ঢাকা, মঙ্গলবার, ২০ জানুয়ারি ২০২৬, ৬ মাঘ ১৪৩২

নির্বাচনে জনগণ পরিবর্তনের পক্ষে অবস্থান নেবে: তথ্য উপদেষ্টা

২০২৬ জানুয়ারি ২০ ১৯:০৫:৩১

নির্বাচনে জনগণ পরিবর্তনের পক্ষে অবস্থান নেবে: তথ্য উপদেষ্টা

নিজস্ব প্রতিবেদক: আসন্ন জাতীয় সংসদ নির্বাচন নিয়ে কোনো ধরনের অনিশ্চয়তা নেই এবং নির্ধারিত ১২ ফেব্রুয়ারিই ভোট অনুষ্ঠিত হবে বলে জানিয়েছেন তথ্য ও সম্প্রচার উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান।

মঙ্গলবার (২০ জানুয়ারি) দুপুরে সাভারের রেডিও কলোনি মাঠে এক বহিরাঙ্গন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

উপদেষ্টা বলেন, “আগামী ১২ ফেব্রুয়ারি নির্বাচন অনুষ্ঠিত হবে, এ নিয়ে কোনো সংশয় নেই। আসন্ন নির্বাচনে জনগণ ‘হ্যাঁ’ ভোটের মাধ্যমে পরিবর্তনের পক্ষে অবস্থান নেবে। এই ‘হ্যাঁ’ ভোটের মাধ্যমেই দেশে আর কখনো স্বৈরাচার ফিরে আসতে পারবে না।

বাংলাদেশ বেতার কর্তৃক বাস্তবায়নাধীন ‘শিশু, কিশোর-কিশোরী ও নারী উন্নয়নে সচেতনতামূলক প্রচার কার্যক্রম’ প্রকল্পের আওতায় এই অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে নারী ও শিশুদের অধিকার রক্ষা, সামাজিক সচেতনতা এবং উন্নয়নমূলক কর্মকাণ্ডের ওপর গুরুত্বারোপ করেন উপদেষ্টা।

অনুষ্ঠানে তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের সচিব মাহবুবা ফারজানা, অতিরিক্ত সচিব ও প্রকল্প পরিচালক মোহাম্মদ ইয়াসীন, যুগ্ম সচিব রিয়াসাত আল ওয়াসিফ এবং বাংলাদেশ বেতারের মহাপরিচালক এ এস এম জাহীদসহ সরকারের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

এসপি

পাঠকের মতামত:

ডুয়ার ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

সর্বোচ্চ পঠিত