ঢাকা, বৃহস্পতিবার, ১৫ জানুয়ারি ২০২৬, ১ মাঘ ১৪৩২

আইএসএস ইতিহাসে প্রথমবার

নাসার মহাকাশ মিশনে অপ্রত্যাশিত মোড়, আগেই ফিরলেন নভোচারীরা

২০২৬ জানুয়ারি ১৫ ২৩:৪৮:৪৫

নাসার মহাকাশ মিশনে অপ্রত্যাশিত মোড়, আগেই ফিরলেন নভোচারীরা

আন্তর্জাতিক ডেস্ক: আন্তর্জাতিক মহাকাশ স্টেশনের (আইএসএস) ইতিহাসে প্রথমবারের মতো এক নজিরবিহীন ঘটনা ঘটেছে। এক নভোচারীর জরুরি স্বাস্থ্যগত সমস্যার কারণে পুরো একটি দলকে নির্ধারিত সময়ের কয়েক সপ্তাহ আগেই পৃথিবীতে ফিরিয়ে এনেছে মার্কিন মহাকাশ গবেষণা সংস্থা নাসা।

বৃহস্পতিবার (১৫ জানুয়ারি) ভোরে চার নভোচারীকে নিয়ে স্পেসএক্সের ‘এন্ডেভার’ ক্যাপসুলটি ক্যালিফোর্নিয়া উপকূলে প্রশান্ত মহাসাগরে নিরাপদে অবতরণ করে। নাসা জানিয়েছে, দলের একজন সদস্য অসুস্থ হয়ে পড়ায় মিশনটি সংক্ষিপ্ত করতে বাধ্য হয়েছে তারা। এর আগে কখনো কোনো শারীরিক অসুস্থতার কারণে আইএসএস-এর মিশন মাঝপথে বন্ধ করা হয়নি।

নাসা প্রথা অনুযায়ী সংশ্লিষ্ট নভোচারীর নাম কিংবা তাঁর অসুস্থতার ধরণ প্রকাশ করেনি। তবে নাসার প্রধান স্বাস্থ্য ও চিকিৎসা কর্মকর্তা জেমস পোল্ক জানিয়েছেন, অপারেশন বা কাজ চলাকালীন কোনো আঘাতের কারণে এই সমস্যা তৈরি হয়নি। এটি একটি অভ্যন্তরীণ স্বাস্থ্যগত জটিলতা ছিল, যার জন্য দ্রুত পৃথিবীতে ফেরা জরুরি হয়ে পড়েছিল।

নির্ধারিত সময়ের আগেই পৃথিবীতে ফিরে আসা এই চার নভোচারী এখন নিবিড় পর্যবেক্ষণে রয়েছেন। সফল অবতরণের পর তাদের উদ্ধার করে উন্নত চিকিৎসার জন্য নেওয়া হয়েছে। মহাকাশ স্টেশনের দীর্ঘ ইতিহাসে একে একটি ব্যতিক্রমী এবং বড় ধরনের চ্যালেঞ্জ হিসেবে দেখছে মহাকাশ বিজ্ঞানীরা।

এসপি

পাঠকের মতামত:

ডুয়ার ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

সর্বোচ্চ পঠিত