ঢাকা, বুধবার, ২১ জানুয়ারি ২০২৬, ৭ মাঘ ১৪৩২

শহীদ হাদির পরিবারকে ফ্ল্যাটসহ আরও এক কোটি টাকা দেবে সরকার

২০২৬ জানুয়ারি ২১ ১৮:২৮:১০

শহীদ হাদির পরিবারকে ফ্ল্যাটসহ আরও এক কোটি টাকা দেবে সরকার

নিজস্ব প্রতিবেদক: ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরীফ ওসমান বিন হাদির পরিবারকে পুনর্বাসন ও জীবন-জীবিকা নিশ্চিত করতে বড় অঙ্কের আর্থিক সহায়তার সিদ্ধান্ত নিয়েছে সরকার। ঢাকায় একটি ফ্ল্যাট কেনার পাশাপাশি তাদের দৈনন্দিন জীবন পরিচালনার জন্য আলাদাভাবে মোট দুই কোটি টাকা দেওয়ার ঘোষণা এসেছে সরকারের সর্বোচ্চ পর্যায় থেকে।

অর্থ উপদেষ্টা ড. সালেহউদ্দিন আহমেদ জানিয়েছেন, শরীফ ওসমান বিন হাদির পরিবারকে দুই ধাপে মোট দুই কোটি টাকা অনুদান দেওয়া হবে। এর মধ্যে এক কোটি টাকা দেওয়া হবে ঢাকায় একটি ফ্ল্যাট বা বাসস্থান কেনার জন্য এবং বাকি এক কোটি টাকা দেওয়া হবে জীবন-জীবিকা নির্বাহের উদ্দেশ্যে।

বুধবার (২১ জানুয়ারি) সচিবালয়ে সরকারি ক্রয় সংক্রান্ত উপদেষ্টা পরিষদ কমিটির বৈঠক শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এসব তথ্য জানান। তিনি বলেন, ফ্ল্যাট কেনার অর্থ অর্থ মন্ত্রণালয়ের মাধ্যমে দেওয়া হবে, আর জীবন-জীবিকার অর্থ দেওয়া হবে প্রধান উপদেষ্টার ফান্ড থেকে।

অর্থ উপদেষ্টা আরও বলেন, হাদির পরিবারের জন্য দুটি আলাদা সিদ্ধান্ত নেওয়া হয়েছে। একটি বাসস্থানের নিরাপত্তা নিশ্চিত করা, অন্যটি তাদের ভবিষ্যৎ জীবনের আর্থিক স্থিতি নিশ্চিত করা।

এর আগে হাদির ভাইকে যুক্তরাজ্যের বার্মিংহামে বাংলাদেশের সহকারী হাইকমিশনে দ্বিতীয় সচিব হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে। এরপরও পরিবারকে এই অতিরিক্ত আর্থিক সহায়তা কেন দেওয়া হচ্ছে— এমন প্রশ্নে অর্থ উপদেষ্টা বলেন, এই বিষয়ে আমাকে প্রশ্ন করে লাভ নেই।

অর্থ মন্ত্রণালয় থেকে ফ্ল্যাটের জন্য এক কোটি টাকা অনুমোদন দেওয়া হয়েছে কি না— এমন প্রশ্নের জবাবে তিনি স্পষ্টভাবে জানান, অর্থ বরাদ্দের অনুমোদন ইতোমধ্যে দেওয়া হয়েছে।

এ সময় অন্য একটি প্রসঙ্গে বাণিজ্য উপদেষ্টার চালের দাম নিয়ে মন্তব্য সম্পর্কে জানতে চাইলে অর্থ উপদেষ্টা সে বিষয়ে কোনো মন্তব্য করতে রাজি হননি।

অর্থ বিভাগের সংশ্লিষ্ট সূত্র জানায়, হাদির পরিবারের জন্য ফ্ল্যাট কেনার অনুদান দিতে গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয় সম্প্রতি অর্থ মন্ত্রণালয়ে আবেদন করে। যাচাই-বাছাই শেষে অর্থ বিভাগ শর্তসাপেক্ষে অনুদান অনুমোদন দেয়, যেখানে হাদির স্ত্রী ও সন্তানের পরিচয় নিশ্চিত করার কথা উল্লেখ করা হয়েছে।

জানা গেছে, রাজধানীর লালমাটিয়ায় অবস্থিত সরকারি ‘দোয়েল টাওয়ারে’ ১ হাজার ২১৫ বর্গফুটের একটি ফ্ল্যাট কেনা ও তা সুসজ্জিত করার জন্য এই অর্থ ব্যয় করা হবে। চলতি অর্থবছরে গৃহায়ন মন্ত্রণালয়ের আবাসিক ভবন খাতে বরাদ্দকৃত ছয় কোটি টাকা থেকে এ অর্থ ব্যয় করা হবে।

ফ্ল্যাট বরাদ্দ সংক্রান্ত শর্তে বলা হয়েছে, অর্থ ব্যয়ের ক্ষেত্রে সরকারের বিদ্যমান সব আর্থিক বিধি-বিধান অনুসরণ করতে হবে। একই সঙ্গে বরাদ্দকৃত অর্থ চলতি ২০২৫–২৬ অর্থবছরের সংশোধিত বাজেটে অন্তর্ভুক্ত করতে হবে এবং অব্যয়িত অর্থ আগামী ৩০ জুনের মধ্যে সরকারি কোষাগারে জমা দিতে হবে।

এমজে/

পাঠকের মতামত:

ডুয়ার ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

সর্বোচ্চ পঠিত