ঢাকা, বৃহস্পতিবার, ২২ জানুয়ারি ২০২৬, ৮ মাঘ ১৪৩২
আমি আসলে নির্বাচন ‘ইঞ্জিনিয়ারিং’ নিয়ে ভয় পাচ্ছি: মির্জা আব্বাস
নিজস্ব প্রতিবেদক: সরকারের একটি বিশেষ মহল আসন্ন নির্বাচনে নির্দিষ্ট কিছু প্রার্থীকে জয়ী করার চেষ্টা চালাচ্ছে বলে অভিযোগ তুলেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও ঢাকা-৮ আসনের ধানের শীষের প্রার্থী মির্জা আব্বাস। তিনি বলেন, “একজন রাষ্ট্রের প্রধান যখন নির্দিষ্ট কাউকে ইঙ্গিত করে বলেন যে তিনি জয়ী হয়ে আসবেন, তখন বুঝে নিতে হবে তাদের জয়ী করার সবরকম চেষ্টা করা হবে।”
বৃহস্পতিবার (২২ জানুয়ারি) নির্বাচনী প্রচারণার প্রথম দিনে রাজধানীর শান্তিবাগ স্কুল এবং পুরাতন রমনা থানা জামে মসজিদ সংলগ্ন এলাকায় গণসংযোগকালে তিনি এসব কথা বলেন।
নির্বাচনী এলাকায় তার প্রতিদ্বন্দ্বী প্রার্থীর আচরণের সমালোচনা করে মির্জা আব্বাস বলেন, “প্রতিপক্ষ শিষ্টাচার বহির্ভূতভাবে কথা বলছে। আমার বয়স ও অবস্থানের কারণে আমি তার সব কথার উত্তর দিচ্ছি না। ছেলেটি আমার ছেলের চেয়েও ছোট। ও এমনভাবে আঘাত করছে যেন আমি প্রতিক্রিয়া দেখাই, কিন্তু সে বুঝেনি আমার প্রতিক্রিয়া দেখানোর বয়স পার হয়ে গেছে। আমি ওর আচরণকে ঘরের ছেলের দুষ্টুমি হিসেবেই দেখছি।”
মির্জা আব্বাস আরও বলেন, “আমি আসলে নির্বাচন ‘ইঞ্জিনিয়ারিং’ নিয়ে ভয় পাচ্ছি। সরকারের একটি মহল বিশেষ কিছু প্রার্থীকে জেতানো এবং আমাদের মতো প্রার্থীদের পরাজিত করার নীল নকশা করছে। তারপরও আমাদের কর্মীদের যে মনোবল দেখেছি, তাতে আমি বিশ্বাস করি সকল ষড়যন্ত্র মোকাবিলা করে আমরা বিজয় ছিনিয়ে আনব।”
সুষ্ঠু ভোট হলে জয়ের ব্যাপারে শতভাগ আশাবাদ ব্যক্ত করে বিএনপির এই জ্যেষ্ঠ নেতা বলেন, “আমি এর আগে প্রতিটি সুষ্ঠু নির্বাচনে জয়ী হয়েছি। এবারও যদি জনগণ নির্ভয়ে ভোট দিতে পারে, তবে ইনশাআল্লাহ ধানের শীষেরই জয় হবে।”
এসপি
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- চলছে রাজশাহী ওয়ারিয়র্স বনাম সিলেট টাইটান্সের ম্যাচ-দেখুন সরাসরি (LIVE)
- বিপিএল কোয়ালিফায়ার ১: চট্টগ্রাম বনাম রাজশাহী-দেখুন সরাসরি (LIVE)
- রাজশাহী বনাম চট্টগ্রাম: ৯০ রানে নেই ৭ উইকেট-দেখুন সরাসরি (LIVE)
- রাজশাহী বনাম সিলেটের জমজমাট ম্যাচটি শেষ-দেখুন ফলাফল
- ঢাবিতে পার্সিয়ান ডিবেটিং ক্লাবের উদ্যোগে ‘ফিউশন ফেস্ট’ অনুষ্ঠিত
- প্রাথমিক শিক্ষক নিয়োগের ফল প্রকাশ, তালিকা দেখুন এখানে
- ঢাকা ক্যাপিটালস বনাম রংপুর রাইডার্স: জমজমাট খেলাটি চলছে-দেখুন সরাসরি
- শেয়ারবাজার আধুনিকীকরণে বিএসইসির গুরুত্বপূর্ণ পদক্ষেপ
- অনিশ্চয়তা কাটিয়ে ঘুরে দাঁড়াচ্ছেশেয়ারবাজার
- রংপুর রাইডার্স বনাম সিলেট টাইটান্সের জমজমাট খেলাটি শেষ-দেখুন ফলাফল
- ঢাবি 'বি' ইউনিটের ভর্তি পরীক্ষার ফল প্রকাশ, যেভাবে দেখবেন
- চরম নাটকীয়তা চট্টগ্রাম বনাম রাজশাহীর খেলা শেষ-দেখুন ফলাফল
- ইপিএস প্রকাশ করবে ১৮ কোম্পানি
- সুবিধাবঞ্চিত শিশুদের মাঝে ঢাবি অ্যালামনাইয়ের শীতবস্ত্র বিতরণ
- রংপুর রাইডার্স বনাম ঢাকা ক্যাপিটালসের জমজমাট খেলাটি শেষ-জানুন ফলাফল