ঢাকা, বুধবার, ২১ জানুয়ারি ২০২৬, ৭ মাঘ ১৪৩২

নির্বাচন ঘিরে কঠোর নিরাপত্তা, যৌথ বাহিনী মোতায়েন

২০২৬ জানুয়ারি ২১ ২০:৫১:২৮

নির্বাচন ঘিরে কঠোর নিরাপত্তা, যৌথ বাহিনী মোতায়েন

নিজস্ব প্রতিবেদক: ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট নির্বিঘ্ন করতে দেশব্যাপী যৌথ বাহিনী মোতায়েনের সিদ্ধান্ত নিয়েছে সরকার। ভোটের আগে চার দিন, ভোটের দিন এবং ভোটের পর আরও সাত দিন—মোট ১২ দিন মাঠে থেকে দায়িত্ব পালন করবেন যৌথ বাহিনীর সদস্যরা।

বুধবার (২১ জানুয়ারি) রাজধানীর তেজগাঁওয়ে প্রধান উপদেষ্টার কার্যালয়ে আয়োজিত এক উচ্চপর্যায়ের বৈঠকে নির্বাচনকালীন আইনশৃঙ্খলা পরিস্থিতি পর্যালোচনা শেষে এ সিদ্ধান্তের কথা জানান স্বরাষ্ট্র সচিব নাসিমুল গনি। বৈঠকে সভাপতিত্ব করেন প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস।

সভায় স্বরাষ্ট্র সচিব জানান, আগামী পাঁচ দিনের মধ্যেই স্থানীয় পর্যায়ে বডি ক্যামেরা পৌঁছে দেওয়া হবে। নির্বাচনকালীন নিরাপত্তা জোরদারে পুলিশসহ আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী প্রয়োজনে ড্রোন ব্যবহার করবে।

তিনি আরও বলেন, আজ থেকেই স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের যুগ্ম সচিবের নেতৃত্বে একাধিক টিম গঠন করা হয়েছে, যারা নির্বাচন-সংক্রান্ত মাঠপর্যায়ের সব তথ্য সার্বক্ষণিক পর্যবেক্ষণ ও রেকর্ড করবে। এই মনিটরিং কার্যক্রম চলবে ২৪ ঘণ্টা।

বডি ক্যামেরার মাধ্যমে তাৎক্ষণিকভাবে সংশ্লিষ্ট এলাকার সঙ্গে সংযোগ স্থাপন করা যাবে উল্লেখ করে নাসিমুল গনি বলেন, এতে ঘটনাস্থলের সব পরিস্থিতি সরাসরি দেখা ও সংরক্ষণ করা সম্ভব হবে।

সভায় বডি ক্যামেরা ব্যবহারের পদ্ধতি ও কার্যকারিতা তুলে ধরে একটি ভিডিওচিত্রও উপস্থাপন করা হয়।

এমজে/

পাঠকের মতামত:

ডুয়ার ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

সর্বোচ্চ পঠিত