ঢাকা, বুধবার, ২১ জানুয়ারি ২০২৬, ৭ মাঘ ১৪৩২

পে কমিশন জমা দিচ্ছে চূড়ান্ত প্রতিবেদন, বেতন বাড়বে আড়াই গুণ

২০২৬ জানুয়ারি ২১ ১৫:০৬:৩৩

পে কমিশন জমা দিচ্ছে চূড়ান্ত প্রতিবেদন, বেতন বাড়বে আড়াই গুণ

নিজস্ব প্রতিবেদক: আজ শেষবারের মতো জাতীয় বেতন কমিশন (পে কমিশন) বসছে, যাতে সরকারি কর্মচারীদের জন্য চূড়ান্ত পে-স্কেল নির্ধারণ করা হবে। দুপুর ১২টায় সচিবালয়ের মন্ত্রিপরিষদ বিভাগের পুরোনো ভবনের সম্মেলন কক্ষে পূর্ণ কমিশনের বৈঠক অনুষ্ঠিত হবে। বৈঠকের পরে বিকেল ৫টায় কমিশনের চূড়ান্ত প্রতিবেদন প্রধান উপদেষ্টার কাছে আনুষ্ঠানিকভাবে হস্তান্তর করা হবে।

কমিশনের চেয়ারম্যান জাকির আহমেদ খান সদস্যদের সঙ্গে রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় প্রতিবেদনের হস্তান্তর করবেন। এই সময় উপস্থিত থাকবেন অর্থ উপদেষ্টা ড. সালেহউদ্দিন আহমেদও, মঙ্গলবার তিনি সচিবালয়ে সাংবাদিকদের এ তথ্য নিশ্চিত করেন।

কমিশন সংক্রান্ত একটি সূত্র জানায়, প্রস্তাবিত নতুন বেতন কাঠামোয় সরকারি কর্মচারীদের বেতন সর্বনিম্ন আড়াই গুণ বাড়তে পারে। সূত্রের বরাতে বলা হয়েছে, সর্বনিম্ন বেতন হতে পারে ২০,৫০০ টাকা এবং সর্বোচ্চ বেতন ১,২০,০০০ টাকা। ২০১৫ সালের পে-স্কেল অনুযায়ী যা ছিল যথাক্রমে ৮,২৫০ টাকা ও ৭৮,০০০ টাকা। অর্থাৎ নিচের স্তরের কর্মচারীদের বেতন বৃদ্ধি আড়াই গুণ এবং উচ্চপদস্থদের বেতন বাড়তে পারে প্রায় দেড় গুণ।

সূত্রের তথ্যমতে, আজকের বৈঠকেই পে কমিশন চূড়ান্ত সুপারিশ প্রণয়নের পর সরকারের কাছে জমা দিতে যাচ্ছে। এই প্রতিবেদনের ভিত্তিতে নতুন বেতন কাঠামো কার্যকর করার পরবর্তী সিদ্ধান্ত নেওয়া হবে।

এর আগে অর্থ উপদেষ্টা ড. সালেহউদ্দিন আহমেদ জানান, পে-কমিশনের প্রতিবেদন জমা দেওয়ার পর এটি বিভিন্ন কমিটি দ্বারা যাচাই-বাছাই ও পর্যালোচনা করা হবে। সাধারণত এই প্রক্রিয়ায় তিন থেকে চার মাস সময় লাগে, তাই নতুন বেতন কাঠামো কার্যকর হতে কিছুটা সময় লাগতে পারে।

তিনি আশা প্রকাশ করে বলেন, সরকারি কর্মচারীরা কমিশনের সুপারিশে সন্তুষ্ট হবেন, কারণ সদস্যরা সরকারি কর্মচারীদের স্বার্থকে সর্বাধিক গুরুত্ব দিয়ে প্রস্তাবনা তৈরি করেছেন।

এছাড়া, আসন্ন জাতীয় নির্বাচনের প্রেক্ষাপটে বেতন বৃদ্ধির সম্ভাব্য প্রভাব বিষয়ে প্রশ্নের জবাবে অর্থ উপদেষ্টা বলেন, “বেতন কাঠামোর সঙ্গে নির্বাচনের কোনো সম্পর্ক নেই।”

বর্তমান পে-কমিশনের কাজকে ব্যতিক্রমী উল্লেখ করে তিনি বলেন, সুপারিশ প্রণয়ের আগে কমিশনের সদস্যরা সরকারি কর্মচারী, শিক্ষক, শিক্ষার্থী, বিভিন্ন সংগঠন ছাড়াও অবসরপ্রাপ্ত পেনশনভোগী ও প্রবীণ নাগরিকদের সঙ্গে বিস্তৃত পরামর্শ করেছেন।

ইএইচপি

পাঠকের মতামত:

ডুয়ার ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

সর্বোচ্চ পঠিত