ঢাকা, বুধবার, ২১ জানুয়ারি ২০২৬, ৭ মাঘ ১৪৩২

নির্বাচনের প্রচারণা আজ মধ্যরাত থেকে শুরু হচ্ছে: ইসি সচিব

২০২৬ জানুয়ারি ২১ ১৮:১১:০৮

নির্বাচনের প্রচারণা আজ মধ্যরাত থেকে শুরু হচ্ছে: ইসি সচিব

নিজস্ব প্রতিবেদক: আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও জুলাই জাতীয় সনদ বাস্তবায়নের লক্ষ্যে আয়োজিত গণভোটের আনুষ্ঠানিক প্রচারণা আজ বুধবার (২১ জানুয়ারি) মধ্যরাত থেকে শুরু হচ্ছে। নির্বাচন কমিশনের (ইসি) সিনিয়র সচিব আখতার আহমেদ এই তথ্য নিশ্চিত করেছেন।

বুধবার বিকেলে তেজগাঁওয়ে প্রধান উপদেষ্টার কার্যালয়ে আয়োজিত এক উচ্চপর্যায়ের আইনশৃঙ্খলা সভায় তিনি এই সময়সূচি ঘোষণা করেন। সভায় সভাপতিত্ব করেন অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস।

ইসি সচিব জানান, আজ মধ্যরাত থেকে প্রার্থীরা তাদের নির্বাচনি প্রচারণা শুরু করতে পারবেন এবং তা আগামী ১০ ফেব্রুয়ারি সকাল সাড়ে ৭টা পর্যন্ত চলবে। নির্ধারিত এই সময়ের মধ্যে প্রার্থীরা নির্বাচনি আচরণবিধি মেনে জনসভা, মিছিল ও প্রচারপত্র বিতরণসহ সব ধরণের প্রচার কার্যক্রম চালাতে পারবেন।

উল্লেখ্য, ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিতব্য নির্বাচন ও গণভোটকে সামনে রেখে সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি পর্যালোচনা করতেই এই সভার আয়োজন করা হয়। সভায় প্রধান উপদেষ্টা ছাড়াও সশস্ত্র বাহিনীর প্রধানগণ এবং বিভিন্ন গোয়েন্দা সংস্থার প্রধানরা উপস্থিত ছিলেন।

এসপি

পাঠকের মতামত:

ডুয়ার ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

সর্বোচ্চ পঠিত