ঢাকা, মঙ্গলবার, ২০ জানুয়ারি ২০২৬, ৬ মাঘ ১৪৩২
স্বাস্থ্য মন্ত্রণালয়ে বড় পুনর্গঠন, দুই বিভাগ একীভূত
নিজস্ব প্রতিবেদক: স্বাস্থ্য খাতে দীর্ঘদিনের কাঠামোগত জটিলতা কাটাতে বড় প্রশাসনিক সিদ্ধান্ত নিল সরকার। স্বাস্থ্য মন্ত্রণালয়ের আওতায় আলাদা থাকা দুটি বিভাগ একীভূত করার অনুমোদন দিয়েছেন প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস।
মঙ্গলবার (২০ জানুয়ারি) প্রশাসনিক পুনর্বিন্যাস সংক্রান্ত জাতীয় বাস্তবায়ন কমিটির (নিকার) সভায় এ সিদ্ধান্ত অনুমোদন দেওয়া হয়। সিদ্ধান্ত অনুযায়ী, স্বাস্থ্য সেবা বিভাগ এবং স্বাস্থ্য শিক্ষা ও পরিবার কল্যাণ বিভাগ একত্র করে নতুনভাবে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয় পুনর্গঠন করা হবে।
নিকার সভা শেষে রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে আয়োজিত এক ব্রিফিংয়ে বিষয়টি নিশ্চিত করেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম।
প্রেস সচিব জানান, স্বাস্থ্য মন্ত্রণালয় বিভাজনের মূল লক্ষ্য ছিল সেবা ব্যবস্থাকে আরও কার্যকর ও সহজ করা। কিন্তু বাস্তবে দেখা গেছে, স্বাস্থ্য সেবা বিভাগ এবং স্বাস্থ্য শিক্ষা ও পরিবার কল্যাণ বিভাগের দায়িত্ব বিভাজনের ফলে মেডিকেল কলেজ, বিশ্ববিদ্যালয়, নার্সিং ইনস্টিটিউট ও মাতৃ ও শিশু স্বাস্থ্য কর্মসূচির ব্যবস্থাপনায় সমন্বয়ের ঘাটতি তৈরি হয়েছে।
তিনি বলেন, দুটি বিভাগ গঠনের পরবর্তী অভিজ্ঞতায় প্রতীয়মান হয়েছে—এই দ্বিমুখী প্রশাসনিক কাঠামো কাঙ্ক্ষিত সুফল দিতে ব্যর্থ হয়েছে। বরং স্বাস্থ্যসেবা ও স্বাস্থ্যশিক্ষা উভয় ক্ষেত্রেই মানের অবনতি ঘটেছে।
এই প্রেক্ষাপটে স্বাস্থ্য খাতে কার্যকারিতা, গতি ও সমন্বয় ফিরিয়ে আনতে রুলস অব বিজনেস অনুসরণ করে দুই বিভাগ একীভূত করার প্রস্তাব প্রধান উপদেষ্টার কাছে উপস্থাপন করা হয়, যা তিনি অনুমোদন দিয়েছেন বলে জানান শফিকুল আলম।
এছাড়া একই সভায় মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের নাম পরিবর্তনের প্রস্তাবও অনুমোদিত হয়েছে। এখন থেকে মন্ত্রণালয়টির নাম হবে নারী ও শিশু মন্ত্রণালয়। তবে মন্ত্রণালয়ের ইংরেজি নাম অপরিবর্তিত থাকবে বলে জানানো হয়েছে।
এমজে/
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- চলছে রাজশাহী ওয়ারিয়র্স বনাম সিলেট টাইটান্সের ম্যাচ-দেখুন সরাসরি (LIVE)
- শেয়ারবাজার স্থিতিশীলতায় বড় পদক্ষেপ নিল বিএসইসি
- রাজশাহী বনাম চট্টগ্রাম: ৯০ রানে নেই ৭ উইকেট-দেখুন সরাসরি (LIVE)
- বেগম খালেদা জিয়ার সমাধিতে ঢাবি অ্যালামনাইয়ের শ্রদ্ধা
- ঢাকা ক্যাপিটালস বনাম রংপুর রাইডার্স: জমজমাট খেলাটি চলছে-দেখুন সরাসরি
- শেয়ারবাজার আধুনিকীকরণে বিএসইসির গুরুত্বপূর্ণ পদক্ষেপ
- রাজশাহী বনাম সিলেটের জমজমাট ম্যাচটি শেষ-দেখুন ফলাফল
- অনিশ্চয়তা কাটিয়ে ঘুরে দাঁড়াচ্ছেশেয়ারবাজার
- প্রত্যাশার বাজারে সূচকের উত্থান অব্যাহত
- স্বাভাবিক ঊর্ধ্বগতিতে লেনদেন, ডিএসইতে সূচকের শক্ত অবস্থান
- ১০ লাখ শেয়ার কেনার ঘোষণা দিলেন কোম্পানির পরিচালক
- ২৫ লাখ শেয়ার হস্তান্তরের ঘোষণা উদ্যোক্তা পরিচালকের
- সূচক কমলেও স্বস্তিতে বাজার, লেনদেন বেড়েছে
- রংপুর রাইডার্স বনাম ঢাকা ক্যাপিটালসের জমজমাট খেলাটি শেষ-জানুন ফলাফল
- চট্টগ্রাম রয়্যালস বনাম নোয়াখালী এক্সপ্রেস: রোমাঞ্চকর ম্যাচটি চলছে-দেখুন সরাসরি (LIVE)