ঢাকা, শনিবার, ১০ জানুয়ারি ২০২৬, ২৬ পৌষ ১৪৩২

জাতীয় পার্টির চার প্রার্থীর মনোনয়নপত্র বৈধ

২০২৬ জানুয়ারি ১০ ১৫:৪১:২৩

জাতীয় পার্টির চার প্রার্থীর মনোনয়নপত্র বৈধ

নিজস্ব প্রতিবেদক: ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের আগে রিটার্নিং কর্মকর্তার সিদ্ধান্তের বিরুদ্ধে করা আপিলে জাতীয় পার্টির চারজন প্রার্থী তাদের প্রার্থিতা ফিরে পেয়েছেন। এ খবর এসেছে শনিবার (১০ জানুয়ারি) রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনের অডিটরিয়ামে অনুষ্ঠিত আপিল শুনানি থেকে।

প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এএমএম নাসির উদ্দিনের সভাপতিত্বে অনুষ্ঠিত শুনানিতে অন্যান্য নির্বাচন কমিশনাররাও উপস্থিত ছিলেন।

শুনানি শেষে সাংবাদিকদের ব্রিফ করেন জাতীয় পার্টির মহাসচিব শামীম হায়দার পাটোয়ারী। তিনি জানান, “সারাদেশে জাতীয় পার্টি থেকে ২৪৪ জন প্রার্থী মনোনয়নপত্র জমা দিয়েছেন। এর মধ্যে ২৫ জনের প্রার্থিতা বাতিল করা হয়েছিল। আজকের শুনানিতে ৯ জনের বিষয়ে আপিল হয়, যার মধ্যে ৫ জনের শুনানি ইতিমধ্যে সম্পন্ন হয়েছে। এর ফলে চারজন প্রার্থী আবার বৈধ হয়েছেন এবং একজনের আপিল স্থগিত হয়েছে। স্থগিত থাকা মামলাটি প্রার্থী ভুলবশত যুক্তরাষ্ট্রের নাগরিক হিসেবে উল্লেখ করেছেন, যা এখনও বিবেচনাধীন।”

তিনি আরও বলেন, “আমরা আশা করছি আমাদের সব প্রার্থী বৈধ হবেন। যারা প্রার্থিতা ফিরে পেয়েছেন, তাদের মধ্যে একজনের তিতাস গ্যাস বিল বকেয়া ছিল, যা পরিশোধ করা হয়েছে। আরেকজন প্রার্থী ফরম জমা দেওয়ার পর গ্রহণ হয়নি, যা পুনরায় জমা দেওয়া হয়েছে। অন্য একজনের বৈধ নাগরিকত্ব সনদ শুরুর দিকে জমা হয়নি, যা পরে দেওয়া হয়েছে।”

নির্বাচন কমিশন সূত্রে জানা গেছে, শনিবার (১০ জানুয়ারি) সকাল ১০টা থেকে আপিল শুনানি শুরু হয়েছে এবং ১৮ জানুয়ারি পর্যন্ত চলবে। প্রথমদিন ১ থেকে ৭০ নম্বর আপিলের শুনানি অনুষ্ঠিত হয়েছে। পরবর্তী শুনানির সময়সূচি হলো: রোববার (১১ জানুয়ারি) ৭১ থেকে ১৪০ নম্বর, সোমবার (১২ জানুয়ারি) ১৪১ থেকে ২১০ নম্বর এবং মঙ্গলবার (১৩ জানুয়ারি) ২১১ থেকে ২৮০ নম্বর আপিলের শুনানি অনুষ্ঠিত হবে।

ইএইচপি

পাঠকের মতামত:

ডুয়ার ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

সর্বোচ্চ পঠিত