ঢাকা, বুধবার, ১৪ জানুয়ারি ২০২৬, ১ মাঘ ১৪৩২

ফাটা ঠোঁটের জন্য ঘরোয়া তিনটি লিপ মাস্ক

২০২৬ জানুয়ারি ১৪ ১৫:৩২:৩৬

ফাটা ঠোঁটের জন্য ঘরোয়া তিনটি লিপ মাস্ক

নিজস্ব প্রতিবেদক: শীত এলেই ঠোঁটের সবচেয়ে বড় শত্রু হয়ে ওঠে শুষ্কতা। ঠান্ডা বাতাস ও আর্দ্রতার অভাবে অল্প সময়েই ঠোঁট রুক্ষ হয়ে ফেটে যেতে পারে, এমনকি কখনো কখনো রক্তপাতও দেখা দেয়। তবে একটু সচেতন যত্ন আর নিয়মিত পরিচর্যায় শীতকালেও ঠোঁট রাখা সম্ভব নরম, মসৃণ ও স্বাস্থ্যোজ্জ্বল।

শীতের সময় ঠোঁটের যত্নে লিপবাম ব্যবহার করলেও অনেক ক্ষেত্রে শুধু সেটি যথেষ্ট নয়। ঠোঁটের গভীর আর্দ্রতা ধরে রাখতে এবং দ্রুত শুষ্কতা দূর করতে লিপ মাস্ক বেশ কার্যকর। ঘরোয়া উপায়ে তৈরি এসব লিপ মাস্ক ঠোঁটকে পুষ্টি জোগায় এবং ফাটা ঠোঁটের সমস্যা কমাতে সাহায্য করে। চলুন জেনে নেওয়া যাক শীতকালে ব্যবহারের জন্য কার্যকর কয়েকটি লিপ মাস্কের কথা।

নারকেল তেল ও মধুর লিপ মাস্ক

এক চামচ নারকেল তেলের সঙ্গে এক চামচ মধু ভালোভাবে মিশিয়ে নিন। মিশ্রণটি ঘন করে ঠোঁটে লাগিয়ে ১৫ থেকে ২০ মিনিট রেখে দিন। পরে ভেজা কাপড় দিয়ে আলতো করে ঠোঁট মুছে নিন।এই মাস্কে থাকা অ্যান্টি-মাইক্রোবিয়াল উপাদান ঠোঁটকে সংক্রমণ থেকে রক্ষা করে। পাশাপাশি নারকেল তেল ও মধু ঠোঁটের ভেতরের আর্দ্রতা ধরে রেখে শুষ্কভাব কমায়। সপ্তাহে ৩ থেকে ৪ দিন ব্যবহার করলে ভালো ফল পাওয়া যায়।

চিনি ও অলিভ অয়েলের এক্সফোলিয়েটিং মাস্ক

ঠোঁট নরম রাখতে নিয়মিত এক্সফোলিয়েশন জরুরি। এতে জমে থাকা মৃত কোষ দূর হয় এবং ঠোঁট আরও মসৃণ হয়। এক চামচ চিনির সঙ্গে কয়েক ফোঁটা অলিভ অয়েল মিশিয়ে নিন। এই মিশ্রণটি ঠোঁটে ৫ মিনিট হালকা হাতে স্ক্রাব করুন। এরপর পানি দিয়ে ধুয়ে ফেলুন। সপ্তাহে ১ থেকে ২ বার ব্যবহার করাই যথেষ্ট। এক্সফোলিয়েশনের পর লিপবাম লাগালে ঠোঁট ফাটার ঝুঁকি অনেকটাই কমে যায়।

অ্যালোভেরা ওভারনাইট লিপ মাস্ক

রাতে ঘুমানোর আগে ঠোঁটে পুরু করে অ্যালোভেরা জেল লাগিয়ে নিন এবং এভাবেই ঘুমিয়ে পড়ুন। অ্যালোভেরা প্রাকৃতিকভাবে ত্বককে ঠান্ডা ও আর্দ্র রাখে এবং শুষ্কতা দূর করতে কার্যকর ভূমিকা রাখে।নিয়মিত রাতে এই জেল ব্যবহার করলে ঠোঁট নরম থাকে এবং ঠান্ডার মধ্যেও ফাটা সমস্যা দেখা দেয় না। চাইলে অ্যালোভেরা জেলের সঙ্গে ভিটামিন ই অয়েল মিশিয়ে ব্যবহার করা যেতে পারে, এতে পুষ্টি আরও বাড়ে এবং ঠোঁটের কোমলতা দীর্ঘস্থায়ী হয়।

ইএইচপি

পাঠকের মতামত:

ডুয়ার ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

সর্বোচ্চ পঠিত