ঢাকা, মঙ্গলবার, ২০ জানুয়ারি ২০২৬, ৬ মাঘ ১৪৩২

চিকিৎসার কথা বলেও বিদেশ যেতে পারলেন না আসিফ মাহমুদের সাবেক এপিএস

২০২৬ জানুয়ারি ২০ ১৭:৩৭:৪০

চিকিৎসার কথা বলেও বিদেশ যেতে পারলেন না আসিফ মাহমুদের সাবেক এপিএস

নিজস্ব প্রতিবেদক: চিকিৎসার কথা উল্লেখ করে বিদেশে যাওয়ার অনুমতি চাইলেও আদালতের অনুমোদন পেলেন না স্থানীয় সরকার মন্ত্রণালয়ের সাবেক উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়ার সাবেক সহকারী একান্ত সচিব (এপিএস) মোয়াজ্জেম হোসেন। তার আবেদনের বিপক্ষে আদেশ দিয়েছেন ঢাকার একটি বিশেষ আদালত।

মঙ্গলবার (২০ জানুয়ারি) ঢাকার মেট্রোপলিটন সিনিয়র স্পেশাল জজ মো. সাব্বির ফয়েজ শুনানি শেষে মোয়াজ্জেম হোসেনের থাইল্যান্ডে যাওয়ার আবেদন নামঞ্জুর করেন। শুনানির সময় অভিযুক্ত মোয়াজ্জেম হোসেন নিজেই আদালতে উপস্থিত ছিলেন।

এর আগে দুর্নীতির অভিযোগে দুর্নীতি দমন কমিশনের (দুদক) আবেদনের পরিপ্রেক্ষিতে আদালত মোয়াজ্জেম হোসেনের দেশত্যাগে নিষেধাজ্ঞা আরোপ করেন। একই সঙ্গে তার জাতীয় পরিচয়পত্র (এনআইডি) ব্লক করার নির্দেশও দেওয়া হয়।

সম্প্রতি মোয়াজ্জেমের পক্ষে তার আইনজীবী মো. রায়হান আদালতে একটি আবেদন করেন। ওই আবেদনে এক মাসের জন্য বিদেশ গমনের অনুমতি এবং তার এনআইডি অবমুক্ত করার দাবি জানানো হয়। আবেদনে বলা হয়, তাকে ষড়যন্ত্রমূলকভাবে হয়রানির উদ্দেশ্যে মামলায় জড়ানো হয়েছে এবং তিনি কোনো রাষ্ট্রবিরোধী বা আইনশৃঙ্খলা পরিপন্থী কর্মকাণ্ডে সম্পৃক্ত নন।

আবেদনে আরও উল্লেখ করা হয়, পড়ে গিয়ে তিনি স্পাইনাল কর্ডে গুরুতর আঘাত পেয়েছেন। আঘাতের কারণে শরীর থেকে ফ্লুইড বের হয়ে যাওয়ার মতো জটিলতা দেখা দিয়েছে, যা চিকিৎসার জন্য বিদেশে নেওয়া জরুরি। এই যুক্তিতেই থাইল্যান্ডে চিকিৎসার অনুমতি চাওয়া হয়।

তবে সব পক্ষের বক্তব্য শুনে আদালত ওই আবেদন গ্রহণযোগ্য মনে করেননি। ফলে মোয়াজ্জেম হোসেনের বিদেশ যাত্রার অনুমতি ও এনআইডি অবমুক্ত—দুই আবেদনই খারিজ করা হয়।

উল্লেখ্য, যুব, ক্রীড়া ও স্থানীয় সরকার মন্ত্রণালয়ের সাবেক উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়ার সাবেক এপিএস মোয়াজ্জেম হোসেনের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগে তদন্ত চলমান রয়েছে। সেই প্রেক্ষাপটেই তার দেশত্যাগে নিষেধাজ্ঞা এবং এনআইডি ব্লকের আদেশ বহাল রয়েছে।

এমজে/

পাঠকের মতামত:

ডুয়ার ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

সর্বোচ্চ পঠিত