ঢাকা, রবিবার, ১৮ জানুয়ারি ২০২৬, ৪ মাঘ ১৪৩২
ভোগান্তি কমছে আমদানিকারকদের: ই-রিটার্নে যুক্ত হলো নতুন ফিচার
নিজস্ব প্রতিবেদক: আমদানি পর্যায়ে পরিশোধিত আয়কর নিয়ে আমদানিকারকদের দীর্ঘদিনের জটিলতা ও ভোগান্তি দূর করতে এক বড় পদক্ষেপ নিয়েছে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর)। এখন থেকে আমদানি পর্যায়ে পরিশোধিত অগ্রিম আয়করের তথ্য স্বয়ংক্রিয়ভাবে করদাতার ই-রিটার্নে ‘ট্যাক্স ক্রেডিট’ হিসেবে যুক্ত হয়ে যাবে।
রোববার (১৮ জানুয়ারি) এনবিআরের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই স্বয়ংক্রিয় ব্যবস্থা চালুর বিষয়টি নিশ্চিত করা হয়েছে।
এনবিআর জানায়, করদাতাদের সুবিধার্থে এনবিআরের ‘ই-রিটার্ন’ সিস্টেমের সঙ্গে কাস্টমসের ‘অ্যাসাইকুডা ওয়ার্ল্ড’ সিস্টেমের কার্যকর সংযোগ স্থাপন করা হয়েছে। এর ফলে আমদানিকারক করদাতাদের আর আলাদাভাবে আমদানিতে পরিশোধিত আয়করের তথ্য এন্ট্রি করতে হবে না বা কোনো প্রমাণ দাখিল করতে হবে না। যখন কোনো আমদানিকারক ই-রিটার্নে ব্যবসায়িক আয়ের তথ্য দেবেন, তখন সংশ্লিষ্ট আয়বছরের প্রতিটি ‘বিল অব এন্ট্রি’ অনুযায়ী তার পরিশোধিত অগ্রিম আয়করের তথ্য স্বয়ংক্রিয়ভাবে স্ক্রিনে প্রদর্শিত হবে। এই অর্থ করদাতার মোট প্রদেয় আয়কর থেকে স্বয়ংক্রিয়ভাবে সমন্বয় হয়ে যাবে।
সংশ্লিষ্টরা মনে করছেন, এই ব্যবস্থার ফলে আমদানিকারকদের রিটার্ন দাখিল প্রক্রিয়া যেমন সহজ হবে, তেমনি আয়কর ক্রেডিট নিয়ে প্রশাসনিক হয়রানির অবসান ঘটবে।
উল্লেখ্য, গত ৪ আগস্ট অর্থ উপদেষ্টা ড. সালেহউদ্দিন আহমেদ অনলাইনে ই-রিটার্ন দাখিল কার্যক্রমের উদ্বোধন করেন। এনবিআরের তথ্য অনুযায়ী, এ পর্যন্ত ৪৬ লাখের বেশি করদাতা ই-রিটার্ন সিস্টেমে রেজিস্ট্রেশন করেছেন এবং প্রায় ৩৩ লাখ করদাতা অনলাইনে রিটার্ন দাখিল সম্পন্ন করেছেন। এছাড়া এ বছর থেকে প্রবাসী বাংলাদেশিদের জন্যও অনলাইনে রিটার্ন দাখিলের সুযোগ দেওয়া হয়েছে, যার সুবিধা ইতোমধ্যেই প্রায় ৪ হাজার প্রবাসী গ্রহণ করেছেন।
অনলাইনে ই-রিটার্ন দাখিলের ক্ষেত্রে কোনো কাগজপত্র বা দলিলাদি আপলোড করার প্রয়োজন নেই। এনবিআর আগামী ৩১ জানুয়ারি ২০২৬ তারিখের মধ্যে সব ব্যক্তি করদাতাকে অনলাইনে ২০২৫-২৬ কর বছরের আয়কর রিটার্ন দাখিলের অনুরোধ জানিয়েছে।
এসপি
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- চলছে রাজশাহী ওয়ারিয়র্স বনাম সিলেট টাইটান্সের ম্যাচ-দেখুন সরাসরি (LIVE)
- ঢাকা বনাম রাজশাহী: ২৩ বল হাতে রেখেই জয়-দেখুন ফলাফল
- চলছে রাজশাহী ওয়ারিয়র্স বনাম ঢাকা ক্যাপিটালসের খেলা-সরাসরি দেখুন (LIVE)
- সিলেট টাইটানস বনাম রংপুর রাইডার্স- খেলাটি সরাসরি দেখুন (LIVE)
- শেয়ারবাজার স্থিতিশীলতায় বড় পদক্ষেপ নিল বিএসইসি
- বেগম খালেদা জিয়ার সমাধিতে ঢাবি অ্যালামনাইয়ের শ্রদ্ধা
- রাজশাহী বনাম চট্টগ্রাম: ৯০ রানে নেই ৭ উইকেট-দেখুন সরাসরি (LIVE)
- মিশ্র সূচকের মধ্যেও বাজারে আশাবাদ অব্যাহত
- মিরাকল ইন্ডাস্ট্রিজের লোকসানের পাল্লা আরও ভারী হলো
- ঢাকা ক্যাপিটালস বনাম রংপুর রাইডার্স: জমজমাট খেলাটি চলছে-দেখুন সরাসরি
- প্রত্যাশার বাজারে সূচকের উত্থান অব্যাহত
- রাজশাহী বনাম সিলেটের জমজমাট ম্যাচটি শেষ-দেখুন ফলাফল
- ২৫ লাখ শেয়ার হস্তান্তরের ঘোষণা উদ্যোক্তা পরিচালকের
- ১০ লাখ শেয়ার কেনার ঘোষণা দিলেন কোম্পানির পরিচালক
- সূচক কমলেও স্বস্তিতে বাজার, লেনদেন বেড়েছে