ঢাকা, বৃহস্পতিবার, ২২ জানুয়ারি ২০২৬, ৮ মাঘ ১৪৩২

নির্বাচন ও গণভোট সামনে রেখে ইসির প্রশিক্ষণ নির্দেশনা

২০২৬ জানুয়ারি ২২ ১১:২৯:২৫

নির্বাচন ও গণভোট সামনে রেখে ইসির প্রশিক্ষণ নির্দেশনা

নিজস্ব প্রতিবেদক: ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটকে সামনে রেখে ভোটগ্রহণ কার্যক্রম নির্বিঘ্ন করতে দেশব্যাপী একযোগে মাঠপর্যায়ের ভোট কর্মকর্তাদের প্রশিক্ষণ কার্যক্রম শুরু হয়েছে। এই প্রশিক্ষণে নির্বাচন কমিশন সচিবালয়ের কর্মকর্তারা প্রশিক্ষক হিসেবে দায়িত্ব পালন করবেন এবং তাদের জন্য নির্দিষ্ট নির্দেশনা নির্ধারণ করা হয়েছে।

নির্বাচনি প্রশিক্ষণ ইনস্টিটিউটের মহাপরিচালকের কাছে সম্প্রতি পাঠানো একটি চিঠি থেকে এসব তথ্য জানা গেছে।

চিঠিতে উল্লেখ করা হয়, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট উপলক্ষে মাঠপর্যায়ের ভোটগ্রহণ কর্মকর্তাদের প্রশিক্ষণ আগামী ২২ জানুয়ারি থেকে ৭ ফেব্রুয়ারি পর্যন্ত দেশব্যাপী একযোগে অনুষ্ঠিত হবে। প্রশিক্ষণ কার্যক্রম সুষ্ঠু ও সুচারুভাবে সম্পন্ন করতে নির্বাচন কমিশন সচিবালয়ে কর্মরত কর্মকর্তাদের প্রশিক্ষক হিসেবে দায়িত্ব পালনের নির্দেশনা দেওয়া হয়েছে।

নির্দেশনায় বলা হয়েছে নির্বাচন কমিশন সচিবালয়ের কোনো শাখা বা অধিশাখার সব কর্মকর্তাকে একই দিনে প্রশিক্ষণে পাঠানো যাবে না। দাপ্তরিক কার্যক্রম ব্যাহত না হলে নিয়ন্ত্রণকারী কর্মকর্তার অনুমতিক্রমে প্রশিক্ষণে অংশ নেওয়ার সুযোগ থাকবে।

এছাড়া নির্বাচন আচরণ বিধি লঙ্ঘন ও অভিযোগসংক্রান্ত কমিটি, ব্যালট পেপার মুদ্রণ কমিটি, ওসিভি ও আইসিপিভি সংক্রান্ত তথ্য সংগ্রহ ও প্রেরণ, মনিটরিং কমিটি, ভ্রাম্যমাণ আদালত ও ইলেক্টোরাল এনকোয়ারি অ্যান্ড অ্যাডজুডিকেশন কমিটিতে দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তাদের কাজের সমন্বয় বিবেচনায় রেখে প্রশিক্ষক মনোনয়নের কথা বলা হয়েছে।

নির্দেশনায় আরও উল্লেখ করা হয়, সাপ্তাহিক ছুটির দিন (শুক্রবার ও শনিবার) দূরবর্তী জেলা বা উপজেলায় প্রশিক্ষণে অংশগ্রহণের অনুমতি দেওয়া যাবে। প্রয়োজন অনুযায়ী ঢাকা ও পার্শ্ববর্তী জেলা কিংবা জেলা নির্বাচন কর্মকর্তার চাহিদা অনুসারে প্রশিক্ষক মনোনয়ন দেওয়ার সুযোগ থাকবে।

নির্বাচন কমিশন সচিবালয়ের যেসব কর্মকর্তা প্রশিক্ষক হিসেবে মনোনীত হবেন, তাদের অবশ্যই কর্মস্থল ত্যাগের আগে নিজ নিজ নিয়ন্ত্রণকারী কর্তৃপক্ষের অনুমতি নিতে হবে, যাতে নির্বাচনি কার্যক্রমে কোনো ধরনের বিঘ্ন না ঘটে।

কোনো মনোনীত কর্মকর্তা গুরুত্বপূর্ণ কাজে ব্যস্ত থাকায় প্রশিক্ষণ স্কুলে উপস্থিত হতে না পারলে বিকল্প প্রশিক্ষক মনোনয়নের মাধ্যমে প্রশিক্ষণ সম্পন্ন করার নির্দেশনাও দেওয়া হয়েছে।

এদিকে নির্বাচনি তফসিল অনুযায়ী, বৃহস্পতিবার (২২ জানুয়ারি) থেকে প্রার্থীরা আনুষ্ঠানিকভাবে প্রচারণা চালাতে পারবেন, যা চলবে ১০ ফেব্রুয়ারি সকাল সাড়ে ৭টা পর্যন্ত। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট অনুষ্ঠিত হবে ১২ ফেব্রুয়ারি বৃহস্পতিবার, সকাল সাড়ে ৭টা থেকে বিকাল সাড়ে ৪টা পর্যন্ত।

ইএইচপি

পাঠকের মতামত:

ডুয়ার ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

সর্বোচ্চ পঠিত