ঢাকা, মঙ্গলবার, ২০ জানুয়ারি ২০২৬, ৬ মাঘ ১৪৩২

বিএনপির ১ ও জামায়াতের ৭ নেতার নিরাপত্তার নির্দেশ

২০২৬ জানুয়ারি ২০ ১৯:১১:২৫

বিএনপির ১ ও জামায়াতের ৭ নেতার নিরাপত্তার নির্দেশ

নিজস্ব প্রতিবেদক: ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও আসন্ন গণভোটকে কেন্দ্র করে গাজীপুর-১ আসনের বিএনপি মনোনীত প্রার্থী ও বাংলাদেশ জামায়াতে ইসলামের ৭ জন শীর্ষ নেতার নিরাপত্তা নিশ্চিত করার নির্দেশ দিয়েছে নির্বাচন কমিশন (ইসি)।

নির্বাচন পরিচালনা-০২ অধিশাখার উপসচিব মোহাম্মদ মনির হোসেন স্বাক্ষরিত পৃথক দুটি চিঠিতে সম্প্রতি স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সিনিয়র সচিবকে এই নির্দেশনা প্রদান করা হয়।

ইসির চিঠিতে উল্লেখ করা হয়, গাজীপুর-১ আসনের বিএনপি প্রার্থী মো. মজিবুর রহমান তার জীবনের নিরাপত্তা চেয়ে প্রধান নির্বাচন কমিশনার বরাবর আবেদন করেছিলেন। আগামী ১২ ফেব্রুয়ারি ভোটগ্রহণের দিন পর্যন্ত তার জন্য উপযুক্ত নিরাপত্তা ব্যবস্থা নিশ্চিত করতে স্বরাষ্ট্র মন্ত্রণালয়কে নির্দেশ দেওয়া হয়েছে।

অন্য এক চিঠিতে বলা হয়েছে, জামায়াতে ইসলামের সহকারী সেক্রেটারি জেনারেল ও কেন্দ্রীয় প্রচার ও মিডিয়া বিভাগের প্রধান অ্যাডভোকেট এহসানুল মাহবুব জুবায়ের দলের ৭ জন শীর্ষ নেতার নিরাপত্তার জন্য আবেদন করেন। এতে জামায়াতের উপস্থিত নেতারা হলেন— আমির ডা. শফিকুর রহমান, নায়েবে আমির ডা. সৈয়দ আব্দুল্লাহ মো. তাহের (সাবেক এমপি), নায়েবে আমির এটিএম আজহারুল ইসলাম, সেক্রেটারি জেনারেল অধ্যাপক মিয়া গোলাম পরওয়ার (সাবেক এমপি), নায়েবে আমির অধ্যাপক মুজিবুর রহমান (সাবেক এমপি), সহকারী সেক্রেটারি জেনারেল ড. হামিদুর রহমান আযাদ (সাবেক এমপি) এবং সহকারী সেক্রেটারি জেনারেল মাওলানা রফিকুল ইসলাম খান।

ইসি জানায়, নির্বাচনকালীন সময়ে প্রার্থীদের নিরাপত্তা এবং প্রচার-প্রচারণা নিশ্চিত করা অবাধ ও সুষ্ঠু নির্বাচনের একটি গুরুত্বপূর্ণ অংশ। এই নির্দেশনার মাধ্যমে স্বরাষ্ট্র মন্ত্রণালয়কে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য বলা হয়েছে।

উল্লেখ্য, আগামী ১২ ফেব্রুয়ারি ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। সারাদেশে আইনশৃঙ্খলা বজায় রাখা এবং প্রার্থীদের নিরাপত্তা নিশ্চিত করতে নির্বাচন কমিশন ও সংশ্লিষ্ট বাহিনীগুলো কাজ করছে।

এমজে/

পাঠকের মতামত:

ডুয়ার ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

সর্বোচ্চ পঠিত