ঢাকা, মঙ্গলবার, ২০ জানুয়ারি ২০২৬, ৬ মাঘ ১৪৩২

১৯৬ আসনে প্রার্থী ঘোষণা করেছে জাতীয় পার্টি

২০২৬ জানুয়ারি ২০ ১৮:১১:৩৭

১৯৬ আসনে প্রার্থী ঘোষণা করেছে জাতীয় পার্টি

নিজস্ব প্রতিবেদক: চূড়ান্তভাবে ১৯৬ আসনে প্রার্থী ঘোষণা করেছে জাতীয় পার্টি (জাপা)। এ ছাড়াও আরও দুজন প্রার্থী চূড়ান্ত হওয়া পেন্ডিং রয়েছে। সেক্ষেত্রে, আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে জাপার সম্ভাব্য প্রতিদ্বন্দ্বিতা ১৯৮ আসনে হতে পারে।

মঙ্গলবার (২০ জানুয়ারি) রাজধানীর গ্র্যান্ড প্যালেস হোটেলের ব্যানকুয়েট হলে আয়োজিত সংবাদ সম্মেলনে এই প্রার্থী তালিকা ঘোষণা করেন জাপার মহাসচিব শামীম হায়দার পাটোয়ারী। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জাতীয় পার্টির চেয়ারম্যান জি এম কাদের, দলের শীর্ষ নেতৃবৃন্দ এবং বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা।

জি এম কাদের সংবাদ সম্মেলনে বলেন, ১৯৬ জন বৈধ প্রার্থী পেয়েছে আমাদের দল। এদের মধ্যে ৬ জন নারী প্রার্থী রয়েছে। ভবিষ্যতে আরও ২-৩ জন প্রার্থী তালিকায় অন্তর্ভুক্ত হতে পারেন।

তিনি নির্বাচনের লেভেল প্লেয়িং ফিল্ড নিয়ে বলেন, আমাদের রাজনীতিতে নানা ধরনের বাধা দেওয়া হচ্ছে। আমাদের বিভিন্ন পন্থায় রাজনীতি থেকে সরিয়ে দেওয়ার চেষ্টা করা হচ্ছে। আমরা এখনও সমান সুযোগ পাচ্ছি না।

এ সময় জি এম কাদের আসন্ন গণভোটে ‘না’ ভোট প্রদানের আহ্বান জানান। তিনি বলেন, গণভোট সংবিধানবিরোধী এবং বাস্তবায়ন হলে দেশের অস্থিতিশীলতা বাড়বে। এটি আমাদের জন্য ক্ষতিকর হতে পারে।

এমজে/

পাঠকের মতামত:

ডুয়ার ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

সর্বোচ্চ পঠিত