ঢাকা, সোমবার, ১৯ জানুয়ারি ২০২৬, ৫ মাঘ ১৪৩২
বিশ্বকাপে বাংলাদেশের অংশগ্রহণ নিয়ে আইসিসির চূড়ান্ত সিদ্ধান্ত বুধবার
স্পোর্টস ডেস্ক: আগামী ফেব্রুয়ারিতে শুরু হতে যাওয়া বিশ্বকাপে বাংলাদেশ ক্রিকেট দলের অংশগ্রহণ নিয়ে তৈরি হওয়া অনিশ্চয়তার অবসান ঘটতে যাচ্ছে। আগামী বুধবার (২১ জানুয়ারি) এ বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত জানাবে ক্রিকেটের সর্বোচ্চ নিয়ন্ত্রক সংস্থা আইসিসি। ইএসপিএন ক্রিকইনফোর এক প্রতিবেদনে এই তথ্য নিশ্চিত করা হয়েছে।
মোস্তাফিজুর রহমানকে আইপিএল থেকে বাদ দেওয়ার ঘটনাকে কেন্দ্র করে বিসিবি ও ভারতীয় ক্রিকেট বোর্ডের মধ্যে যে টানাপোড়েন শুরু হয়েছিল, তা এখন বিশ্বকাপে বাংলাদেশের খেলা নিয়ে বড় সংকটে রূপ নিয়েছে। বিসিবি পরিষ্কার জানিয়ে দিয়েছে, নিরাপত্তা শঙ্কার কারণে তারা ভারতে গিয়ে বিশ্বকাপ খেলতে আগ্রহী নয়।
এই সংকট নিরসনে গত শনিবার ঢাকায় বিসিবির সঙ্গে বৈঠকে বসেন আইসিসির প্রতিনিধিরা। বৈঠকে আইসিসির ইন্টেগ্রিটি ইউনিটের জিএম অ্যান্ড্রু এফগ্রেভ এবং ভার্চুয়ালি জেনারেল ম্যানেজার (ইভেন্টস) গৌরব সাক্সেনা অংশ নেন। বিসিবি লজিস্টিক জটিলতা এড়াতে গ্রুপ পুনর্বিন্যাসের প্রস্তাব দিলেও আইসিসি তা নাকচ করে দিয়েছে। ফলে আয়ারল্যান্ডের সঙ্গে বাংলাদেশের গ্রুপ পরিবর্তনের সম্ভাবনা এখন আর নেই।
আইসিসি তাদের অবস্থানে অনড় থেকে দাবি করেছে, ভারতে বাংলাদেশের জন্য কোনো নিরাপত্তা ঝুঁকি নেই। অন্যদিকে, বাংলাদেশ যদি শেষ পর্যন্ত ভারতে গিয়ে খেলতে রাজি না হয়, তবে বিকল্প হিসেবে শ্রীলঙ্কায় বাংলাদেশের ম্যাচগুলো সরিয়ে নেওয়া হবে কি না, তা নিয়েও আলোচনা চলছে। তবে চরম পর্যায়ে বাংলাদেশ অংশ না নিলে তাদের পরিবর্তে র্যাঙ্কিং অনুযায়ী স্কটল্যান্ডকে বিশ্বকাপে অন্তর্ভুক্ত করার পথও খোলা রেখেছে আইসিসি।
সব মিলিয়ে বাংলাদেশের বিশ্বকাপ ভাগ্য কোন দিকে যাচ্ছে, তা জানতে আগামী বুধবার পর্যন্ত অপেক্ষা করতে হবে ক্রিকেট বিশ্বকে।
এসপি
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- চলছে রাজশাহী ওয়ারিয়র্স বনাম সিলেট টাইটান্সের ম্যাচ-দেখুন সরাসরি (LIVE)
- ঢাকা বনাম রাজশাহী: ২৩ বল হাতে রেখেই জয়-দেখুন ফলাফল
- চলছে রাজশাহী ওয়ারিয়র্স বনাম ঢাকা ক্যাপিটালসের খেলা-সরাসরি দেখুন (LIVE)
- সিলেট টাইটানস বনাম রংপুর রাইডার্স- খেলাটি সরাসরি দেখুন (LIVE)
- শেয়ারবাজার স্থিতিশীলতায় বড় পদক্ষেপ নিল বিএসইসি
- বেগম খালেদা জিয়ার সমাধিতে ঢাবি অ্যালামনাইয়ের শ্রদ্ধা
- রাজশাহী বনাম চট্টগ্রাম: ৯০ রানে নেই ৭ উইকেট-দেখুন সরাসরি (LIVE)
- মিশ্র সূচকের মধ্যেও বাজারে আশাবাদ অব্যাহত
- ঢাকা ক্যাপিটালস বনাম রংপুর রাইডার্স: জমজমাট খেলাটি চলছে-দেখুন সরাসরি
- মিরাকল ইন্ডাস্ট্রিজের লোকসানের পাল্লা আরও ভারী হলো
- প্রত্যাশার বাজারে সূচকের উত্থান অব্যাহত
- রাজশাহী বনাম সিলেটের জমজমাট ম্যাচটি শেষ-দেখুন ফলাফল
- শেয়ারবাজার আধুনিকীকরণে বিএসইসির গুরুত্বপূর্ণ পদক্ষেপ
- ২৫ লাখ শেয়ার হস্তান্তরের ঘোষণা উদ্যোক্তা পরিচালকের
- ১০ লাখ শেয়ার কেনার ঘোষণা দিলেন কোম্পানির পরিচালক