ঢাকা, সোমবার, ১৯ জানুয়ারি ২০২৬, ৫ মাঘ ১৪৩২

নগর শাসনে আমূল সংস্কারের আহ্বান ডিএনসিসি প্রশাসকের

২০২৬ জানুয়ারি ১৯ ১৯:১৬:০০

নগর শাসনে আমূল সংস্কারের আহ্বান ডিএনসিসি প্রশাসকের

নিজস্ব প্রতিবেদক: রাজধানী ঢাকাকে কার্যকর ও বাসযোগ্য নগরীতে রূপ দিতে হলে প্রশাসনিক কাঠামোয় মৌলিক পরিবর্তন জরুরি বলে মন্তব্য করেছেন ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের (ডিএনসিসি) প্রশাসক মোহাম্মদ এজাজ। তার মতে, ওয়াসা, রাজউক ও পুলিশকে সিটি কর্পোরেশনের অধীনে এনে পূর্ণাঙ্গ ‘সিটি গভর্নমেন্ট’ গঠন ছাড়া নগরের কাঙ্ক্ষিত রূপান্তর সম্ভব নয়।

সোমবার (১৯ জানুয়ারি) গুলশানের হোটেল লেকশোরে আয়োজিত ‘ঢাকা বাঁচানোর ইশতেহার’ শীর্ষক এক আলোচনা সভায় তিনি এসব কথা বলেন। নগর উন্নয়ন সাংবাদিক ফোরাম বাংলাদেশ ও গুলশান সোসাইটির যৌথ আয়োজনে এ সভা অনুষ্ঠিত হয়।

আলোচনায় মোহাম্মদ এজাজ বলেন, বর্তমানে সিটি কর্পোরেশনের ক্ষমতা মূলত ময়লা ব্যবস্থাপনা ও সড়কে বাতি স্থাপনের মধ্যেই সীমাবদ্ধ। নিজস্ব পুলিশ বাহিনী না থাকায় উচ্ছেদ অভিযানগুলো টেকসই করা যাচ্ছে না। ফলে নগর শাসনে কাঙ্ক্ষিত নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা ব্যাহত হচ্ছে।

তিনি আরও বলেন, জলবায়ু পরিবর্তনের কারণে বাস্তুচ্যুত মানুষ ও অভিবাসীদের নিরাপত্তা নিশ্চিত করা এবং নগরে সামাজিক ন্যায়বিচার প্রতিষ্ঠাই আগামী দিনের বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়াবে। এসব বিষয়ে সমন্বিত নগর প্রশাসন ছাড়া কার্যকর সমাধান সম্ভব নয়।

ট্রাফিক ব্যবস্থাপনার প্রসঙ্গ তুলে ডিএনসিসি প্রশাসক বলেন, ঢাকা উত্তর সিটি এলাকায় ট্রাফিক আইন লঙ্ঘনের জরিমানা থেকে মাসে প্রায় ১৯ থেকে ২২ কোটি টাকা আদায় হয়। কিন্তু এই অর্থের কোনো অংশই সিটি কর্পোরেশনের হাতে আসে না; পুরো অর্থ কেন্দ্রীয় কোষাগারে জমা হয়। অথচ ট্রাফিক সিগন্যাল ও অবকাঠামো উন্নয়নে সিটি কর্পোরেশনকে বিপুল অর্থ ব্যয় করতে হচ্ছে।

আলোচনা সভায় গুলশান সোসাইটির সভাপতি ব্যারিস্টার ওমর সাদাত সভাপতিত্ব করেন। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন নগর উন্নয়ন সাংবাদিক ফোরাম বাংলাদেশের সভাপতি মতিন আব্দুল্লাহ। এতে বিভিন্ন রাজনৈতিক দলের প্রতিনিধি, সংসদ সদস্য প্রার্থী এবং নগর পরিকল্পনাবিদরা অংশ নেন।

এমজে/

পাঠকের মতামত:

ডুয়ার ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

সর্বোচ্চ পঠিত