ঢাকা, বুধবার, ২১ জানুয়ারি ২০২৬, ৭ মাঘ ১৪৩২
'দেশে প্রথমবারের মতো চালু হচ্ছে নির্বাচন সুরক্ষা অ্যাপ’
নিজস্ব প্রতিবেদক: আগামী ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিতব্য জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটের নিরাপত্তা নিশ্চিত করতে নজিরবিহীন পদক্ষেপ নিচ্ছে অন্তর্বর্তীকালীন সরকার। প্রতিটি সাধারণ ভোটকেন্দ্রে কমপক্ষে ১৫ জন করে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্য মোতায়েন থাকবে এবং নির্বাচনি পরিস্থিতির তাৎক্ষণিক খবরাখবর ও সমন্বয়ের জন্য প্রথমবারের মতো চালু করা হচ্ছে ‘নির্বাচন সুরক্ষা অ্যাপ’।
বুধবার (২১ জানুয়ারি) রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে আয়োজিত এক প্রেস ব্রিফিংয়ে প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম এসব তথ্য জানান। এর আগে প্রধান উপদেষ্টার কার্যালয়ে অনুষ্ঠিত উচ্চপর্যায়ের এক সভায় নির্বাচনি নিরাপত্তা ও প্রযুক্তিগত প্রস্তুতির বিষয়ে বিস্তারিত আলোচনা হয়।
প্রেস সচিব জানান, মেট্রোপলিটন এলাকার বাইরে প্রতিটি সাধারণ ভোটকেন্দ্রে সশস্ত্র পুলিশ, বিজিবি সেকশন কমান্ডার, অঙ্গীভূত ও সাধারণ আনসার, গ্রাম প্রতিরক্ষা পুলিশ (ভিডিপি) এবং দফাদারসহ অন্তত ১৫ জন সদস্য সার্বক্ষণিক দায়িত্ব পালন করবেন। তবে অতি গুরুত্বপূর্ণ বা ঝুঁকিপূর্ণ কেন্দ্রের ক্ষেত্রে এই সদস্য সংখ্যা আরও বাড়ানো হবে।
নিরাপত্তা ব্যবস্থায় প্রযুক্তির ব্যবহার নিশ্চিত করতে সরকার ‘নির্বাচন সুরক্ষা অ্যাপ্লিকেশন’ নামক একটি বিশেষ অ্যাপ তৈরি করছে। এটি মূলত পুলিশ, আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর কেন্দ্রীয় ব্যবহারের জন্য তৈরি করা হলেও এর ‘রেসপন্ডার’ হিসেবে সশস্ত্র বাহিনী, বিজিবি, কোস্টগার্ড, এনএসআই, ডিজেএফআই এবং রিটার্নিং অফিসাররা যুক্ত থাকবেন। এই অ্যাপের মাধ্যমে ভোটকেন্দ্রের যেকোনো পরিস্থিতি সরাসরি তদারকি এবং দ্রুত ব্যবস্থা গ্রহণ করা সম্ভব হবে।
নির্বাচনকে অবাধ, সুষ্ঠু ও সুরক্ষিত করতে সরকারের এই সমন্বিত পদক্ষেপ ভবিষ্যতে একটি স্বচ্ছ নির্বাচনি ব্যবস্থার উদাহরণ হয়ে থাকবে বলে প্রেস সচিব আশাবাদ ব্যক্ত করেন।
এসপি
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- চলছে রাজশাহী ওয়ারিয়র্স বনাম সিলেট টাইটান্সের ম্যাচ-দেখুন সরাসরি (LIVE)
- বিপিএল কোয়ালিফায়ার ১: চট্টগ্রাম বনাম রাজশাহী-দেখুন সরাসরি (LIVE)
- রাজশাহী বনাম চট্টগ্রাম: ৯০ রানে নেই ৭ উইকেট-দেখুন সরাসরি (LIVE)
- রাজশাহী বনাম সিলেটের জমজমাট ম্যাচটি শেষ-দেখুন ফলাফল
- ঢাবিতে পার্সিয়ান ডিবেটিং ক্লাবের উদ্যোগে ‘ফিউশন ফেস্ট’ অনুষ্ঠিত
- ঢাকা ক্যাপিটালস বনাম রংপুর রাইডার্স: জমজমাট খেলাটি চলছে-দেখুন সরাসরি
- শেয়ারবাজার আধুনিকীকরণে বিএসইসির গুরুত্বপূর্ণ পদক্ষেপ
- অনিশ্চয়তা কাটিয়ে ঘুরে দাঁড়াচ্ছেশেয়ারবাজার
- রংপুর রাইডার্স বনাম সিলেট টাইটান্সের জমজমাট খেলাটি শেষ-দেখুন ফলাফল
- চরম নাটকীয়তা চট্টগ্রাম বনাম রাজশাহীর খেলা শেষ-দেখুন ফলাফল
- প্রাথমিক শিক্ষক নিয়োগের ফল প্রকাশ, তালিকা দেখুন এখানে
- ঢাবি 'বি' ইউনিটের ভর্তি পরীক্ষার ফল প্রকাশ, যেভাবে দেখবেন
- রংপুর রাইডার্স বনাম ঢাকা ক্যাপিটালসের জমজমাট খেলাটি শেষ-জানুন ফলাফল
- স্বাভাবিক ঊর্ধ্বগতিতে লেনদেন, ডিএসইতে সূচকের শক্ত অবস্থান
- ইপিএস প্রকাশ করবে ১৮ কোম্পানি