ঢাকা, বৃহস্পতিবার, ২২ জানুয়ারি ২০২৬, ৮ মাঘ ১৪৩২

৪৬তম বিসিএস: ভাইভা পরীক্ষার্থীদের জন্য জরুরি নির্দেশনা

২০২৬ জানুয়ারি ২২ ২০:১১:১৯

৪৬তম বিসিএস: ভাইভা পরীক্ষার্থীদের জন্য জরুরি নির্দেশনা

নিজস্ব প্রতিবেদক: ৪৬তম বিসিএসের মৌখিক পরীক্ষায় অংশগ্রহণকারী প্রার্থীদের জন্য জরুরি নির্দেশনা জারি করেছে বাংলাদেশ সরকারি কর্ম কমিশন (পিএসসি)। নির্দেশনায় সকল মৌখিক পরীক্ষার্থীকে আগামী ২৬ জানুয়ারির মধ্যে একটি বিশেষ গুগল ফরম পূরণ করে প্রয়োজনীয় তথ্য জমা দিতে বলা হয়েছে।

বৃহস্পতিবার (২২ জানুয়ারি) বিকেলে পিএসসির জনসংযোগ কর্মকর্তা এস এম মতিউর রহমানের পাঠানো এক বিজ্ঞপ্তিতে এই তথ্য নিশ্চিত করা হয়।

বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, ৪৬তম বিসিএসের মৌখিক পরীক্ষায় অংশগ্রহণকারী প্রার্থীদের আগামী ২৬ জানুয়ারি বিকেল ৫টার মধ্যে নির্ধারিত গুগল ফর্মে তথ্য পূরণ করতে হবে। ফরমটি পূরণের জন্য প্রার্থীদের এই লিংকে (https://forms.gle/DwLirYBe71QfKFpy6) ক্লিক করতে হবে।

পিএসসি সূত্র জানায়, গত ৪ জানুয়ারি থেকে ৪৬তম বিসিএসের লিখিত পরীক্ষায় উত্তীর্ণদের মৌখিক পরীক্ষা শুরু হয়েছে এবং বর্তমানে এটি চলমান রয়েছে। এই চলমান প্রক্রিয়ার অংশ হিসেবেই প্রার্থীদের কাছ থেকে অতিরিক্ত তথ্য সংগ্রহের জন্য এই জরুরি নির্দেশনা দেওয়া হয়েছে।

উল্লেখ্য, গত ২৭ নভেম্বর ৪৬তম বিসিএসের লিখিত পরীক্ষার ফলাফল প্রকাশ করা হয়। এতে মোট উত্তীর্ণ হয়েছিলেন ৪ হাজার ৪২ জন প্রার্থী। এর মধ্যে সাধারণ ক্যাডারে ২ হাজার ৩৩৬ জন, কারিগরি বা পেশাগত ক্যাডারে ৭৩৮ জন এবং উভয় ক্যাডারে ৯৬৮ জন পাস করেন। উত্তীর্ণ এই সকল প্রার্থীরাই বর্তমানে মৌখিক পরীক্ষায় অংশ নেওয়ার সুযোগ পাচ্ছেন।

এসপি

পাঠকের মতামত:

ডুয়ার ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

সর্বোচ্চ পঠিত

জাতীয় এর অন্যান্য সংবাদ