ঢাকা, বৃহস্পতিবার, ২২ জানুয়ারি ২০২৬, ৮ মাঘ ১৪৩২
ওবায়দুল কাদেরসহ সাত আসামির বিরুদ্ধে শুনানি আজ
নিজস্ব প্রতিবেদক: জুলাই গণঅভ্যুত্থান চলাকালীন সংঘটিত মানবতাবিরোধী অপরাধের মামলায় সাবেক মন্ত্রী এবং কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরসহ সাতজনের বিরুদ্ধে অভিযোগ গঠনের শুনানি অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। শুনানি আজ বৃহস্পতিবার (২২ জানুয়ারি) আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২-এ অনুষ্ঠিত হবে।
ত্রিমূল্য বিচারিক প্যানেল, যার নেতৃত্বে আছেন বিচারপতি নজরুল ইসলাম চৌধুরী, এই শুনানির দায়িত্ব পালন করবেন। ওবায়দুল কাদের ছাড়াও আসামিদের মধ্যে রয়েছেন সাবেক প্রতিমন্ত্রী মোহাম্মদ আলী আরাফাত, সাবেক সংসদ সদস্য আ ফ ম বাহাউদ্দিন নাছিম, শেখ ফজলে শামস পরশ, মাইনুল হোসেন খান নিখিল, এবং ছাত্রলীগ নেতা সাদ্দাম হোসেন ও শেখ ওয়ালী আসিফ ইনান।
মামলার প্রসিকিউশনের পক্ষ থেকে গত ১৮ জানুয়ারি শুনানি অনুষ্ঠিত হয়েছিল। প্রসিকিউটর মিজানুল ইসলাম ও গাজী এমএইচ তামিম আসামিদের ব্যক্তিগত দায় তুলে ধরেন। শুনানিতে ওবায়দুল কাদেরের তিনটি অভিযোগ পড়া হয়। এছাড়া সবার বিরুদ্ধে জুলাই-আগস্টে আন্দোলনকারীদের হত্যার নির্দেশ, উসকানি ও প্ররোচনার অভিযোগ আনা হয়। প্রসিকিউশন এসব অভিযোগ গঠনের মাধ্যমে বিচার শুরু করার আবেদন করেন। পরে পলাতক আসামিদের পক্ষে শুনানি করেন আইনজীবী লোকমান হাওলাদার ও ইশরাত জাহান।
এর আগে, ৮ জানুয়ারি ট্রাইব্যুনাল পলাতক আসামিদের পক্ষে স্টেট ডিফেন্স আইনজীবী নিয়োগ দেন। সেই দিনে সাতজনেরই আত্মসমর্পণের দিন ধার্য ছিল, কিন্তু কেউ উপস্থিত হননি। ২৯ ডিসেম্বর তাদের গ্রেফতার করে ট্রাইব্যুনালে আনার পরিকল্পনা থাকলেও, আইন প্রয়োগকারী সংস্থা স্থায়ী ও অস্থায়ী ঠিকানায় তাদের খুঁজে পায়নি। পরে ৩০ ডিসেম্বর পত্রিকায় বিজ্ঞপ্তি প্রকাশের নির্দেশ দেওয়া হয়।
মানবতাবিরোধী অপরাধে ১৮ ডিসেম্বর আসামিদের বিরুদ্ধে অভিযোগ আমলে নেন ট্রাইব্যুনাল-২। একই দিনে প্রসিকিউশন ফরমাল চার্জ দাখিল করে।
এদিকে, জেআইসি সেলে গুম ও নির্যাতনের ঘটনায় মানবতাবিরোধী অপরাধের মামলায় গঠিত অভিযোগের পরিপ্রেক্ষিতে রিভিউ শুনানি অনুষ্ঠিত হবে। মামলায় শেখ হাসিনা ও সাবেক-বর্তমান ১২ সেনা কর্মকর্তাকে আসামি করা হয়েছে। গেল সোমবার প্রথম সাক্ষী হিসেবে সাক্ষ্য দিয়েছেন গুমের শিকার হুম্মাম কাদের চৌধুরী।
ইএইচপি
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- চলছে রাজশাহী ওয়ারিয়র্স বনাম সিলেট টাইটান্সের ম্যাচ-দেখুন সরাসরি (LIVE)
- বিপিএল কোয়ালিফায়ার ১: চট্টগ্রাম বনাম রাজশাহী-দেখুন সরাসরি (LIVE)
- রাজশাহী বনাম চট্টগ্রাম: ৯০ রানে নেই ৭ উইকেট-দেখুন সরাসরি (LIVE)
- রাজশাহী বনাম সিলেটের জমজমাট ম্যাচটি শেষ-দেখুন ফলাফল
- ঢাবিতে পার্সিয়ান ডিবেটিং ক্লাবের উদ্যোগে ‘ফিউশন ফেস্ট’ অনুষ্ঠিত
- প্রাথমিক শিক্ষক নিয়োগের ফল প্রকাশ, তালিকা দেখুন এখানে
- ঢাকা ক্যাপিটালস বনাম রংপুর রাইডার্স: জমজমাট খেলাটি চলছে-দেখুন সরাসরি
- শেয়ারবাজার আধুনিকীকরণে বিএসইসির গুরুত্বপূর্ণ পদক্ষেপ
- অনিশ্চয়তা কাটিয়ে ঘুরে দাঁড়াচ্ছেশেয়ারবাজার
- রংপুর রাইডার্স বনাম সিলেট টাইটান্সের জমজমাট খেলাটি শেষ-দেখুন ফলাফল
- চরম নাটকীয়তা চট্টগ্রাম বনাম রাজশাহীর খেলা শেষ-দেখুন ফলাফল
- ঢাবি 'বি' ইউনিটের ভর্তি পরীক্ষার ফল প্রকাশ, যেভাবে দেখবেন
- সুবিধাবঞ্চিত শিশুদের মাঝে ঢাবি অ্যালামনাইয়ের শীতবস্ত্র বিতরণ
- রংপুর রাইডার্স বনাম ঢাকা ক্যাপিটালসের জমজমাট খেলাটি শেষ-জানুন ফলাফল
- ইপিএস প্রকাশ করবে ১৮ কোম্পানি