ঢাকা, মঙ্গলবার, ২০ জানুয়ারি ২০২৬, ৬ মাঘ ১৪৩২
গণভোটে হ্যাঁ ভোটে আহ্বান, ভোটের রিকশা উদ্বোধন
নিজস্ব প্রতিবেদক: গণভোট ও ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে জনগণের মাঝে সরাসরি সচেতনতা তৈরির উদ্যোগ নিয়েছে সরকার। সেই উদ্যোগের অংশ হিসেবে ‘ভোটের রিকশা’ নামের ব্যতিক্রমী প্রচার কার্যক্রমের উদ্বোধন করা হয়েছে, যেখানে গণভোটে হ্যাঁ ভোট দেওয়ার আহ্বান জানানো হয়েছে।
মঙ্গলবার (২০ জানুয়ারি) সাভারের রেডিও কলোনি স্কুল অ্যান্ড কলেজ মাঠে গণযোগাযোগ অধিদপ্তরের আয়োজনে এই কর্মসূচির উদ্বোধন করেন তথ্য ও সম্প্রচার, পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন এবং পানিসম্পদ উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান।
অনুষ্ঠানে উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান বলেন, ব্যক্তি কিংবা দলীয় অবস্থানের ঊর্ধ্বে উঠে দেশের স্বার্থকে অগ্রাধিকার দিয়ে গণভোটে হ্যাঁ ভোট দিতে হবে। জাতীয় নির্বাচনে কাকে ভোট দেবেন, সেটি জনগণের নিজস্ব সিদ্ধান্ত হলেও রাষ্ট্রীয় সংস্কারের প্রশ্নে সংকীর্ণতার কোনো সুযোগ নেই।
তিনি আরও বলেন, প্রত্যেক নাগরিক কোনো না কোনো রাজনৈতিক আদর্শে বিশ্বাসী হতেই পারেন। কিন্তু গণভোটের ক্ষেত্রে বিষয়টি ভিন্ন। দেশের ভবিষ্যৎ, ক্ষমতার ভারসাম্য এবং ইতিবাচক পরিবর্তনের স্বার্থে ‘হ্যাঁ’ ভোট দেওয়া জরুরি।
জুলাই অভ্যুত্থানের চেতনা বাস্তবায়নের লক্ষ্যেই জুলাই সনদ প্রণয়ন করা হয়েছে উল্লেখ করে উপদেষ্টা বলেন, সব রাজনৈতিক দলের সঙ্গে দীর্ঘ আলোচনা ও মতামতের ভিত্তিতে এই সনদে স্বাক্ষর হয়েছে। সনদের ১২টি বিষয়কে সামনে রেখে চারটি প্রশ্নে হ্যাঁ-না ভোট অনুষ্ঠিত হবে।
সরকারের অবস্থান ব্যাখ্যা করে তিনি বলেন, সরকার হ্যাঁ ভোটের পক্ষে প্রচার করতে পারে—এটি গণতান্ত্রিক প্রক্রিয়ার অংশ। উন্নত দেশগুলোতেও সরকার পক্ষ-বিপক্ষে অবস্থান নেয়। তবে কাউকে না ভোট দিতে বাধা দেওয়া হচ্ছে না, এটিই গণতন্ত্রের সৌন্দর্য।
অনুষ্ঠানে তথ্য ও সম্প্রচার সচিব মাহবুবা ফারজানা বলেন, সুশাসন নিশ্চিত করতে হলে সংস্কারের পক্ষে অবস্থান নিতে হবে। কর্তৃত্ববাদী শাসনের অবসান এবং একটি সুন্দর ভবিষ্যৎ গড়তে গণভোটে হ্যাঁ ভোটকে বিজয়ী করতে হবে।
তিনি জানান, গণভোট ও জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে ভোটের রিকশা দেশের ৬৪ জেলা ও ৪ হাজার ৫০০ ইউনিয়নে প্রচারণা চালাবে। পাশাপাশি সরকারের অন্যান্য প্রচার কার্যক্রমও চলমান থাকবে।
এ সময় উপদেষ্টা দেশের আটটি বিভাগের জন্য নির্ধারিত আটটি ভোটের রিকশার আনুষ্ঠানিক উদ্বোধন করেন। এসব রিকশা গণভোট ও জাতীয় নির্বাচনের আচরণবিধি প্রচারে মাঠে কাজ করবে।
গণযোগাযোগ অধিদপ্তরের মহাপরিচালক মো. আবদুল জলিলের সভাপতিত্বে আয়োজিত অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ বেতারের মহাপরিচালক এ এস এম জাহিদ।
এমজে/
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- চলছে রাজশাহী ওয়ারিয়র্স বনাম সিলেট টাইটান্সের ম্যাচ-দেখুন সরাসরি (LIVE)
- শেয়ারবাজার স্থিতিশীলতায় বড় পদক্ষেপ নিল বিএসইসি
- রাজশাহী বনাম চট্টগ্রাম: ৯০ রানে নেই ৭ উইকেট-দেখুন সরাসরি (LIVE)
- বেগম খালেদা জিয়ার সমাধিতে ঢাবি অ্যালামনাইয়ের শ্রদ্ধা
- ঢাকা ক্যাপিটালস বনাম রংপুর রাইডার্স: জমজমাট খেলাটি চলছে-দেখুন সরাসরি
- শেয়ারবাজার আধুনিকীকরণে বিএসইসির গুরুত্বপূর্ণ পদক্ষেপ
- রাজশাহী বনাম সিলেটের জমজমাট ম্যাচটি শেষ-দেখুন ফলাফল
- অনিশ্চয়তা কাটিয়ে ঘুরে দাঁড়াচ্ছেশেয়ারবাজার
- প্রত্যাশার বাজারে সূচকের উত্থান অব্যাহত
- স্বাভাবিক ঊর্ধ্বগতিতে লেনদেন, ডিএসইতে সূচকের শক্ত অবস্থান
- ১০ লাখ শেয়ার কেনার ঘোষণা দিলেন কোম্পানির পরিচালক
- ২৫ লাখ শেয়ার হস্তান্তরের ঘোষণা উদ্যোক্তা পরিচালকের
- সূচক কমলেও স্বস্তিতে বাজার, লেনদেন বেড়েছে
- রংপুর রাইডার্স বনাম ঢাকা ক্যাপিটালসের জমজমাট খেলাটি শেষ-জানুন ফলাফল
- চট্টগ্রাম রয়্যালস বনাম নোয়াখালী এক্সপ্রেস: রোমাঞ্চকর ম্যাচটি চলছে-দেখুন সরাসরি (LIVE)