ঢাকা, মঙ্গলবার, ২০ জানুয়ারি ২০২৬, ৬ মাঘ ১৪৩২

পে কমিশনের চূড়ান্ত প্রতিবেদন জমা বুধবার, যা জানাল উপদেষ্টা

২০২৬ জানুয়ারি ২০ ১৫:৪৮:৪২

পে কমিশনের চূড়ান্ত প্রতিবেদন জমা বুধবার, যা জানাল উপদেষ্টা

নিজস্ব প্রতিবেদক: নতুন পে-স্কেল সংক্রান্ত সুপারিশ কবে জমা দেওয়া হবে, সে বিষয়ে সময়সূচি জানিয়েছেন অর্থ উপদেষ্টা ড. সালেহউদ্দিন আহমেদ। তিনি জানান, আগামীকাল বুধবার (২১ জানুয়ারি) বিকেল ৫টায় পে কমিশন প্রধান উপদেষ্টার কাছে তাদের চূড়ান্ত সুপারিশ প্রতিবেদন জমা দেবে।

আজ বুধবার (২০ জানুয়ারি) সচিবালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে অর্থ উপদেষ্টা এ তথ্য নিশ্চিত করেন।

ড. সালেহউদ্দিন আহমেদ বলেন, প্রতিবেদন জমা দেওয়ার সময় তিনি নিজেও সেখানে উপস্থিত থাকবেন। পে কমিশনের চেয়ারম্যান জাকির আহমেদ খান কমিশনের অন্যান্য সদস্যদের সঙ্গে নিয়ে প্রধান উপদেষ্টার কার্যালয়ে গিয়ে প্রতিবেদনটি হস্তান্তর করবেন।

পে কমিশনের সুপারিশ প্রকাশের আগে এ বিষয়ে বিস্তারিত মন্তব্য করতে অনিচ্ছা প্রকাশ করেন অর্থ উপদেষ্টা। তবে তিনি আশাবাদ ব্যক্ত করে বলেন, প্রতিবেদনে এমন সুপারিশই থাকবে, যা সরকারি চাকরিজীবীদের সন্তুষ্ট করবে। প্রধান উপদেষ্টার কাছে বেতন কাঠামোর বিভিন্ন দিক ব্যাখ্যা করে তুলে ধরবেন কমিশনের প্রধান।

সূত্র জানায়, এর আগে বেতন কমিশনের প্রতিবেদন প্রথমে অর্থ উপদেষ্টার কাছে জমা দেওয়ার পরিকল্পনা ছিল অর্থ মন্ত্রণালয়ের। পরে সেটি প্রধান উপদেষ্টার কার্যালয়ে উপস্থাপনের কথা ছিল। তবে শেষ মুহূর্তে সেই সিদ্ধান্ত পরিবর্তন করে সরাসরি প্রধান উপদেষ্টার কার্যালয়েই প্রতিবেদন জমা দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

ইএইচপি

পাঠকের মতামত:

ডুয়ার ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

সর্বোচ্চ পঠিত