ঢাকা, সোমবার, ১৮ আগস্ট ২০২৫, ২ ভাদ্র ১৪৩২

হোয়াটসঅ্যাপে যেভাবে কল রেকর্ড করবেন!

ডুয়া নিউজ- লাইফস্টাইল
২০২৫ ফেব্রুয়ারি ০৫ ০৯:৪৯:৫৯
হোয়াটসঅ্যাপে যেভাবে কল রেকর্ড করবেন!

ডুয়া ডেস্ক : নানান সুবিধা থাকলেও হোয়াটসঅ্যাপে কল রেকর্ড অপশনটি যুক্ত করেনি। সেই কারণে নানা ঝক্কিও পোহাতে হয়। রেকর্ড থাকে না কল, গুরুত্বপূর্ণ কলগুলোও রাখা যায় না সংরক্ষণে।

তবে মেসেজিংয়ের ক্ষেত্রে অন্যতম হয়ে ওঠা হোয়াটঅ্যাপের কল রেকর্ডের আলাদা একটি পদ্ধতি আছে। যদিও এটি অ্যাপসের কোনো সেটিংস নয়। পুরোটাই বাইরের। তবুও কাজে আসবে বেশ।

নিচের নির্দেশনা মেনে চাইলেই ভিডিও কিংবা অডিও রেকর্ড করে সংরক্ষণ করতে পারবেন।

* প্রথমে হোয়াটসঅ্যাপ খুলুন। কাউকে কল বা ভিডিও কল করুন।* এবার ফোনের কুইক সেটিং বা কন্ট্রোল সেন্টারে যান। সেখানেই পাবেন স্ক্রিন রেকর্ডিং বাটন।* অন করলে শুরু হয়ে যাবে রেকর্ডিং। ফোন শেষ হলেই বন্ধ হবে রেকর্ডিং।* এবার রেকর্ডিংটি সেইভ করে নিলেই গ্যালারিতে তা মিলবে। প্রয়োজনে তা শুনেও নিতে পারবেন।

সূত্র: টাইমস অব ইন্ডিয়া

পাঠকের মতামত:

ডুয়ার ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

সর্বোচ্চ পঠিত