ঢাকা, বৃহস্পতিবার, ২২ জানুয়ারি ২০২৬, ৮ মাঘ ১৪৩২
ক্রিকেটারদের সঙ্গে বৈঠকে বসছেন আসিফ নজরুল
নিজস্ব প্রতিবেদক: নিরাপত্তাজনিত উদ্বেগের প্রেক্ষাপটে ভারতে অনুষ্ঠিতব্য ক্রিকেট বিশ্বকাপে বাংলাদেশের অংশগ্রহণ নিয়ে সিদ্ধান্ত চূড়ান্ত করতে আজ গুরুত্বপূর্ণ বৈঠকে বসছেন যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ নজরুল। বুধবার বিকেল ৩টায় রাজধানীর হোটেল ইন্টারকন্টিনেন্টালে বিশ্বকাপ দলে থাকা বাংলাদেশি ক্রিকেটারদের সঙ্গে এই বৈঠক অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।
এর আগে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) জানায়, বর্তমান নিরাপত্তা পরিস্থিতি বিবেচনায় বাংলাদেশ দল ভারতে গিয়ে বিশ্বকাপ খেলবে না। তবে আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল (আইসিসি) এক সংবাদ বিজ্ঞপ্তিতে স্পষ্ট করে জানিয়ে দেয়, বিশ্বকাপ আয়োজনের সূচিতে কোনো পরিবর্তন আনা হবে না এবং বাংলাদেশকে ভারতেই খেলতে হবে।
এমন অবস্থায় বিসিবি সভাপতি আমিনুল ইসলাম আইসিসির কাছে এক দিনের সময় চান। তিনি জানান, চূড়ান্ত সিদ্ধান্তের আগে সরকারের সঙ্গে আলোচনা অপরিহার্য। পাশাপাশি এখনো একটি ‘মিরাকলের’ সম্ভাবনা দেখছেন বলেও উল্লেখ করেন তিনি।
বিসিবি সূত্রে জানা গেছে, আজকের বৈঠকে ক্রিকেটারদের জানানো হবে কোন প্রেক্ষাপটে ভারতে বিশ্বকাপ না খেলার সিদ্ধান্ত নেওয়া হয়েছে এবং এ বিষয়ে সরকারের অবস্থান কী। একই সঙ্গে ভবিষ্যৎ করণীয়, সম্ভাব্য বিকল্প পথ কিংবা সমাধানের সুযোগ আছে কি না, তা নিয়েও আলোচনা হবে।
উল্লেখ্য, ভারতে উগ্রবাদীদের হুমকির কারণে মুস্তাফিজুর রহমানকে আইপিএল থেকে বাদ দেওয়ার ঘটনার পর সরকার বিসিবিকে ভারতে বিশ্বকাপ খেলতে না যাওয়ার নির্দেশ দেয়। এরপর বিসিবি আইসিসির সঙ্গে দুই দফা বৈঠক করে শ্রীলঙ্কায় বিশ্বকাপ আয়োজনের প্রস্তাব তোলে। তবে এ দাবিতে তারা অনড় থাকলেও আইসিসি তা গ্রহণ করেনি।
আইসিসি বোর্ডসভা শেষে জানায়, বাংলাদেশের ক্রিকেটার, সমর্থক কিংবা সংশ্লিষ্ট কারও জন্য ভারতে কোনো নিরাপত্তা ঝুঁকি নেই বলে তারা মনে করে। মুস্তাফিজুর রহমানের ঘটনাকে তারা বিচ্ছিন্ন ও অপ্রাসঙ্গিক হিসেবেই দেখছে বলে জানিয়েছে সংস্থাটি।
ইএইচপি
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- চলছে রাজশাহী ওয়ারিয়র্স বনাম সিলেট টাইটান্সের ম্যাচ-দেখুন সরাসরি (LIVE)
- বিপিএল কোয়ালিফায়ার ১: চট্টগ্রাম বনাম রাজশাহী-দেখুন সরাসরি (LIVE)
- রাজশাহী বনাম চট্টগ্রাম: ৯০ রানে নেই ৭ উইকেট-দেখুন সরাসরি (LIVE)
- রাজশাহী বনাম সিলেটের জমজমাট ম্যাচটি শেষ-দেখুন ফলাফল
- ঢাবিতে পার্সিয়ান ডিবেটিং ক্লাবের উদ্যোগে ‘ফিউশন ফেস্ট’ অনুষ্ঠিত
- প্রাথমিক শিক্ষক নিয়োগের ফল প্রকাশ, তালিকা দেখুন এখানে
- ঢাকা ক্যাপিটালস বনাম রংপুর রাইডার্স: জমজমাট খেলাটি চলছে-দেখুন সরাসরি
- শেয়ারবাজার আধুনিকীকরণে বিএসইসির গুরুত্বপূর্ণ পদক্ষেপ
- অনিশ্চয়তা কাটিয়ে ঘুরে দাঁড়াচ্ছেশেয়ারবাজার
- রংপুর রাইডার্স বনাম সিলেট টাইটান্সের জমজমাট খেলাটি শেষ-দেখুন ফলাফল
- চরম নাটকীয়তা চট্টগ্রাম বনাম রাজশাহীর খেলা শেষ-দেখুন ফলাফল
- ঢাবি 'বি' ইউনিটের ভর্তি পরীক্ষার ফল প্রকাশ, যেভাবে দেখবেন
- সুবিধাবঞ্চিত শিশুদের মাঝে ঢাবি অ্যালামনাইয়ের শীতবস্ত্র বিতরণ
- রংপুর রাইডার্স বনাম ঢাকা ক্যাপিটালসের জমজমাট খেলাটি শেষ-জানুন ফলাফল
- ইপিএস প্রকাশ করবে ১৮ কোম্পানি