ঢাকা, বুধবার, ৭ জানুয়ারি ২০২৬, ২৩ পৌষ ১৪৩২

ট্রাম্পকে নোবেল দিতে চান মাচাদো

২০২৬ জানুয়ারি ০৬ ১৩:০১:১০

ট্রাম্পকে নোবেল দিতে চান মাচাদো

আন্তর্জাতিক ডেস্ক: ভেনেজুয়েলার বিরোধী নেতা মারিয়া কোরিনা মাচাদো তার নোবেল শান্তি পুরস্কার এবার মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে উৎসর্গ করার ইচ্ছা প্রকাশ করেছেন। আগেও তিনি শান্তিতে নোবেল জয়ী হওয়ার পর ট্রাম্পকে প্রশংসা করেছিলেন এবং পুরস্কারটিকে ভেনেজুয়েলার জনগণসহ মার্কিন নেতার সঙ্গেও ভাগ করার কথা জানিয়েছেন। খবর ফক্স নিউজের।

ফক্স নিউজের উপস্থাপক শন হ্যানিটির সঙ্গে এক সাক্ষাৎকারে মাচাদো বলেন, “ভেনেজুয়েলার জনগণ মনে করে, এই পুরস্কারটি ট্রাম্পের সঙ্গেও ভাগ করা উচিত।”

মাচাদোর এই মন্তব্য এমন এক সময়ে এসেছে, যখন জানা গেছে, ট্রাম্প অন্তর্বর্তীকালীন নেতা হিসেবে মাচাদোকে সমর্থন করছেন না। গণমাধ্যমগুলো বলছে, যদি মাচাদো শুরুতেই ট্রাম্পকে নোবেল পুরস্কার দিতেন, পরিস্থিতি ভিন্ন হতো।

ভেনেজুয়েলায় প্রেসিডেন্ট নিকোলাস মাদুরো ও তার স্ত্রী আটক হওয়ার পর ট্রাম্প মন্তব্য করেছিলেন, “মাচাদোর নেতৃত্ব গুণ ততটা নেই, যা দিয়ে দেশ চালানো সম্ভব।” ওয়াশিংটন পোস্টের এক প্রতিবেদনে বলা হয়েছে, মাচাদোর নোবেল শান্তি পুরস্কার গ্রহণ ট্রাম্পের চোখে ছিল ‘সবচেয়ে বড় অপরাধ’। প্রতিবেদনে আরও বলা হয়েছে, যদি মাচাদো বলতেন ‘আমি এটি নিতে পারি না, এটি ট্রাম্পের প্রাপ্য’ তাহলে হয়তো আজ তিনি ভেনেজুয়েলার প্রেসিডেন্ট হতেন।

মাচাদো বলেন, “আমরা নোবেল শান্তি পুরস্কার পেয়েছি, তখনই এটি ট্রাম্পকে উৎসর্গ করি। কারণ আমি জানতাম, তিনি এর যোগ্য। জানুয়ারি ৩ এমন এক দিন, যা ইতিহাসে লেখা থাকবে, যখন ন্যায়বিচার অত্যাচারের বিরুদ্ধে জয়ী হয়েছে।”

তিনি আরও বলেন, ট্রাম্পের পদক্ষেপ শুধু ভেনেজুয়েলার জনগণকে স্বাধীনতার কাছাকাছি আনেনি, বরং যুক্তরাষ্ট্রকেও নিরাপদ করেছে।

হ্যানিটি জানতে চান, তিনি কি কখনও সরাসরি ট্রাম্পকে নোবেল পুরস্কার দেওয়ার প্রস্তাব দিয়েছেন। মাচাদো জবাব দেন, “এখনও তা হয়নি। তবে আমি সত্যিই চাই, ব্যক্তিগতভাবে তাকে বলতে—ভেনেজুয়েলার জনগণ মনে করে, এই পুরস্কারটি তার সঙ্গেও ভাগ করা উচিত।”

ইএইচপি

পাঠকের মতামত:

ডুয়ার ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

সর্বোচ্চ পঠিত