ঢাকা, বুধবার, ২১ জানুয়ারি ২০২৬, ৭ মাঘ ১৪৩২

নির্বাচনে জয়ী হলে সবাইকে নিয়ে সরকার গঠন করনে বিএনপি: নুর 

২০২৬ জানুয়ারি ২১ ১৭:২০:০০

নির্বাচনে জয়ী হলে সবাইকে নিয়ে সরকার গঠন করনে বিএনপি: নুর 

নিজস্ব প্রতিবেদক: পটুয়াখালী-৩ (দশমিনা-গলাচিপা) আসনে বিএনপি সমর্থিত প্রার্থী ও ডাকসুর সাবেক ভিপি নুরুল হক নুর অভিযোগ করেছেন যে, তার প্রতিদ্বন্দ্বী প্রার্থী নির্বাচন করতে নয়, বরং নির্বাচন বানচাল করার উদ্দেশ্যে মাঠে নেমেছেন।

বুধবার (২১ জানুয়ারি) বেলা ১১টায় পটুয়াখালী জেলা প্রশাসকের কার্যালয়ে প্রতীক বরাদ্দ শেষে সাংবাদিকদের এ কথা বলেন তিনি।

এদিন পটুয়াখালী-৩ আসনে নুরুল হক নুর পেয়েছেন ‘ট্রাক’ প্রতীক। অন্যদিকে, তার প্রতিদ্বন্দ্বী ও সদ্য বহিষ্কৃত বিএনপি নেতা হাসান মামুন স্বতন্ত্র প্রার্থী হিসেবে পেয়েছেন ‘ঘোড়া’ প্রতীক।

প্রতীক পাওয়ার পর নুর বলেন, “আমার প্রতিদ্বন্দ্বী প্রার্থী নির্বাচনি পরিবেশ ঘোলাটে করার চেষ্টা করছেন। তিনি বিভিন্নভাবে উসকানিমূলক কথা বলছেন এবং অনলাইনে মিথ্যা প্রোপাগান্ডা ও বিভ্রান্তি ছড়াচ্ছেন। একজন প্রার্থীর বিরুদ্ধে এমন চরিত্রহননমূলক বক্তব্য দেওয়া কাম্য নয়।” এসব বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে তিনি জেলা প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করেন।

বিএনপি ও জোটের রাজনীতি প্রসঙ্গে নুর বলেন, “বিএনপি তার মিত্রদের আশ্বস্ত করেছে যে নির্বাচনে জয়ী হলে সবাইকে নিয়ে সরকার গঠন করা হবে। এই আশ্বাসের ভিত্তিতেই আমরা বিএনপির সঙ্গে জোটে অংশ নিয়েছি। কিন্তু হাসান মামুনের মতো প্রার্থীরা যদি এভাবে আচরণ করেন, তবে ভবিষ্যতে বিএনপির প্রতি মিত্রদের অনাস্থা তৈরি হতে পারে, যা জোট গঠনের ক্ষেত্রে সংকট সৃষ্টি করবে।”

আসনটির রাজনৈতিক প্রেক্ষাপট তুলে ধরে নুর আরও বলেন, “বিগত ৫০ বছরেও এই আসনে বিএনপি জয় পায়নি, এটি আওয়ামী লীগ অধ্যুষিত এলাকা। ৫ আগস্টের পর এখানে যেন কোনো চাঁদাবাজি বা হয়রানি না হয়, সে বিষয়ে আমি সোচ্চার ছিলাম। আশা করি, দল-মত নির্বিশেষে মানুষ এবার ট্রাক প্রতীকে ভোট দিয়ে আমাকে সংসদে পাঠাবে।”

পটুয়াখালীর জেলা প্রশাসক ও প্রধান রিটার্নিং কর্মকর্তা ড. মো. শহীদ হোসেন চৌধুরী জানান, জেলায় এখন পর্যন্ত নির্বাচনি পরিবেশ শান্তিপূর্ণ রয়েছে। সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন নিশ্চিত করতে মাঠে ২০ জন নির্বাহী ম্যাজিস্ট্রেট দায়িত্ব পালন করবেন।

এসপি

পাঠকের মতামত:

ডুয়ার ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

সর্বোচ্চ পঠিত