ঢাকা, মঙ্গলবার, ২০ জানুয়ারি ২০২৬, ৬ মাঘ ১৪৩২

রাষ্ট্র পুনর্গঠনে জুলাই সনদের পক্ষে অবস্থান মুক্তিযোদ্ধা সংসদের

২০২৬ জানুয়ারি ২০ ১৬:৫০:৫৪

রাষ্ট্র পুনর্গঠনে জুলাই সনদের পক্ষে অবস্থান মুক্তিযোদ্ধা সংসদের

নিজস্ব প্রতিবেদক: রাষ্ট্র পরিচালনায় জনগণের অধিকার ও মালিকানা প্রতিষ্ঠার লক্ষ্যে আসন্ন গণভোটে ‘জুলাই সনদ’-এর পক্ষে ‘হ্যাঁ’ ভোট দেওয়ার আহ্বান জানিয়েছে বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদ কেন্দ্রীয় কমান্ড কাউন্সিল। ছাত্র-জনতার গণ-অভ্যুত্থানের মধ্য দিয়ে সূচিত নতুন রাষ্ট্রীয় অভিযাত্রাকে এগিয়ে নিতে এই আহ্বান জানানো হয়।

মঙ্গলবার (২০ জানুয়ারি) জাতীয় প্রেস ক্লাবের জহুর হোসেন চৌধুরী হলে আয়োজিত এক সংবাদ সম্মেলনে সংগঠনটির পক্ষ থেকে এ বক্তব্য তুলে ধরেন মুক্তিযোদ্ধা সংসদ কেন্দ্রীয় কমান্ড কাউন্সিলের আহ্বায়ক বীর মুক্তিযোদ্ধা নঈম জাহাঙ্গীর।

সংবাদ সম্মেলনে নঈম জাহাঙ্গীর বলেন, ২০২৪ সালের জুলাই মাসে ছাত্র-জনতার ঐতিহাসিক অভ্যুত্থান নতুন বাংলাদেশের যাত্রার ভিত্তি তৈরি করেছে। এই আন্দোলনের মধ্য দিয়ে আবারও প্রমাণিত হয়েছে—রাষ্ট্র ও ইতিহাস নির্মাণে জনগণই মূল শক্তি। দীর্ঘদিন জনগণ তাদের এই ভূমিকার যথাযথ স্বীকৃতি পায়নি। জুলাইয়ের গণ-অভ্যুত্থান সেই অবহেলার অবসান ঘটাবে এবং রাষ্ট্রে জনগণের মালিকানা নিশ্চিত করবে।

তিনি জানান, আগামী ১২ ফেব্রুয়ারি গণভোট এবং ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে। এই দুই গুরুত্বপূর্ণ গণতান্ত্রিক প্রক্রিয়ায় দেশবাসীকে দায়িত্বশীল, সচেতন ও ইতিবাচক ভূমিকা পালনের আহ্বান জানান তিনি।

জুলাই সনদের তাৎপর্য ব্যাখ্যা করে বীর মুক্তিযোদ্ধা নঈম জাহাঙ্গীর বলেন, জুলাই সনদ ২০২৫’ বাংলাদেশের ইতিহাসে একটি যুগান্তকারী দলিল। এই সনদের মাধ্যমে অধিকার, ন্যায়বিচার ও গণতন্ত্র প্রতিষ্ঠার পাশাপাশি ভবিষ্যৎ প্রজন্মের নিরাপত্তা নিশ্চিত করা হবে এবং ফ্যাসিবাদের পুনরুত্থান রোধ করা সম্ভব হবে।

তিনি আরও বলেন, জুলাই সনদের মূল লক্ষ্য হলো দেশের সার্বভৌমত্ব রক্ষা, জনগণের কল্যাণ নিশ্চিত করা এবং একটি স্থিতিশীল ও সমৃদ্ধ রাষ্ট্রব্যবস্থা গড়ে তোলা। এই সনদ বাস্তবায়িত হলে মুক্তিযুদ্ধের আদর্শ ও লক্ষ্য অর্জনের পথ আরও সুগম হবে। সে জন্য গণভোটে ‘হ্যাঁ’ ভোট দেওয়া অত্যন্ত গুরুত্বপূর্ণ।

মুক্তিযোদ্ধা সংসদ কেন্দ্রীয় কমান্ড কাউন্সিলের আহ্বায়ক বলেন, একটি সচেতন ও ইতিবাচক সিদ্ধান্তই জাতির ভবিষ্যৎ নির্ধারণ করবে। ‘হ্যাঁ’ ভোট মানে ন্যায়ের পক্ষে দাঁড়ানো, গণতান্ত্রিক মূল্যবোধকে শক্তিশালী করা এবং উন্নয়নের পথে দেশকে এগিয়ে নেওয়া।

গণভোটটি শান্তিপূর্ণ ও উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হবে বলে আশাবাদ প্রকাশ করে তিনি বলেন, এই গণতান্ত্রিক আয়োজন যেন জনগণের মিলনমেলায় পরিণত হয়। দল-মত নির্বিশেষে সবাই যেন দায়িত্ববোধ থেকে ভোটাধিকার প্রয়োগ করেন এবং জুলাই সনদের পক্ষে অবস্থান নিয়ে একটি শান্তিপূর্ণ, গণতান্ত্রিক ও সমৃদ্ধ বাংলাদেশের স্বপ্ন বাস্তবায়নে ভূমিকা রাখেন।

সংবাদ সম্মেলনে মুক্তিযোদ্ধা সংসদ কেন্দ্রীয় কমান্ড কাউন্সিলের অন্যান্য সদস্যরাও উপস্থিত ছিলেন।

এমজে/

পাঠকের মতামত:

ডুয়ার ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

সর্বোচ্চ পঠিত