ঢাকা, বুধবার, ২১ জানুয়ারি ২০২৬, ৭ মাঘ ১৪৩২

নির্বাচনি প্রচারণায় নতুন নিয়ম, ইসির প্রজ্ঞাপন জারি

২০২৬ জানুয়ারি ২১ ১৬:২০:৩৮

নির্বাচনি প্রচারণায় নতুন নিয়ম, ইসির প্রজ্ঞাপন জারি

নিজস্ব প্রতিবেদক: সংসদ নির্বাচনে শৃঙ্খলা ও সমান প্রতিযোগিতার পরিবেশ নিশ্চিত করতে আচরণ বিধিমালায় পরিবর্তন এনেছে নির্বাচন কমিশন। গণপ্রতিনিধিত্ব আদেশের ধারা ৯১(খ) অনুযায়ী প্রদত্ত ক্ষমতাবলে ‘সংসদ নির্বাচনে রাজনৈতিক দল ও প্রার্থীর আচরণ বিধিমালা, ২০২৫’-এর একাধিক ধারা সংশোধনের প্রজ্ঞাপন জারি করা হয়েছে।

সংশোধিত বিধিমালায় বিদ্যমান বিধি ৪-এর উপবিধি (৩)-এর ভাষায় পরিবর্তন আনা হয়েছে। আগে যেখানে বলা ছিল, কোনো প্রার্থী নির্বাচনের আগে সরকারি, আধা-সরকারি বা স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানের রাজস্ব কিংবা উন্নয়ন তহবিলভুক্ত প্রকল্পের অনুমোদন, ঘোষণা, ভিত্তিপ্রস্তর স্থাপন বা ফলক উন্মোচন ‘করা যাইবে না’, সেখানে নতুন সংশোধনীতে শব্দচয়ন পরিবর্তন করে বলা হয়েছে ‘করিতে পারিবেন না’।

এ ছাড়া বিধি ৬-এর (আ) দফার (খ) উপদফা সংশোধন করে নতুনভাবে যুক্ত করা হয়েছে যে, নির্বাচনি প্রচারণা শুরুর আগে রাজনৈতিক দল বা প্রার্থীকে অবশ্যই যথাযথ কর্তৃপক্ষের কাছে প্রচারণা কর্মসূচির প্রস্তাব জমা দিতে হবে। একই স্থানে ও একই সময়ে একাধিক দল বা প্রার্থীর কর্মসূচি থাকলে প্রয়োজন অনুযায়ী সংশ্লিষ্ট কর্তৃপক্ষ তা সমন্বয় করবে।

নতুন বিধান অনুযায়ী, কোনো প্রার্থী জনসভা আয়োজন করতে চাইলে প্রস্তাবিত সভার সময় ও স্থান সম্পর্কে কমপক্ষে ২৪ ঘণ্টা আগে স্থানীয় পুলিশ কর্তৃপক্ষকে জানাতে হবে। পুলিশ কর্তৃপক্ষ সংশ্লিষ্ট এলাকায় চলাচল স্বাভাবিক রাখা ও আইনশৃঙ্খলা নিশ্চিত করতে প্রয়োজনীয় ব্যবস্থা নেবে।

আচরণ বিধিমালার সংশোধিত অংশে আরও বলা হয়েছে, কোনো প্রতিদ্বন্দ্বী প্রার্থীর ফেস্টুন, ব্যানার বা বিলবোর্ডের ওপর অন্য কোনো প্রার্থীর প্রচারণা সামগ্রী টাঙানো যাবে না। একইসঙ্গে এসব প্রচারণা সামগ্রীর ক্ষতিসাধন, বিকৃতি বা বিনষ্ট করাও নিষিদ্ধ করা হয়েছে।

বিলবোর্ড ব্যবহারের ক্ষেত্রেও সীমা নির্ধারণ করা হয়েছে। প্রতিটি সংসদীয় আসনের ক্ষেত্রে ইউনিয়ন, পৌরসভা বা মেট্রোপলিটন এলাকার প্রতিটি ওয়ার্ডে সর্বোচ্চ একটি বিলবোর্ড ব্যবহার করা যাবে। বিকল্পভাবে, পুরো নির্বাচনি এলাকায় মোট বিলবোর্ডের সংখ্যা ২০টির বেশি হতে পারবে না।

শব্দদূষণ নিয়ন্ত্রণে বিধিমালায় বলা হয়েছে, কোনো প্রার্থী বা তার পক্ষে অন্য কেউ একটি জনসভায় একসঙ্গে তিনটির বেশি মাইক্রোফোন বা লাউডস্পিকার ব্যবহার করতে পারবেন না। তবে সাধারণ প্রচারণায় ব্যবহৃত মাইক্রোফোন বা লাউডস্পিকারের ক্ষেত্রে এই বিধিনিষেধ প্রযোজ্য হবে না।

সংশোধিত প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়েছে, নতুন এই আচরণ বিধিমালা জারির সঙ্গে সঙ্গেই কার্যকর হবে। ফলে আসন্ন সংসদ নির্বাচনে রাজনৈতিক দল ও প্রার্থীদের জন্য এসব নির্দেশনা তাৎক্ষণিকভাবে অনুসরণযোগ্য বলে জানিয়েছে নির্বাচন কমিশন।

ইএইচপি

পাঠকের মতামত:

ডুয়ার ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

সর্বোচ্চ পঠিত