ঢাকা, শনিবার, ১০ জানুয়ারি ২০২৬, ২৬ পৌষ ১৪৩২
১৯৮ দেশের মধ্যে বাংলাদেশিদের গড় আইকিউ কত?
ডুয়া ডেস্ক: অনেকে রসিকতার ছলে বলছেন বাংলাদেশিদের আইকিউ কম, দেশের মানুষ বুদ্ধিমত্তাহীন। তবে বাস্তবে বাংলাদেশিদের বুদ্ধিমত্তা বা আইকিউ কত, তা কিভাবে নির্ধারণ করা হয় এবং বিশ্বে বাংলাদেশের অবস্থান কোথায় এই বিষয়ে অনেকেরই পরিষ্কার ধারণা নেই।
ইন্টেলিজেন্স কোশেন্ট বা আইকিউ মূলত মানুষের বুদ্ধিমত্তা পরিমাপের একটি মান। বাংলায় এর সরল অর্থ ‘বুদ্ধিমাত্রা’। আইকিউ পরিমাপের জন্য বিভিন্ন পদ্ধতি আছে, তবে কোনো একক সূত্র নেই। সাধারণত মানুষের বিচক্ষণতা, দ্রুত সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা এবং বুদ্ধিবৃত্তিক প্রশ্নের সঠিক উত্তর দেওয়ার দক্ষতার ভিত্তিতে আইকিউ নির্ধারণ করা হয়।
সম্প্রতি যুক্তরাষ্ট্রভিত্তিক গবেষণা সংস্থা ওয়ার্ল্ড পপুলেশন রিভিউ বিশ্বের বিভিন্ন দেশের গড় আইকিউ প্রকাশ করেছে। ১৯৯টি দেশের তথ্যের ভিত্তিতে তৈরি তালিকাটি মূলত ব্রিটিশ মনোবিজ্ঞানী রিচার্ড লিন পরিচালিত গবেষণার ওপর নির্ভরশীল।
২০২২ সালে প্রকাশিত তালিকায় দেশভিত্তিক গড় আইকিউয়ের পাশাপাশি ইন্টেলিজেন্স ক্যাপিটাল ইনডেক্স (আইসিআই) এবং প্রোগ্রাম ফর ইন্টারন্যাশনাল স্টুডেন্ট অ্যাসেসমেন্ট (পিআইএসএ) স্কোর অন্তর্ভুক্ত করা হয়েছে। প্রকাশের পরই বিষয়টি আন্তর্জাতিক পর্যায়ে ব্যাপক আলোচনার জন্ম দেয়।
তালিকায় শীর্ষে রয়েছে জাপান, যার গড় আইকিউ স্কোর ১০৬.৪৮। ০.০১ পয়েন্ট ব্যবধানে দ্বিতীয় স্থানে তাইওয়ান (১০৬.৪৭) এবং ১০৫.৮৯ স্কোর নিয়ে তৃতীয় স্থানে অবস্থান করছে সিঙ্গাপুর।
শীর্ষ ছয় দেশের মধ্যে পূর্ব ও দক্ষিণ-পূর্ব এশিয়ার দেশগুলোর আধিপত্য লক্ষ্য করা গেছে। চতুর্থ স্থানে হংকং (১০৫.৩৭), পঞ্চমে চীন (১০৪.১), এবং ষষ্ঠ স্থানে দক্ষিণ কোরিয়া (১০২.৩৫) অবস্থান করছে।
ইউরোপীয় দেশগুলোর উপস্থিতি সপ্তম স্থান থেকে শুরু, যেখানে বেলারুশ ১০১.৬, ফিনল্যান্ড ১০১.২, লিচেনস্টাইন ১০১.০৭ এবং জার্মানি ১০০.৭৪ স্কোর নিয়ে যথাক্রমে সপ্তম থেকে দশম স্থানে রয়েছে। লক্ষ্যণীয় বিষয় হলো শীর্ষ ১০ দেশের মধ্যে প্রথম ছয়টি এশিয়ান এবং বাকি চারটি ইউরোপীয়। যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্য প্রথম দশে জায়গা পাননি।
দক্ষিণ এশিয়ার দেশগুলোর মধ্যে বাংলাদেশের অবস্থান অত্যন্ত পিছিয়ে, ১৯৮ দেশের মধ্যে ১৫০তম। বাংলাদেশের গড় আইকিউ স্কোর ৭৪.৩৩। একই তালিকায় ভারত ১৪৩তম (৭৬.৭৪), পাকিস্তান ১২০তম (৮০), এবং আফগানিস্তান ১০৩তম (৮২) অবস্থান করছে।
বাংলাদেশের চেয়ে এগিয়ে থাকা এশীয় দেশগুলোর মধ্যে রয়েছে মিয়ানমার ৫২তম (৯১.১৮), ইরাক ৬১তম (৮৯.২৮), থাইল্যান্ড ৬৪তম (৮৮.৮৭), ভুটান ৬৮তম (৮৭.৯৪), শ্রীলঙ্কা ৭১তম (৮৮.৬২), মালয়েশিয়া ৭৩তম (৮৭.৫৮)।
বিশ্বের প্রভাবশালী দেশগুলোর মধ্যে উল্লেখযোগ্য পার্থক্য দেখা যায়। যুক্তরাষ্ট্র ২৯তম (৯৭.৪৩), রাশিয়া ৩৫তম (৯৬.২৯) এবং ইউক্রেন ৫৭তম (৯০.০৭) স্থানে রয়েছে।
বিশেষজ্ঞদের মতে, সাধারণভাবে আইকিউ স্কোর ৮৫-১১৫ হলে তাকে গড় বা স্বাভাবিক বুদ্ধিমত্তাসম্পন্ন হিসেবে ধরা হয়। স্কোর ১৩০ হলে ব্যক্তি উচ্চ বুদ্ধিমত্তার অধিকারী এবং ১৬০ ছাড়ালে তাকে ‘জিনিয়াস’ হিসেবে বিবেচনা করা হয়।
ইএইচপি
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- ঢাকা ক্যাপিটালস বনাম সিলেট টাইটান্স: বোলিংয়ে ঢাকা-দেখুন সরাসরি (LIVE)
- নোয়াখালী এক্সপ্রেস বনাম রংপুর রাইডার্স: ম্যাচটি সরাসরি দেখুন (LIVE)
- সিলেট বনাম চট্টগ্রামের খেলা চলছে: ম্যাচটি সরাসরি দেখুন( LIVE)
- চট্টগ্রাম বনাম রংপুরের ম্যাচটি শেষ: জানুন ফলাফল
- জগন্নাথ বিশ্ববিদ্যালয়‘এ’ ইউনিটের ভর্তি পরীক্ষার ফল প্রকাশ
- ঢাকা ক্যাপিটালস বনাম নোয়াখালী এক্সপ্রেসের খেলা শেষ-দেখুন ফলাফল
- নোয়াখালী বনাম রাজশাহী: জমজমাট খেলাটি শেষ-জানুন ফলাফল
- নোয়াখালী এক্সপ্রেস বনাম ঢাকা ক্যাপিটালস: খেলাটি সরাসরি দেখুন (LIVE)
- ঢাকা ক্যাপিটালস-সিলেট টাইটান্সের জমজমাট খেলা শেষ-দেখুন ফলাফল
- ঢাবি ব্যবসায় শিক্ষা ইউনিটের ফল প্রকাশ, প্রথম হলেন যারা
- নোয়াখালী বনাম সিলেটের জমজমাট ম্যাচটি শেষ: দেখে নিন ফলাফল
- চলছে সিলেট বনাম নোয়াখালীর ম্যাচ: খেলাটি সরাসরি দেখুন (LIVE)
- দীর্ঘ সংকট কাটাতে বাজারে ১০ শক্তিশালী কোম্পানি আনছে সরকার
- রাজশাহী ওয়ারিয়র্স বনাম চট্টগ্রাম রয়্যালস: খেলাটি সরাসরি দেখুন (LIVE)
- শেয়ারবাজারে নতুন নামে আসছে তালিকাভুক্ত কোম্পানি