ঢাকা, বুধবার, ২১ জানুয়ারি ২০২৬, ৭ মাঘ ১৪৩২

প্রয়োজনে ভোটকেন্দ্রেও প্রবেশ করতে পারবে সশস্ত্র বাহিনী: স্বরাষ্ট্র উপদেষ্টা

২০২৬ জানুয়ারি ২১ ২০:২৬:৩৬

প্রয়োজনে ভোটকেন্দ্রেও প্রবেশ করতে পারবে সশস্ত্র বাহিনী: স্বরাষ্ট্র উপদেষ্টা

নিজস্ব প্রতিবেদক: আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও জুলাই জাতীয় সনদ বাস্তবায়নে আয়োজিত গণভোটের নিরাপত্তা নিশ্চিতে বড় ঘোষণা দিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরী। তিনি জানিয়েছেন, এবারের নির্বাচনে সশস্ত্র বাহিনীর সদস্যরা ‘আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী’ হিসেবে বিবেচিত হবেন এবং প্রয়োজনে তারা ভোটকেন্দ্রের ভেতরেও প্রবেশ করতে পারবেন।

বুধবার (২১ জানুয়ারি) প্রধান উপদেষ্টার কার্যালয়ে অধ্যাপক মুহাম্মদ ইউনূসের সভাপতিত্বে অনুষ্ঠিত এক উচ্চপর্যায়ের আইনশৃঙ্খলা সভায় তিনি এ কথা বলেন।

বৈঠক শেষে বিকেলে ফরেন সার্ভিস একাডেমিতে আয়োজিত প্রেস ব্রিফিংয়ে প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম সভার বিস্তারিত তথ্য তুলে ধরেন। সভায় জানানো হয়, নির্বাচনের দিন শান্তিশৃঙ্খলা বজায় রাখতে সশস্ত্র বাহিনীকে বিশেষ আইনি ক্ষমতা দেওয়া হচ্ছে। এর ফলে অতীতে কেবল ‘স্ট্রাইকিং ফোর্স’ হিসেবে কাজ করলেও এবার তারা সরাসরি আইনশৃঙ্খলা বাহিনীর মতো অর্পিত দায়িত্ব পালন করতে পারবে।

গুরুত্বপূর্ণ এই সভায় উপস্থিত ছিলেন জ্বালানি উপদেষ্টা মুহাম্মদ ফাওজুল কবির খান, প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী লেফটেন্যান্ট জেনারেল (অব.) আব্দুল হাফিজ, সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান, নৌবাহিনী প্রধান রিয়ার অ্যাডমিরাল মোহাম্মদ নাজমুল হাসান এবং বিমান বাহিনী প্রধান এয়ার চিফ মার্শাল হাসান মাহমুদ খান।

এছাড়াও সভায় স্বরাষ্ট্র সচিব, নির্বাচন কমিশন সচিব, পুলিশের মহাপরিদর্শক (আইজিপি), বিজিবি, আনসার, কোস্ট গার্ড এবং র‍্যাবের মহাপরিচালকসহ বিভিন্ন গোয়েন্দা সংস্থার প্রধানরা উপস্থিত ছিলেন। সভায় নির্বাচনের সার্বিক নিরাপত্তা নিশ্চিত করতে সমন্বিত কর্মপরিকল্পনা নিয়ে বিস্তারিত আলোচনা হয়।

এসপি

পাঠকের মতামত:

ডুয়ার ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

সর্বোচ্চ পঠিত