ঢাকা, বুধবার, ২১ জানুয়ারি ২০২৬, ৭ মাঘ ১৪৩২

নির্বাচন পর্যবেক্ষণে ১৪ সদস্যের প্রতিনিধি দল পাঠাচ্ছে কমনওয়েলথ

২০২৬ জানুয়ারি ২১ ২৩:৫২:১১

নির্বাচন পর্যবেক্ষণে ১৪ সদস্যের প্রতিনিধি দল পাঠাচ্ছে কমনওয়েলথ

নিজস্ব প্রতিবেদক: বাংলাদেশের আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন এবং গণভোট পর্যবেক্ষণের জন্য ১৪ সদস্যের একটি শক্তিশালী পর্যবেক্ষক দল পাঠানোর ঘোষণা দিয়েছে কমনওয়েলথ। ঘানার সাবেক প্রেসিডেন্ট নানা আকুফো-এদোর নেতৃত্বে এই দলটি মাঠ পর্যায়ে নির্বাচনী প্রক্রিয়া পর্যবেক্ষণ করবে।

বুধবার (২১ জানুয়ারি) লন্ডনে কমনওয়েলথ মহাসচিব শার্লি বোচওয়ে এই পর্যবেক্ষক দলের নাম ও বিস্তারিত কর্মসূচি ঘোষণা করেন।

মহাসচিব শার্লি বোচওয়ে বলেন, “বাংলাদেশে অনুষ্ঠিতব্য নির্বাচন ও গণভোট পর্যবেক্ষণে কমনওয়েলথ দলের উপস্থিতি গণতান্ত্রিক শাসনব্যবস্থাকে শক্তিশালী করার প্রতি আমাদের অঙ্গীকারের প্রতিফলন। একটি স্বচ্ছ, বিশ্বাসযোগ্য এবং অন্তর্ভুক্তিমূলক নির্বাচনী প্রক্রিয়া স্থিতিশীলতার জন্য অপরিহার্য। এই গুরুত্বপূর্ণ মুহূর্তে কমনওয়েলথ বাংলাদেশি জনগণের পাশে রয়েছে, যাতে তাদের সম্মিলিত ইচ্ছা অবাধে প্রকাশ পায়।”

কমনওয়েলথ জানিয়েছে, পর্যবেক্ষক দলটিকে সহায়তা করবে নির্বাচনী সহায়তা বিভাগের প্রধান লিনফোর্ড অ্যান্ড্রুজের নেতৃত্বাধীন একটি বিশেষজ্ঞ দল। তাদের মূল দায়িত্ব হবে নির্বাচনী প্রক্রিয়া এবং গণভোট কতটুকু স্বচ্ছ ও বিশ্বাসযোগ্যভাবে পরিচালিত হচ্ছে, সে সম্পর্কে একটি স্বাধীন ও নিরপেক্ষ মূল্যায়ন প্রদান করা।

মিশন সম্পন্ন হওয়ার পর প্রতিনিধি দলটি কমনওয়েলথ মহাসচিবের কাছে একটি বিস্তারিত প্রতিবেদন জমা দেবে। পরবর্তীতে এই প্রতিবেদন বাংলাদেশ সরকার, নির্বাচন কমিশন এবং রাজনৈতিক দলগুলোর সঙ্গে বিনিময় করা হবে এবং সাধারণ মানুষের জন্য উন্মুক্ত করে দেওয়া হবে।

১৪ সদস্যের পর্যবেক্ষক দলে যারা রয়েছেন:

ঘানার সাবেক প্রেসিডেন্ট নানা আকুফো-এদো ছাড়াও এই দলে রয়েছেন ক্যারিবিয়ান উইমেন ইন লিডারশিপের প্রেসিডেন্ট লেব্রেচটা নানা ওয়ে হেসে-বেইন, কানাডার যোগাযোগ বিশেষজ্ঞ নিল ফিলিপ ফোর্ড, প্যাসিফিক ইয়ুথ কাউন্সিলের সমন্বয়ক মিলিয়ানা ইগা রামাতানিভাই, মালয়েশিয়ার সাবেক সিনেটর ড. রাস আদিবা মোহাম্মদ রাদজি, মালদ্বীপের সাবেক উপমন্ত্রী জেফরে সালিম ওয়াহিদ, মরিশাসের নির্বাচন কমিশনার মোহাম্মদ ইরফান আবদুল রহমান, সিয়েরা লিওনের সাবেক পররাষ্ট্রমন্ত্রী অধ্যাপক ডেভিড জন ফ্রান্সিস, সিঙ্গাপুরের মানবাধিকার আইনজীবী সাঙ্গিথা যোগেন্দ্রন, দক্ষিণ আফ্রিকার সাবেক প্রধান নির্বাচন কর্মকর্তা অধ্যাপক ম্যান্ডলা এমচুনু, শ্রীলঙ্কার ড. দিনেশা সামারারত্নে, উগান্ডার অধ্যাপক উইনিফ্রেড মেরি তারিনেবা কিরিয়াবউইরে, যুক্তরাজ্যের সামাজিক যোগাযোগমাধ্যম বিশেষজ্ঞ রোজমেরি আজায়ি এবং জাম্বিয়ার সাবেক প্রধান নির্বাচন কর্মকর্তা ক্রিটিকাস প্যাট্রিক এনশিনদানো।

এসপি

পাঠকের মতামত:

ডুয়ার ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

সর্বোচ্চ পঠিত