজির জন্য আল্লাহ আমাদের সতর্ক করেছেন। এই মুনাফেকদের হাত থেকে দেশকে বাঁচাতে আমাদের ঐক্যবদ্ধ হতে হবে।"

বিগত সরকারের সমালোচনা করে তিনি বলেন, "দেশটাকে নতুন করে গড়তে হবে। একজন তো দিল্লি পালিয়ে গেছেন, আরেকজন সুযোগ পেলেই পিন্ডি চলে যান। কিন্তু দেশনেত্রী খালেদা জিয়া কোথাও যাননি। তিনি সবসময় বলেছেন, এই দেশের মাটিই তার ঠিকানা। আমরা এই মাটির সন্তানদের নিয়েই দেশ পুনর্গঠন করব।"

তারেক রহমান ২০২৪ সালের ৫ আগস্টের ছাত্র-জনতার গণঅভ্যুত্থানের স্মৃতিচারণ করে বলেন, "মানুষ নিজের জীবন বিসর্জন দিয়ে কথা বলার ও ভোটের অধিকার ফিরিয়ে এনেছে। গত ১৫ বছর আমাদের কোনো জনসভা করতে দেওয়া হয়নি, শুধু ছিল গুম, খুন আর গায়েবি মামলা। বিদেশে টাকা পাচারের কারণেই আজ রাস্তাঘাট ও হাসপাতালের এই জীর্ণ দশা। বেকার যুবকদের কর্মসংস্থান নেই।"

ভোটারদের উদ্দেশে তিনি বলেন, "আমাদের স্লোগান—‘করবো কাজ গড়বো দেশ, সবার আগে বাংলাদেশ’। ধানের শীষ জিতলে তবেই বাংলাদেশ এগিয়ে যাবে। তাই আগামী ১২ ফেব্রুয়ারি আপনাদের মূল্যবান ভোট ধানের শীষ প্রতীকে দেওয়ার আহ্বান জানাচ্ছি।"

বক্তব্য শেষে তারেক রহমান নরসিংদীর ৫টি সংসদীয় আসনে বিএনপি মনোনীত প্রার্থীদের পরিচয় করিয়ে দেন। তারা হলেন— খায়রুল কবির খোকন (নরসিংদী-১), ড. আবদুল মঈন খান (নরসিংদী-২), মনজুর এলাহী (নরসিংদী-৩), সরদার মো. সাখাওয়াত হোসেন বকুল (নরসিংদী-৪) এবং মো. আশরাফ উদ্দিন বকুল (নরসিংদী-৫)।

নরসিংদী জেলা বিএনপির সভাপতি খায়রুল কবির খোকনের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মনজুর এলাহীর সঞ্চালনায় জনসভায় বিএনপির কেন্দ্রীয় ও স্থানীয় নেতৃবৃন্দ বক্তব্য রাখেন। রাত বাড়ার সঙ্গে সঙ্গে জনসভাস্থলে নেতাকর্মীদের ভিড় বাড়তে থাকে এবং গভীর রাত পর্যন্ত হাজার হাজার মানুষ তারেক রহমানের বক্তব্য শোনার জন্য অপেক্ষা করেন।

এসপি

পাঠকের মতামত:

ডুয়ার ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

সর্বোচ্চ পঠিত