ঢাকা, বৃহস্পতিবার, ২২ জানুয়ারি ২০২৬, ৮ মাঘ ১৪৩২
‘ট্রাক’ প্রতীকই এবার নৌকা বা ধানের শীষের প্রতিনিধি: নুর
নিজস্ব প্রতিবেদক: পটুয়াখালী-৩ (গলাচিপা-দশমিনা) আসনে বিএনপি সমর্থিত প্রার্থী ও গণঅধিকার পরিষদের সভাপতি নুরুল হক নুর বলেছেন, এবারের নির্বাচনে ব্যালটে নৌকা বা ধানের শীষ নেই; তাই ‘ট্রাক’ প্রতীকই এখন নৌকা বা ধানের শীষের প্রতিনিধি।
বৃহস্পতিবার (২২ জানুয়ারি) সন্ধ্যা ৫টার দিকে পটুয়াখালীর গলাচিপা উপজেলার কালিকাপুর মাদরাসা মাঠে আয়োজিত এক নির্বাচনি জনসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
নুর বলেন, “বিএনপি অফিশিয়ালি এই আসনে গণঅধিকার পরিষদকে সমর্থন দিয়েছে। আগে এই জনপদে নৌকা ও ধানের শীষের মূল লড়াই হতো। এবার যেহেতু সেই দুই প্রতীক ব্যালটে নেই, তাই ট্রাকই হচ্ছে নৌকা এবং ধানের শীষের সাধারণ প্রতিনিধিদের একমাত্র আশ্রয়স্থল।” তিনি নিজেকে এলাকার সন্তান হিসেবে পরিচয় দিয়ে ভোটারদের স্বপ্ন ও উন্নয়ন বাস্তবায়নে পাশে থাকার আহ্বান জানান।
ডাকসু নির্বাচনের স্মৃতিচারণ করে নুর বলেন, “২৮ বছর পর অনুষ্ঠিত হওয়া ডাকসু নির্বাচনে আমাদের পেছনে মিছিল করার জন্য শুরুতে ৫০ জন ছেলেমেয়েও ছিল না। কিন্তু শেষ পর্যন্ত সাধারণ শিক্ষার্থীরা ১১ হাজার ভোট দিয়ে আমাদের জয়ী করেছিল। ইনশাআল্লাহ গলাচিপা-দশমিনাতেও ট্রাক মার্কা নিয়ে আরেকটি বিজয় এবং নতুন ইতিহাসের সৃষ্টি হবে।”
এ সময় উপস্থিত ছিলেন স্থানীয় গণঅধিকার পরিষদ এবং বিএনপির বিভিন্ন পর্যায়ের নেতা-কর্মীরা।
উল্লেখ্য, পটুয়াখালী-৩ আসনে নুরুল হক নুরের ট্রাক প্রতীকের বিপরীতে স্বতন্ত্র প্রার্থী হিসেবে লড়ছেন বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সাবেক সদস্য মো. হাসান মামুন (ঘোড়া প্রতীক)। নুরের বিরুদ্ধে নির্বাচনে অংশ নেওয়ায় বিএনপি হাসান মামুনকে দল থেকে বহিষ্কার করেছে। এছাড়া নুরের পক্ষে কাজ না করায় স্থানীয় বিএনপির তিনটি কমিটি ইতোমধ্যে বিলুপ্ত ঘোষণা করেছে কেন্দ্রীয় বিএনপি।
এসপি
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- চলছে রাজশাহী ওয়ারিয়র্স বনাম সিলেট টাইটান্সের ম্যাচ-দেখুন সরাসরি (LIVE)
- বিপিএল কোয়ালিফায়ার ১: চট্টগ্রাম বনাম রাজশাহী-দেখুন সরাসরি (LIVE)
- রাজশাহী বনাম চট্টগ্রাম: ৯০ রানে নেই ৭ উইকেট-দেখুন সরাসরি (LIVE)
- প্রাথমিক শিক্ষক নিয়োগের ফল প্রকাশ, তালিকা দেখুন এখানে
- রাজশাহী বনাম সিলেটের জমজমাট ম্যাচটি শেষ-দেখুন ফলাফল
- ঢাবিতে পার্সিয়ান ডিবেটিং ক্লাবের উদ্যোগে ‘ফিউশন ফেস্ট’ অনুষ্ঠিত
- ঢাকা ক্যাপিটালস বনাম রংপুর রাইডার্স: জমজমাট খেলাটি চলছে-দেখুন সরাসরি
- শেয়ারবাজার আধুনিকীকরণে বিএসইসির গুরুত্বপূর্ণ পদক্ষেপ
- অনিশ্চয়তা কাটিয়ে ঘুরে দাঁড়াচ্ছেশেয়ারবাজার
- রংপুর রাইডার্স বনাম সিলেট টাইটান্সের জমজমাট খেলাটি শেষ-দেখুন ফলাফল
- ঢাবি 'বি' ইউনিটের ভর্তি পরীক্ষার ফল প্রকাশ, যেভাবে দেখবেন
- চরম নাটকীয়তা চট্টগ্রাম বনাম রাজশাহীর খেলা শেষ-দেখুন ফলাফল
- ইপিএস প্রকাশ করবে ১৮ কোম্পানি
- সুবিধাবঞ্চিত শিশুদের মাঝে ঢাবি অ্যালামনাইয়ের শীতবস্ত্র বিতরণ
- রংপুর রাইডার্স বনাম ঢাকা ক্যাপিটালসের জমজমাট খেলাটি শেষ-জানুন ফলাফল