ঢাকা, বৃহস্পতিবার, ৮ জানুয়ারি ২০২৬, ২৪ পৌষ ১৪৩২

সালাহউদ্দিন আহমদ

'মোসাব্বির হ'ত্যা একটি বিচ্ছিন্ন ঘটনা, নির্বাচনে প্রভাব পড়বে না'

২০২৬ জানুয়ারি ০৮ ১৭:৩২:০৩

'মোসাব্বির হ'ত্যা একটি বিচ্ছিন্ন ঘটনা, নির্বাচনে প্রভাব পড়বে না'

নিজস্ব প্রতিবেদক: রাজধানীর তেজগাঁওয়ে স্বেচ্ছাসেবক দল নেতা আজিজুর রহমান মোসাব্বিরের হত্যাকাণ্ডকে একটি ‘বিচ্ছিন্ন ঘটনা’ হিসেবে অভিহিত করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমদ। তবে তিনি গভীর শঙ্কা প্রকাশ করে বলেছেন, পরাজিত ও পতিত ফ্যাসিবাদী শক্তি দেশের গণতান্ত্রিক অগ্রযাত্রাকে বাধাগ্রস্ত করতে পরিকল্পিতভাবে আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি ঘটানোর অপচেষ্টা চালাচ্ছে।

বৃহস্পতিবার (৮ জানুয়ারি) দুপুরে রাজধানীর গুলশানে বিএনপি চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে সালাহউদ্দিন আহমদ এসব কথা বলেন।

ঢাকা মহানগর উত্তর স্বেচ্ছাসেবক দলের সাবেক সাধারণ সম্পাদক মোসাব্বিরের এই নির্মম হত্যাকাণ্ড নিয়ে উদ্বেগ প্রকাশ করলেও সালাহউদ্দিন আহমেদ আশ্বস্ত করেন যে, এ ধরনের বিচ্ছিন্ন ঘটনা আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে কোনো নেতিবাচক প্রভাব ফেলবে না। তিনি বিশ্বাস করেন, দেশের সকল রাজনৈতিক দল নির্বাচনি প্রক্রিয়ার প্রতি দায়বদ্ধ এবং শেষ পর্যন্ত একটি সফল ও উৎসবমুখর নির্বাচন অনুষ্ঠিত হবে।

নির্বাচনে লেভেল প্লেয়িং ফিল্ড বা সব প্রার্থীর জন্য সমান সুযোগ নিশ্চিত করা নিয়ে বিভিন্ন রাজনৈতিক দলের তোলা অভিযোগ প্রসঙ্গে জানতে চাইলে এই বিএনপি নেতা বলেন, “যদি কারও এ বিষয়ে কোনো সুনির্দিষ্ট অভিযোগ থাকে, তবে তা সরাসরি নির্বাচন কমিশনের (ইসি) কাছে জানানো উচিত। কমিশনই এসব অভিযোগ খতিয়ে দেখার উপযুক্ত কর্তৃপক্ষ।”

এমজে/

পাঠকের মতামত:

ডুয়ার ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

সর্বোচ্চ পঠিত

চবি ‘ডি’ ইউনিটের ফল প্রকাশ

চবি ‘ডি’ ইউনিটের ফল প্রকাশ

নিজস্ব প্রতিবেদক: চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ২০২৫-২৬ শিক্ষাবর্ষে স্নাতক (সম্মান) শ্রেণির ভর্তি পরীক্ষা নিয়ে সামাজিক বিজ্ঞান অনুষদের ‘ডি’ ইউনিটের ফলাফল প্রকাশিত হয়েছে।... বিস্তারিত