ঢাকা, সোমবার, ১২ জানুয়ারি ২০২৬, ২৭ পৌষ ১৪৩২

যুক্তরাষ্ট্রে আকস্মিক ‘ডুমসডে’ প্লেন; বিশ্বজুড়ে তীব্র উৎকণ্ঠা

২০২৬ জানুয়ারি ১২ ০০:১৮:২১

যুক্তরাষ্ট্রে আকস্মিক ‘ডুমসডে’ প্লেন; বিশ্বজুড়ে তীব্র উৎকণ্ঠা

আন্তর্জাতিক ডেস্ক: দীর্ঘ ৫১ বছরের বিরতি ভেঙে লস অ্যাঞ্জেলেসের আকাশে আবারও দেখা গেল মার্কিন সামরিক বাহিনীর সবচাইতে সুরক্ষিত এবং রহস্যে ঘেরা বিমান বোয়িং ই-৪বি, যা ‘নাইটওয়াচ’ বা ‘ডুমসডে প্লেন’ নামে পরিচিত। গত বৃহস্পতিবার (৮ জানুয়ারি) বিকেলে লস অ্যাঞ্জেলেস আন্তর্জাতিক বিমানবন্দরে বিমানটির অবতরণের পরপরই বিশ্বজুড়ে পারমাণবিক যুদ্ধের আশঙ্কা নিয়ে নতুন করে বিতর্ক শুরু হয়েছে। মূলত পারমাণবিক যুদ্ধ বা চরম জাতীয় বিপর্যয়ের সময় আকাশ থেকে রাষ্ট্র পরিচালনার এক ভ্রাম্যমাণ কমান্ড সেন্টার হিসেবে এই বিশেষ বিমানটি কাজ করে থাকে।

হঠাৎ এই ‘কেয়ামতের বিমান’ আসার কারণ ব্যাখ্যা করতে গিয়ে পেন্টাগন জানিয়েছে, এটি কোনো জরুরি সংকেত নয় বরং মার্কিন প্রতিরক্ষামন্ত্রী পিট হেগসেথকে বহন করে লস অ্যাঞ্জেলেসে এসেছে। বর্তমানে প্রতিরক্ষামন্ত্রী দেশব্যাপী ‘আর্সেনাল অব ফ্রিডম’ নামক এক বিশেষ সফরে রয়েছেন, যার মূল উদ্দেশ্য হলো মার্কিন প্রতিরক্ষা ব্যবস্থাকে শক্তিশালী করা এবং নতুন জনবল নিয়োগে উৎসাহ প্রদান করা। লস অ্যাঞ্জেলেসে অবস্থানকালে তিনি ‘রকেট ল্যাব’ নামক প্রতিষ্ঠান পরিদর্শন করেন এবং ক্যাডেটদের প্রশিক্ষণ কার্যক্রমে অংশ নেন।

বোয়িং ৭৪৭-২০০ মডেলের ওপর ভিত্তি করে তৈরি এই বিমানটি সাধারণ বিমানের চেয়ে একদম আলাদা। এর মূল শক্তি হলো পারমাণবিক বিস্ফোরণের ফলে তৈরি ইলেকট্রোম্যাগনেটিক পালস এবং প্রচণ্ড তাপ সহ্য করার ক্ষমতা। বিমানটির ভেতরে রয়েছে উন্নত যোগাযোগ ব্যবস্থা ও অপারেশন সেন্টার, যেখান থেকে জরুরি মুহূর্তে প্রেসিডেন্ট বা সামরিক প্রধানরা যুদ্ধের নির্দেশ দিতে পারেন। এমনকি আকাশে জ্বালানি নিয়ে এটি টানা কয়েক দিন উড়তে সক্ষম। মার্কিন বিমানবাহিনীর কাছে বর্তমানে এ ধরনের মাত্র ৪টি বিমান সংরক্ষিত রয়েছে।

বিশ্বের বিভিন্ন প্রান্তে চলমান অস্থিরতা, বিশেষ করে ভেনেজুয়েলার প্রেসিডেন্টকে আটক এবং ইরানে চলমান সংকটের মাঝে এই বিমানের উপস্থিতি সাধারণ মানুষকে বিচলিত করে তুলেছে। সামাজিক যোগাযোগ মাধ্যমে অনেকেই প্রশ্ন তুলেছেন, সাধারণ সরকারি বিমানের বদলে কেন ৫১ বছর পর এই অতি-সুরক্ষিত ও ব্যয়বহুল বিমানটি ব্যবহার করা হচ্ছে। মানুষের মনে এখন বড় প্রশ্ন—বিশ্ব কি তবে কোনো ভয়াবহ যুদ্ধের দ্বারপ্রান্তে দাঁড়িয়ে আছে?

যদিও পেন্টাগন এই সফরকে সাধারণ বলে দাবি করছে, তবে কেন অন্য কোনো বিমানের পরিবর্তে ঠিক এই বিশেষ বিমানটিকেই বেছে নেওয়া হলো, সে ব্যাপারে তারা এখন পর্যন্ত কোনো স্পষ্ট ব্যাখ্যা দেয়নি। ফলে এই নীরবতা সাধারণ মানুষের জল্পনা ও আতঙ্ককে আরও উসকে দিচ্ছে।

এএসএম/

পাঠকের মতামত:

ডুয়ার ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

সর্বোচ্চ পঠিত