ঢাকা, বৃহস্পতিবার, ২২ জানুয়ারি ২০২৬, ৮ মাঘ ১৪৩২
ত্রয়োদশ নির্বাচনে কোটিপতি প্রার্থী ৮৯১ জন
নিজস্ব প্রতিবেদক: আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে প্রার্থীদের আর্থিক অবস্থার একটি চিত্র তুলে ধরেছে ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ (টিআইবি)। হলফনামায় ঘোষিত সম্পদের ভিত্তিতে দেখা গেছে, এবারের নির্বাচনে অংশ নেওয়া প্রার্থীদের বড় একটি অংশ কোটিপতি, আবার উল্লেখযোগ্য সংখ্যক প্রার্থী ঋণগ্রস্তও।
আগামী ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিতব্য এই নির্বাচনে প্রায় দুই হাজার প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। তাদের মধ্যে স্থাবর ও অস্থাবর সম্পদের বর্তমান বাজারমূল্য অনুযায়ী কোটিপতি প্রার্থী রয়েছেন ৮৯১ জন। এর মধ্যে আবার শতকোটি টাকার বেশি সম্পদের মালিক ২৭ জন প্রার্থী।
বৃহস্পতিবার (২২ জানুয়ারি) প্রার্থীদের হলফনামা বিশ্লেষণ সংক্রান্ত এক সংবাদ সম্মেলনে এসব তথ্য প্রকাশ করে টিআইবি। সংস্থাটির ‘নির্বাচনী হলফনামায় প্রার্থী পরিচিতি: ত্রয়োদশ সংসদ নির্বাচন ২০২৬’ শীর্ষক প্রতিবেদন উপস্থাপন করেন টিআইবির কমিউনিকেশন ও আউটরিচ বিভাগের পরিচালক তৌহিদুল ইসলাম। সংবাদ সম্মেলনে বক্তব্য দেন টিআইবির নির্বাহী পরিচালক ইফতেখারুজ্জামান।
প্রতিবেদন অনুযায়ী, এবারের নির্বাচনে ৫১টি রাজনৈতিক দলের প্রার্থী ও ২৪৯ জন স্বতন্ত্রসহ মোট ১ হাজার ৯৮১ জন প্রার্থী অংশ নিচ্ছেন। এর মধ্যে ১ হাজার ৭৩২ জন দলীয় এবং বাকি ২৪৯ জন স্বতন্ত্র প্রার্থী। মোট প্রার্থীর ২৫.৫ শতাংশের কোনো না কোনো ধরনের ঋণ বা দায় রয়েছে। তাদের সম্মিলিত ঋণের পরিমাণ দাঁড়িয়েছে ১৮ হাজার ৮৬৮ কোটি ৫০ লাখ টাকা, যার বড় অংশই ব্যাংক ঋণ।
দলভিত্তিক বিশ্লেষণে দেখা গেছে, বিএনপির প্রার্থীদের মধ্যে ঋণগ্রস্তের হার সবচেয়ে বেশি—৫৯.৪১ শতাংশ। স্বতন্ত্র প্রার্থীদের ক্ষেত্রে এই হার ৩২.৭৯ শতাংশ এবং জাতীয় পার্টির প্রার্থীদের মধ্যে ২৬.৯৭ শতাংশ ঋণগ্রস্ত।
প্রতিবেদনে আরও উল্লেখ করা হয়, নারী প্রার্থীদের অংশগ্রহণ এবারও ৫ শতাংশের লক্ষ্যমাত্রা ছুঁতে পারেনি। পেশাগত দিক থেকে প্রার্থীদের ৪৮ শতাংশের বেশি ব্যবসার সঙ্গে যুক্ত। আইন পেশা ও শিক্ষকতা পেশা থেকে যথাক্রমে ১২.৬১ ও ১১.৫৬ শতাংশ প্রার্থী এসেছেন। রাজনীতিক হিসেবে নিজেকে পেশাগতভাবে উল্লেখ করেছেন মাত্র ১.৫৬ শতাংশ প্রার্থী।
নির্বাচনী ব্যয়ের হিসাবেও বড় অঙ্ক উঠে এসেছে প্রতিবেদনে। সব দলের প্রার্থীদের ঘোষিত মোট ব্যয় ৪৬৩ কোটি ৭০ লাখ টাকা। এতে প্রতি প্রার্থীর গড় ব্যয় দাঁড়ায় প্রায় ২২ লাখ ৫০ হাজার টাকা। ব্যয়ের দিক থেকে শীর্ষে রয়েছে বিএনপি, যাদের প্রার্থীদের মোট ব্যয় ১১৯ কোটি ৫০ লাখ টাকা। দ্বিতীয় অবস্থানে রয়েছে জামায়াতে ইসলামী বাংলাদেশ, ব্যয় ৮০ কোটি ৬০ লাখ টাকা।
এ ছাড়া সম্পদের তুলনামূলক বিশ্লেষণে টিআইবি জানায়, ২৫৯ প্রার্থীর তুলনায় ১১৮ প্রার্থীর স্বামী-স্ত্রী বা নির্ভরশীলদের অস্থাবর সম্পদ বেশি। একইভাবে ১১৮ প্রার্থীর ক্ষেত্রে দালান বা ফ্ল্যাট এবং ১৬৪ প্রার্থীর ক্ষেত্রে জমির পরিমাণ তুলনামূলক বেশি।
আইনগত অবস্থান প্রসঙ্গে প্রতিবেদনে বলা হয়, বর্তমানে ৫৩০ জন প্রার্থীর বিরুদ্ধে মামলা চলমান, যা মোট প্রার্থীর ২২.৬৬ শতাংশ। অতীতে মামলা ছিল এমন প্রার্থীর সংখ্যা ৭৪০ জন, যা ৩১.৬৪ শতাংশ।
এমজে/
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- চলছে রাজশাহী ওয়ারিয়র্স বনাম সিলেট টাইটান্সের ম্যাচ-দেখুন সরাসরি (LIVE)
- বিপিএল কোয়ালিফায়ার ১: চট্টগ্রাম বনাম রাজশাহী-দেখুন সরাসরি (LIVE)
- রাজশাহী বনাম চট্টগ্রাম: ৯০ রানে নেই ৭ উইকেট-দেখুন সরাসরি (LIVE)
- রাজশাহী বনাম সিলেটের জমজমাট ম্যাচটি শেষ-দেখুন ফলাফল
- ঢাবিতে পার্সিয়ান ডিবেটিং ক্লাবের উদ্যোগে ‘ফিউশন ফেস্ট’ অনুষ্ঠিত
- প্রাথমিক শিক্ষক নিয়োগের ফল প্রকাশ, তালিকা দেখুন এখানে
- ঢাকা ক্যাপিটালস বনাম রংপুর রাইডার্স: জমজমাট খেলাটি চলছে-দেখুন সরাসরি
- শেয়ারবাজার আধুনিকীকরণে বিএসইসির গুরুত্বপূর্ণ পদক্ষেপ
- অনিশ্চয়তা কাটিয়ে ঘুরে দাঁড়াচ্ছেশেয়ারবাজার
- রংপুর রাইডার্স বনাম সিলেট টাইটান্সের জমজমাট খেলাটি শেষ-দেখুন ফলাফল
- চরম নাটকীয়তা চট্টগ্রাম বনাম রাজশাহীর খেলা শেষ-দেখুন ফলাফল
- ঢাবি 'বি' ইউনিটের ভর্তি পরীক্ষার ফল প্রকাশ, যেভাবে দেখবেন
- সুবিধাবঞ্চিত শিশুদের মাঝে ঢাবি অ্যালামনাইয়ের শীতবস্ত্র বিতরণ
- ইপিএস প্রকাশ করবে ১৮ কোম্পানি
- রংপুর রাইডার্স বনাম ঢাকা ক্যাপিটালসের জমজমাট খেলাটি শেষ-জানুন ফলাফল