ঢাকা, মঙ্গলবার, ১৩ জানুয়ারি ২০২৬, ২৯ পৌষ ১৪৩২

'পাকিস্তান দুঃসাহস দেখালেই সরাসরি স্থলপথে হা'মলা চালাবে ভারত'

২০২৬ জানুয়ারি ১৩ ২০:০৫:০৭

'পাকিস্তান দুঃসাহস দেখালেই সরাসরি স্থলপথে হা'মলা চালাবে ভারত'

আন্তর্জাতিক ডেস্ক: ভারতের সেনাবাহিনী প্রধান জেনারেল উপেন্দ্র দ্বিবেদী পাকিস্তান ও পাকিস্তান-অধিকৃত কাশ্মীরের (পিওকে) সন্ত্রাসী ঘাঁটি লক্ষ্য করে শুরু হওয়া সামরিক অভিযান ‘অপারেশন সিঁদুর’ এখনও চলমান রয়েছে বলে মন্তব্য করেছেন। একই সঙ্গে তিনি ইসলামাবাদকে কড়া হুঁশিয়ারি দিয়ে বলেছেন, ভবিষ্যতে পাকিস্তান কোনো ধরনের ‘দুঃসাহস’ দেখালে ভারত এবার সরাসরি স্থলপথে সামরিক অভিযান চালাতে পুরোপুরি প্রস্তুত।

মঙ্গলবার (১৩ জানুয়ারি) চলতি বছরের প্রথম সংবাদ সম্মেলনে জেনারেল দ্বিবেদী এসব কথা বলেন। ভারতের সংবাদমাধ্যম এনডিটিভি এই খবর নিশ্চিত করেছে।

ভারতীয় সেনাপ্রধান জানান, গত বছরের ৭ মে শুরু হওয়া ‘অপারেশন সিঁদুর’ অত্যন্ত নিখুঁত পরিকল্পনার মাধ্যমে পরিচালনা করা হয়েছে। ৮৮ ঘণ্টার সেই অভিযানে পাকিস্তানের অভ্যন্তরে ঢুকে সন্ত্রাসী অবকাঠামো ভেঙে দেওয়া হয় এবং ইসলামাবাদের দীর্ঘদিনের পারমাণবিক হুমকির বাগাড়ম্বরকে চ্যালেঞ্জ জানানো হয়। জেনারেল দ্বিবেদী বলেন, “অপারেশন চলাকালীন ভারতীয় সেনাবাহিনী এমনভাবে মোতায়েন ছিল যে, পাকিস্তান সামান্যতম ভুল করলেই আমরা স্থল অভিযান শুরু করতে পারতাম।”

প্রেক্ষাপট হিসেবে জানা যায়, গত বছরের ২২ এপ্রিল জম্মু ও কাশ্মীরের পেহেলগামে সন্ত্রাসী হামলার জবাবে ভারত এই পাল্টা অভিযান শুরু করে। অভিযানে ১০০ জনেরও বেশি নিহত হয়েছিল বলে দাবি করে ভারত। ১০ মে যুদ্ধবিরতি ঘোষণার মাধ্যমে বড় ধরনের সংঘাত থামলেও ভারত সরকার এই মিশনকে এখনও ‘অসমাপ্ত’ বলে বিবেচনা করছে।

জেনারেল দ্বিবেদী আরও জানান, ২০২৫ সালে এখন পর্যন্ত ৩১ জন সন্ত্রাসীকে হত্যা করা হয়েছে, যার মধ্যে ৬৫ শতাংশই পাকিস্তানি বংশোদ্ভূত। বর্তমানে জম্মু ও কাশ্মীরে স্থানীয় সক্রিয় সন্ত্রাসীর সংখ্যা এক অংকের ঘরে নেমে এসেছে। তবে সীমান্ত পরিস্থিতি এখনও সংবেদনশীল এবং সেনাবাহিনী যেকোনো পরিস্থিতি মোকাবিলায় সজাগ রয়েছে।

এসপি

পাঠকের মতামত:

ডুয়ার ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

সর্বোচ্চ পঠিত