ঢাকা, সোমবার, ১৯ জানুয়ারি ২০২৬, ৫ মাঘ ১৪৩২

৫০তম বিসিএস পরীক্ষায় ঢাকায় ১০২ ম্যাজিস্ট্রেট নিয়োগ

২০২৬ জানুয়ারি ১৯ ১০:২৩:০০

৫০তম বিসিএস পরীক্ষায় ঢাকায় ১০২ ম্যাজিস্ট্রেট নিয়োগ

নিজস্ব প্রতিবেদক: আগামী ৩০ জানুয়ারি অনুষ্ঠিত হতে যাওয়া ৫০তম বিসিএস প্রিলিমিনারি পরীক্ষাকে ঘিরে রাজধানী ঢাকায় সর্বোচ্চ নিরাপত্তা নিশ্চিত করতে বিশেষ প্রশাসনিক ব্যবস্থা নিয়েছে সরকার। পরীক্ষা সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে সম্পন্ন করতে ১০২ জন নির্বাহী ম্যাজিস্ট্রেট নিয়োগ দেওয়া হয়েছে।

জনপ্রশাসন মন্ত্রণালয় রোববার (১৮ জানুয়ারি) এ সংক্রান্ত একটি প্রজ্ঞাপন জারি করে। প্রজ্ঞাপন অনুযায়ী, পরীক্ষার দিন সকাল ১০টা থেকে বেলা ১২টা পর্যন্ত এমসিকিউ পদ্ধতিতে প্রিলিমিনারি পরীক্ষা অনুষ্ঠিত হবে। এ সময় ঢাকার ৯২টি পরীক্ষাকেন্দ্রে একযোগে পরীক্ষা গ্রহণ করা হবে।

প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়, পরীক্ষাকেন্দ্রের ভেতরে ও বাইরে আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে প্রতিটি কেন্দ্রে একজন করে মোট ৯২ জন নির্বাহী ম্যাজিস্ট্রেট দায়িত্ব পালন করবেন। পাশাপাশি বাংলাদেশ সরকারি কর্ম কমিশন সচিবালয়ের কন্ট্রোল রুমের দায়িত্বে থাকবেন অতিরিক্ত ১০ জন। সব মিলিয়ে বিসিএস (প্রশাসন) ক্যাডারের ১০২ জন কর্মকর্তাকে এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট হিসেবে মোবাইল কোর্ট আইন অনুযায়ী ক্ষমতা প্রদান করা হয়েছে।

এতে আরও জানানো হয়, নিয়োগপ্রাপ্ত নির্বাহী ম্যাজিস্ট্রেটদের আগামী ২০ জানুয়ারি সকাল সাড়ে ১১টায় বাংলাদেশ সরকারি কর্ম কমিশন ভবনে অনুষ্ঠিত ব্রিফিং সেমিনারে উপস্থিত থাকতে হবে। পাশাপাশি পরীক্ষার দিন ভোর ৪টায় পিএসসি সচিবালয়ে রিপোর্ট করার নির্দেশনাও দেওয়া হয়েছে।

এমজে/

পাঠকের মতামত:

ডুয়ার ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

সর্বোচ্চ পঠিত