ঢাকা, মঙ্গলবার, ২০ জানুয়ারি ২০২৬, ৬ মাঘ ১৪৩২

অযৌক্তিক শর্তে ভারতে খেলবে না বাংলাদেশ: ক্রীড়া উপদেষ্টা

২০২৬ জানুয়ারি ২০ ১৩:৫০:২৭

অযৌক্তিক শর্তে ভারতে খেলবে না বাংলাদেশ: ক্রীড়া উপদেষ্টা

নিজস্ব প্রতিবেদক: যুব ও ক্রীড়া উপদেষ্টা ড. আসিফ নজরুল বলেছেন, বাংলাদেশ ভারত সফরে যাবে না যদি অযৌক্তিক কোনো শর্ত চাপানো হয়। তিনি বলেন, ভেন্যু পরিবর্তনের প্রস্তাবটি অত্যন্ত যৌক্তিক কারণে এসেছে।

মঙ্গলবার (২৯ জানুয়ারি) দুপুরে সচিবালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ কথা জানান।

ড. আসিফ নজরুল বলেন, “আমাদের বাদ দিয়ে স্কটল্যান্ডকে নেওয়া হবে—এমন কোনো আনুষ্ঠানিক তথ্য আমরা পাইনি। আমাদের মূল বক্তব্য, যদি আইসিসি ভারতীয় বোর্ডের সঙ্গে আলোচনা করে আমাদের ওপর চাপ সৃষ্টি করে, অযৌক্তিক শর্ত চাপায়, আমরা তা মেনে নেব না।”

তিনি আরও বলেন, ভেন্যু পরিবর্তনের বিষয়টি নতুন নয়। এর আগে পাকিস্তানকে ভারত সফরে খেলতে না দেওয়ার কারণে আইসিসি ভেন্যু পরিবর্তন করেছিল। তিনি জোর দিয়ে বলেন, “আমরা অত্যন্ত যৌক্তিক কারণে ভেন্যু পরিবর্তনের দাবি করেছি। কোনোরকম অযৌক্তিক চাপের কারণে বাংলাদেশকে ভারতে খেলতে বাধ্য করা যাবে না।”

ইএইচপি

পাঠকের মতামত:

ডুয়ার ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

সর্বোচ্চ পঠিত