ঢাকা, মঙ্গলবার, ১৩ জানুয়ারি ২০২৬, ২৮ পৌষ ১৪৩২

বেসরকারি শিক্ষকদের নিবন্ধন সনদ যাচাইয়ে নামছে এনটিআরসিএ

২০২৬ জানুয়ারি ১৩ ০০:০৫:২৯

বেসরকারি শিক্ষকদের নিবন্ধন সনদ যাচাইয়ে নামছে এনটিআরসিএ

নিজস্ব প্রতিবেদক: বেসরকারি এমপিওভুক্ত শিক্ষাপ্রতিষ্ঠানে কর্মরত সব শিক্ষক এবং শূন্য পদের তথ্য জরুরি ভিত্তিতে চেয়েছে বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষ (এনটিআরসিএ)। সেই সঙ্গে তথ্য পাঠাতে কোনো ধরনের গড়িমসি বা জালিয়াতি করা হলে সংশ্লিষ্টদের বিরুদ্ধে কঠোর আইনি ব্যবস্থা গ্রহণের হুঁশিয়ারি দেওয়া হয়েছে।

সম্প্রতি এনটিআরসিএ সদস্য (পরীক্ষা মূল্যায়ন ও প্রত্যয়ন) মুহম্মদ নূরে আলম সিদ্দিকী স্বাক্ষরিত এক চিঠিতে এই নির্দেশনা দেওয়া হয়।

এনটিআরসিএ জানিয়েছে, সম্প্রতি বিভিন্ন গণমাধ্যমে জাল নিবন্ধন সনদের খবর তাদের নজরে এসেছে। এসব ভুয়া সনদ শনাক্ত করতে এমপিওভুক্ত পদে কর্মরত সব নিবন্ধনধারী শিক্ষকের তথ্য যাচাই করা অপরিহার্য হয়ে পড়েছে।

যা যা পাঠাতে হবে:

১. প্রতিষ্ঠানের প্রধান ও সহ-প্রধানসহ এমপিওভুক্ত সকল শিক্ষকের তথ্য।

২. বর্তমানে শূন্য থাকা এমপিওভুক্ত পদের তথ্য।

৩. নভেম্বর ২০২৫-এর এমপিও শিট।

৪. কর্মরত নিবন্ধনধারী সকল শিক্ষকের নিবন্ধন সনদের রঙিন ও স্পষ্ট সত্যায়িত ফটোকপি।

প্রতিষ্ঠান প্রধান এবং ম্যানেজিং কমিটির সভাপতির যৌথ স্বাক্ষরিত অগ্রায়ণপত্রসহ এই সকল নথিপত্র আগামী সাত কার্যদিবসের মধ্যে এনটিআরসিএ কার্যালয়ে পাঠাতে বলা হয়েছে।

এনটিআরসিএ সাফ জানিয়ে দিয়েছে, তথ্য পাঠাতে কোনো ধরনের ব্যত্যয় ঘটলে, তথ্য গোপন করলে কিংবা সনদ টেম্পারিংয়ের প্রমাণ পাওয়া গেলে দায়ীদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হবে। এছাড়া বিষয়টি সংশ্লিষ্ট শিক্ষা অধিদপ্তর ও শিক্ষা মন্ত্রণালয়কে অবহিত করে প্রশাসনিক শাস্তির সুপারিশ করা হবে।

এসপি

পাঠকের মতামত:

ডুয়ার ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

সর্বোচ্চ পঠিত