ঢাকা, বৃহস্পতিবার, ১৫ জানুয়ারি ২০২৬, ১ মাঘ ১৪৩২

গ্রিনল্যান্ড নিয়ে ট্রাম্পের বক্তব্যে প্রতিরক্ষায় ডেনমার্ক

২০২৬ জানুয়ারি ১৫ ১৫:৪২:৩৭

গ্রিনল্যান্ড নিয়ে ট্রাম্পের বক্তব্যে প্রতিরক্ষায় ডেনমার্ক

আন্তর্জাতিক ডেস্ক:গ্রিনল্যান্ডকে ঘিরে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের আগ্রাসী বক্তব্য নতুন করে উত্তেজনা তৈরি করেছে আর্কটিক অঞ্চলে। গ্রিনল্যান্ড দখলের বিষয়ে ট্রাম্পের অনমনীয় অবস্থানের পর এবার সেখানে সামরিক উপস্থিতি জোরদার করার সিদ্ধান্ত নিয়েছে ডেনমার্ক সরকার।

ডেনমার্কের সংবাদমাধ্যম ডিআর জানিয়েছে, দেশটির সেনাবাহিনীর অগ্রবর্তী কমান্ডের একাধিক ইউনিট গ্রিনল্যান্ডে পাঠানোর প্রস্তুতি প্রায় চূড়ান্ত। এসব ইউনিটের মূল কাজ হবে ভবিষ্যতে অতিরিক্ত সেনা মোতায়েনের জন্য প্রয়োজনীয় লজিস্টিক সাপোর্ট ও অবকাঠামো প্রস্তুত করা।

ডেনমার্ক সরকারের এই সিদ্ধান্তকে ইতিবাচক হিসেবে দেখছে দেশটির অন্যতম প্রধান রাজনৈতিক দল এনহেডস্লিস্টেন পার্টি। দলটির এক মুখপাত্র ডিআর-কে বলেন, গ্রিনল্যান্ডে সেনা পাঠানোর বিষয়টি সময়োপযোগী। ইউরোপের আরও কয়েকটি দেশ একই পথে হাঁটছে বলেও তারা তথ্য পেয়েছেন।

এনহেডস্লিস্টেনের ওই মুখপাত্র বলেন, গ্রিনল্যান্ডে কোনো বড় সামরিক শক্তির আগ্রাসনের চেষ্টা হলে এটি তাদের জন্য একটি স্পষ্ট সতর্কবার্তা হবে। এই পদক্ষেপের মাধ্যমে ডেনমার্ক দেখিয়ে দিয়েছে যে অঞ্চলটির নিরাপত্তা প্রশ্নে তারা কোনো ছাড় দিতে রাজি নয়।

বিশ্বের সবচেয়ে বড় দ্বীপ গ্রিনল্যান্ডের আয়তন প্রায় ২১ লাখ ৬৬ হাজার বর্গকিলোমিটার হলেও জনসংখ্যা মাত্র ৫৬ হাজারের কিছু বেশি। এখানকার প্রায় ৯০ শতাংশ মানুষ ইনুইট জনগোষ্ঠীর অন্তর্ভুক্ত। উত্তর আমেরিকার ভৌগোলিক অঞ্চলে অবস্থান করলেও গ্রিনল্যান্ড ডেনমার্কের অধীন একটি স্বায়ত্তশাসিত প্রদেশ এবং এর বাসিন্দারা ডেনমার্ক ও ইউরোপীয় ইউনিয়নের নাগরিক।

আর্কটিক ও আটলান্টিক মহাসাগরের সংযোগস্থলে অবস্থিত এই দ্বীপটি বছরের অধিকাংশ সময় বরফে ঢাকা থাকে। ভূতাত্ত্বিকদের মতে, গ্রিনল্যান্ডের ভূগর্ভে রয়েছে জ্বালানি তেলসহ বিপুল পরিমাণ খনিজ সম্পদ, যা বৈশ্বিক শক্তিগুলোর আগ্রহ বাড়িয়েছে।

২০২৫ সালের ২০ জানুয়ারি দ্বিতীয় মেয়াদে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব নেওয়ার পর থেকেই ডোনাল্ড ট্রাম্প গ্রিনল্যান্ডকে যুক্তরাষ্ট্রের নিয়ন্ত্রণে আনার ইচ্ছা প্রকাশ করে আসছেন। সর্বশেষ ১০ জানুয়ারি হোয়াইট হাউসে এক ব্রিফিংয়ে তিনি এ বিষয়ে আবারও কড়া মন্তব্য করেন।

সেই বক্তব্যে ট্রাম্প বলেন, গ্রিনল্যান্ড যুক্তরাষ্ট্রের নিয়ন্ত্রণে না এলে চীন বা রাশিয়া সেখানে প্রভাব বিস্তার করতে পারে। তিনি দাবি করেন, শুধু সামরিক ঘাঁটি নয়—গ্রিনল্যান্ডের নিরাপত্তা নিশ্চিত করতে হলে মালিকানার বিষয়টিও নিয়ন্ত্রণে রাখতে হবে।

এমজে/

পাঠকের মতামত:

ডুয়ার ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

সর্বোচ্চ পঠিত