ঢাকা, বৃহস্পতিবার, ৮ জানুয়ারি ২০২৬, ২৪ পৌষ ১৪৩২
শিক্ষা উপদেষ্টা
'উচ্চশিক্ষার সাফল্য কেবল অবকাঠামোতে নয়, সামাজিক দায়বদ্ধতায়'
নিজস্ব প্রতিবেদক: বেসরকারি বিশ্ববিদ্যালয়গুলোতে শিক্ষার উচ্চব্যয় এখনও দেশের বহু মেধাবী ও সম্ভাবনাময় শিক্ষার্থীর জন্য প্রধান অন্তরায় হয়ে দাঁড়িয়েছে বলে মন্তব্য করেছেন শিক্ষা উপদেষ্টা প্রফেসর ড. সি আর আবরার। তিনি বলেন, শুধু বড় বড় ভবন বা অবকাঠামোগত উন্নয়ন নয়, বরং সামাজিক দায়বদ্ধতা এবং মূল্যবোধের বিকাশের মাধ্যমেই উচ্চশিক্ষার প্রকৃত সাফল্য বিচার করা উচিত।
বুধবার (৭ জানুয়ারি) রাজধানীর নর্থ সাউথ ইউনিভার্সিটির (এনএসইউ) ২৬তম সমাবর্তন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
শিক্ষা উপদেষ্টা গ্র্যাজুয়েটদের উদ্দেশ্যে বলেন, উচ্চশিক্ষা কেবল ডিগ্রি বা জ্ঞানার্জন নয়, এটি সমাজ, গণতন্ত্র ও জনকল্যাণের প্রতি গভীর দায়িত্ববোধ তৈরি করে। নেতৃত্ব শুধু পেশাগত সাফল্য বা ক্ষমতার মধ্যে সীমাবদ্ধ থাকে না, বরং সংকটের সময়েই নেতৃত্বের প্রকৃত পরীক্ষা হয়।
জুলাই গণঅভ্যুত্থানে বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের বীরত্বপূর্ণ ভূমিকার কথা স্মরণ করে ড. আবরার বলেন, "বাংলাদেশের গণতান্ত্রিক ইতিহাসে জুলাই বিপ্লব একটি ঐতিহাসিক মুহূর্ত। এই আন্দোলনে নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়সহ অন্যান্য বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের সাহসী অংশগ্রহণ ছিল চোখে পড়ার মতো। আন্দোলনে শহীদ ও আহত সকলের প্রতি আমি গভীর শ্রদ্ধা জানাই। বিশেষ করে এনএসইউর শিক্ষার্থী শহীদ আবিরকে আজ কৃতজ্ঞভরে স্মরণ করছি।"
অনুষ্ঠানে সমাবর্তন বক্তা হিসেবে বক্তব্য দেন বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের (ইউজিসি) চেয়ারম্যান প্রফেসর ড. এস এম এ ফয়েজ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কমিশনের সদস্য প্রফেসর ড. মোহাম্মদ আনোয়ার হোসেন। সমাবর্তনে কৃতী শিক্ষার্থীদের মাঝে সনদ ও মেডেল প্রদান করা হয়।
এসপি
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- ঢাকা ক্যাপিটালস বনাম সিলেট টাইটান্স: বোলিংয়ে ঢাকা-দেখুন সরাসরি (LIVE)
- সিলেট বনাম চট্টগ্রামের খেলা চলছে: ম্যাচটি সরাসরি দেখুন( LIVE)
- চলছে ঢাকা বনাম চট্টগ্রামের ম্যাচ: খেলাটি সরাসরি দেখুন (LIVE)
- সিলেটে মুখোমুখি সিলেট টাইটান্স ও রংপুর রাইডার্স-দেখুন সরাসরি (LIVE)
- জগন্নাথ বিশ্ববিদ্যালয়‘এ’ ইউনিটের ভর্তি পরীক্ষার ফল প্রকাশ
- চট্টগ্রাম বনাম রংপুরের ম্যাচটি শেষ: জানুন ফলাফল
- চট্টগ্রাম বনাম ঢাকা: ১০ উইকেটে বিশাল জয়-দেখুন ফলাফল
- ঢাকা ক্যাপিটালস বনাম নোয়াখালী এক্সপ্রেসের খেলা শেষ-দেখুন ফলাফল
- নোয়াখালী এক্সপ্রেস বনাম ঢাকা ক্যাপিটালস: খেলাটি সরাসরি দেখুন (LIVE)
- নোয়াখালী বনাম রাজশাহী: জমজমাট খেলাটি শেষ-জানুন ফলাফল
- ঢাবি ব্যবসায় শিক্ষা ইউনিটের ফল প্রকাশ, প্রথম হলেন যারা
- সিলেট বনাম রংপুর: ৬ উইকেটে বিশাল জয়-দেখুন ফলাফল
- নোয়াখালী বনাম সিলেটের জমজমাট ম্যাচটি শেষ: দেখে নিন ফলাফল
- চলছে সিলেট বনাম নোয়াখালীর ম্যাচ: খেলাটি সরাসরি দেখুন (LIVE)
- দীর্ঘ সংকট কাটাতে বাজারে ১০ শক্তিশালী কোম্পানি আনছে সরকার