ঢাকা, বুধবার, ২১ জানুয়ারি ২০২৬, ৭ মাঘ ১৪৩২

কোস্টগার্ডের সক্ষমতা বাড়াতে ৮৯ কোটি টাকার বোট

২০২৬ জানুয়ারি ২১ ২১:৪২:২৮

কোস্টগার্ডের সক্ষমতা বাড়াতে ৮৯ কোটি টাকার বোট

নিজস্ব প্রতিবেদক: সমুদ্র ও উপকূলীয় নিরাপত্তা জোরদার করতে বাংলাদেশ কোস্টগার্ডের বহরে যুক্ত হচ্ছে দুটি বড় আকারের হাই স্পিড বোট। এসব বোট ক্রয়ে সরকার ব্যয় করবে ৮৯ কোটি ৫০ লাখ ১৯ হাজার ১৮৭ টাকা।

সরকারি সিদ্ধান্ত অনুযায়ী, সরাসরি ক্রয় পদ্ধতিতে বাংলাদেশ নৌবাহিনীর প্রতিষ্ঠান খুলনা শিপইয়ার্ড লিমিটেডের কাছ থেকেই বোট দুটি সংগ্রহ করা হবে।

বুধবার (২১ জানুয়ারি) সচিবালয়ে অর্থ উপদেষ্টা ড. সালেহউদ্দিন আহমদের সভাপতিত্বে অনুষ্ঠিত সরকারি ক্রয় সংক্রান্ত উপদেষ্টা পরিষদ কমিটির বৈঠকে এই ক্রয় প্রস্তাবের অনুমোদন দেওয়া হয়।

বৈঠক সংশ্লিষ্ট সূত্র জানায়, স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের পক্ষ থেকে বাংলাদেশ কোস্টগার্ডের জন্য দুটি বড় হাই স্পিড বোট কেনার প্রস্তাব উত্থাপন করা হয়। প্রস্তাবটি বিস্তারিতভাবে পর্যালোচনা শেষে উপদেষ্টা পরিষদ কমিটি তা অনুমোদনের সিদ্ধান্ত নেয়। অনুমোদিত চুক্তি অনুযায়ী, নির্ধারিত ব্যয়ে খুলনা শিপইয়ার্ড লিমিটেড বোট দুটি সরবরাহ করবে।

এদিকে একই বৈঠকে নৌপরিবহন মন্ত্রণালয়ের একটি পৃথক প্রস্তাব বাতিল করা হয়েছে। ‘চট্টগ্রামের মিরসরাই ও সন্দ্বীপ, কক্সবাজারের সোনাদিয়া দ্বীপ এবং টেকনাফের সাবরাং ও জালিয়ার দ্বীপ এলাকায় জেটিসহ আনুষঙ্গিক স্থাপনাদি নির্মাণ’ প্রকল্পের আওতায় অবকাঠামো নির্মাণসংক্রান্ত একটি দরপত্র পর্যালোচনা শেষে তা বাতিলের সিদ্ধান্ত নেয় উপদেষ্টা পরিষদ কমিটি।

এমজে/

পাঠকের মতামত:

ডুয়ার ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

সর্বোচ্চ পঠিত