ঢাকা, শনিবার, ১০ জানুয়ারি ২০২৬, ২৬ পৌষ ১৪৩২

দেশ গড়তে ঐক্যের ডাক তারেক রহমানের

২০২৬ জানুয়ারি ১০ ১৬:৪১:৩৫

দেশ গড়তে ঐক্যের ডাক তারেক রহমানের

নিজস্ব প্রতিবেদক: বিএনপির চেয়ারম্যান তারেক রহমান দেশকে এগিয়ে নিতে মতপার্থক্য থাকলেও তা মতবিরোধে রূপ না নেয়ার জন্য আলোচনা ও সংলাপের মাধ্যমে সমস্যা সমাধানের গুরুত্ব দিয়েছেন। শনিবার (১০ জানুয়ারি) দুপুরে রাজধানীর বনানীর একটি হোটেলে গণমাধ্যম ব্যক্তিত্বদের সঙ্গে শুভেচ্ছা বিনিময়কালে তিনি এসব কথা বলেন।

নতুন চেয়ারম্যান হিসেবে প্রথমবারের মতো বক্তৃতা দেওয়ার সময় তারেক রহমান বলেন, বর্তমান বাস্তবতায় ৫ আগস্টের পূর্বাবস্থায় ফিরে যাওয়ার সুযোগ নেই। তবে যেকোনো মূল্যে দেশকে গণতান্ত্রিক ধারায় রাখা অত্যাবশ্যক।

তিনি জবাবদিহিতা নিশ্চিত করার ওপর জোর দিয়ে নিজের এবং দলের পরিকল্পনার কিছু দিক তুলে ধরেন। দেশকে এগিয়ে নিতে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানিয়ে তিনি বলেন, বিগত সরকারের আমলে মতবিরোধের নেতিবাচক দৃষ্টান্ত দেখা গেছে। এছাড়া আগামী ১২ ফেব্রুয়ারি দেশ গণতন্ত্রের পথে এগোবে বলে আশা প্রকাশ করেন তিনি।

কর্মসংস্থানের মাধ্যমে দেশের উন্নয়ন না করা হলে সব অর্জন ধ্বংস হওয়ার আশঙ্কা দেখিয়ে তারেক রহমান বলেন, বিএনপি ক্ষমতায় এলে নারী, কৃষক, প্রবাসী ও তরুণসহ সব নাগরিকের জীবনমান উন্নয়নে নানা পরিকল্পনা বাস্তবায়ন করা হবে। তিনি আরও প্রত্যাশা ব্যক্ত করেন, দেশ পুনর্গঠনে গণমাধ্যমকর্মীরা দায়িত্বশীল ভূমিকা পালন করবেন।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, দলের স্থায়ী কমিটির সদস্য ও নির্বাচন পরিচালনা কমিটির চেয়ারম্যান নজরুল ইসলাম খান, স্থায়ী কমিটির সদস্য মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমেদ (বীর বিক্রম), আমীর খসরু মাহমুদ চৌধুরী, সালাহউদ্দিন আহমদ, ড. আব্দুল মঈন খান, মির্জা আব্বাস এবং গয়েশ্বর চন্দ্র রায়।

এছাড়া বিএনপির ভাইস চেয়ারম্যান ড. আসাদুজ্জামান রিপন, যুগ্ম মহাসচিব ড. হুমায়ূন কবির, চেয়ারম্যানের উপদেষ্টা ও নির্বাচন পরিচালনা কমিটির মুখপাত্র ড. মাহদী আমিন, প্রেস সচিব সালেহ শিবলী, চেয়ারপারসনের উপদেষ্টা ইসমাইল জবিউল্লাহ, আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক ব্যারিস্টার নাসির উদ্দীন অসীম এবং চেয়ারম্যানের একান্ত সচিব এ বি এম আব্দুস সাত্তারও উপস্থিত ছিলেন।

গণমাধ্যম প্রতিনিধিদের মধ্যে ছিলেন দৈনিক যুগান্তরের সম্পাদক ও বিএনপির উপদেষ্টা কাউন্সিলের সদস্য কবি আব্দুল হাই শিকদার, আমাদের সময় পত্রিকার সাবেক নির্বাহী সম্পাদক এহসান মাহমুদ, দ্য বিজনেস স্ট্যান্ডার্ডের এডিটর ইনাম আহমেদ, দৈনিক ইত্তেফাকের সম্পাদক তাসমিমা হোসেন, বাংলাদেশ টেলিভিশনের মহাপরিচালক মাহাবুবুল আলম, রয়টার্সের সিনিয়র সাংবাদিক রুমা পল, মানবজমিন পত্রিকার সম্পাদক মতিউর রহমান, জাগো নিউজ ২৪ ডটকম-এর সম্পাদক কে এম জিয়াউল হক, ডেইলি স্টারের সম্পাদক ও প্রকাশক মাহফুজ আনাম এবং নাগরিক টিভির প্রধান বার্তা সম্পাদক দ্বীপ আজাদ।

অনুষ্ঠানে বিভিন্ন জাতীয় ও ইলেকট্রনিক মিডিয়ার সম্পাদক ও সাংবাদিকসহ মোট আনুমানিক ৩০০-৩৫০ জন গণমাধ্যমকর্মী উপস্থিত ছিলেন।

ইএইচপি

পাঠকের মতামত:

ডুয়ার ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

সর্বোচ্চ পঠিত