ঢাকা, বৃহস্পতিবার, ২২ জানুয়ারি ২০২৬, ৮ মাঘ ১৪৩২

নির্বাচনের আগে-পরে কত দিনের ছুটি মিলছে?

২০২৬ জানুয়ারি ২২ ২০:২৯:৩৯

নির্বাচনের আগে-পরে কত দিনের ছুটি মিলছে?

নিজস্ব প্রতিবেদক: আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে আগামী ১১ ফেব্রুয়ারি থেকে ১৪ ফেব্রুয়ারি পর্যন্ত টানা চার দিনের ছুটি পাচ্ছেন সরকারি চাকরিজীবীরা। নির্বাচনের আগের দিন অর্থাৎ ১১ ফেব্রুয়ারি সাধারণ ছুটি ঘোষণা করার সিদ্ধান্ত নিয়েছে অন্তর্বর্তীকালীন সরকার।

বৃহস্পতিবার (২২ জানুয়ারি) রাজধানীর তেজগাঁওয়ে প্রধান উপদেষ্টার কার্যালয়ে অধ্যাপক মুহাম্মদ ইউনূসের সভাপতিত্বে অনুষ্ঠিত উপদেষ্টা পরিষদের বৈঠকে এই সিদ্ধান্ত নেওয়া হয়। বিকেলে ফরেন সার্ভিস একাডেমিতে আয়োজিত এক সংবাদ সম্মেলনে প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম এই তথ্য নিশ্চিত করেন।

সফরতাসূচি অনুযায়ী, ১২ ফেব্রুয়ারি (বৃহস্পতিবার) জাতীয় সংসদ নির্বাচনের জন্য আগে থেকেই সাধারণ ছুটি নির্ধারিত ছিল। নতুন সিদ্ধান্তে ১১ ফেব্রুয়ারিও (বুধবার) সাধারণ ছুটি যুক্ত হওয়ায় এবং পরবর্তী দুই দিন শুক্র ও শনিবার সাপ্তাহিক ছুটি থাকায় টানা ৪ দিনের অবকাশ পাচ্ছেন সরকারি কর্মকর্তা-কর্মচারীরা।

এদিকে, শিল্পাঞ্চলের শ্রমিক ও কর্মচারীদের জন্য ১০ ফেব্রুয়ারি সাধারণ ছুটি ঘোষণা করা হয়েছে। এর ফলে সাপ্তাহিক ছুটি ছাড়াই শ্রমিকেরা টানা তিন দিনের ছুটি উপভোগ করতে পারবেন।

প্রেস সচিব শফিকুল আলম বলেন, "ভোটারদের নির্বিঘ্নে ভোটকেন্দ্রে যাওয়া এবং নির্বাচনি প্রস্তুতি সম্পন্ন করার সুবিধার্থেই ১১ ফেব্রুয়ারি সাধারণ ছুটি ঘোষণা করা হয়েছে। এছাড়া শিল্পাঞ্চলের জন্য ১০ ফেব্রুয়ারি ছুটির প্রস্তাবও আজকের বৈঠকে অনুমোদিত হয়েছে।"

এসপি

পাঠকের মতামত:

ডুয়ার ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

সর্বোচ্চ পঠিত

জাতীয় এর অন্যান্য সংবাদ