ঢাকা, বুধবার, ৭ জানুয়ারি ২০২৬, ২৩ পৌষ ১৪৩২
‘সঠিক সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ, নিরাপত্তা সবার আগে’
স্পোর্টস ডেস্ক:ক্রিকেটের মাঠের বাইরে এখন উত্তাপ ছড়াচ্ছে ভারত ও বাংলাদেশের মধ্যে। বাংলাদেশের স্টার পেসার মুস্তাফিজুর রহমানকে আইপিএল ২০২৬ থেকে বাদ দেওয়ার সিদ্ধান্ত আন্তর্জাতিক ক্রিকেটের আলোচনার কেন্দ্রবিন্দুতে এসেছে। কলকাতা নাইট রাইডার্স (কেকেআর) তাকে ৯.২ কোটি রুপিতে কিনলেও, বিসিসিআই-এর নির্দেশে ফ্র্যাঞ্চাইজিটিকে তাকে ছাড়তে বাধ্য করা হয়। এতে বলা হয়েছে, ‘সাম্প্রতিক পরিস্থিতি’ যা মূলত বাংলাদেশে সংখ্যালঘু সম্প্রদায়ের ওপর হামলার অভিযোগের সঙ্গে সম্পর্কিত।
এ ঘটনায় বাংলাদেশের ক্রিকেট বোর্ড (বিসিবি) আইসিসিকে চিঠি পাঠিয়ে জানিয়েছে, নিরাপত্তার কারণে তারা ভারতের নির্ধারিত টি-টোয়েন্টি বিশ্বকাপের গ্রুপ ম্যাচগুলো খেলতে চাইছে না। এই চারটি ম্যাচ কলকাতা ও মুম্বাইয়ে হওয়ার কথা ছিল, কিন্তু বিসিবি চাচ্ছে, এগুলো শ্রীলঙ্কায় সরিয়ে দেওয়া হোক। বিসিবি সভাপতি আমিনুল ইসলাম বুলবুল বলেন, খেলোয়াড়দের নিরাপত্তা এবং মর্যাদা সর্বোচ্চ অগ্রাধিকার।
একই সময়ে বাংলাদেশ সরকার দেশে আইপিএলের সম্প্রচার নিষিদ্ধ করেছে। তাদের মতে, এই সিদ্ধান্ত দেশের জনগণকে আঘাত করেছে। আইসিসি ইতিমধ্যেই নতুন শিডিউল তৈরির কাজ শুরু করেছে। তবে ম্যাচগুলো শ্রীলঙ্কায় সরালে বিসিসিআই বিপুল আর্থিক ক্ষতির মুখে পড়বে।
পাকিস্তানের সাবেক অধিনায়ক ও কিংবদন্তি রমিজ রাজা, যিনি বর্তমানে বিপিএলে ধারাভাষ্য দিচ্ছেন, বাংলাদেশের পাশে দাঁড়িয়েছেন। সোমবার এক বেসরকারি টেলিভিশনে দেওয়া সাক্ষাৎকারে তিনি বলেন, “আমার মতে, বাংলাদেশ তাদের অবস্থান ঠিক রেখেছে। কারণ প্লেয়ারদের নিরাপত্তা সবার আগে।”
রমিজ রাজা পাকিস্তান ও ভারতের আগে ঘটে যাওয়া ঘটনার উদাহরণ টানেন। তিনি বলেন, “এর আগে এশিয়া কাপে ভারত নিরাপত্তার অজুহাতে পাকিস্তান সফর এড়িয়ে গেছে এবং তাদের ম্যাচ সরিয়ে দিয়েছিল। আজকের ঘটনা অত্যন্ত দুঃখজনক।”
এ সংকট এড়াতে ভারত সম্প্রতি বাংলাদেশের জন্য ‘রাষ্ট্রীয় পর্যায়ের সর্বোচ্চ নিরাপত্তা’ প্রদানের প্রস্তাব দিয়েছে, যা সাধারণত প্রধানমন্ত্রী ও রাষ্ট্রপ্রধানরা পান। বিসিসিআই যদি ম্যাচ আয়োজনের সময়সূচি ঠিক রাখতে চায়, তাহলে এই প্রস্তাব মেনে নেওয়াই একমাত্র বিকল্প।
ইএইচপি
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- রাজশাহী ওয়ারিয়র্স বনাম রংপুর রাইডার্স: খেলাটি সরাসরি দেখুন (LIVE)
- ঢাকা ক্যাপিটালস বনাম সিলেট টাইটান্স: খেলাটি সরাসরি দেখুন (LIVE)
- চলছে ঢাকা বনাম চট্টগ্রামের ম্যাচ: খেলাটি সরাসরি দেখুন (LIVE)
- সিলেটে মুখোমুখি সিলেট টাইটান্স ও রংপুর রাইডার্স-দেখুন সরাসরি (LIVE)
- জগন্নাথ বিশ্ববিদ্যালয়‘এ’ ইউনিটের ভর্তি পরীক্ষার ফল প্রকাশ
- সিলেট টাইটান্স ও ঢাকা ক্যাপিটালসের খেলা শেষ-জেনে নিন ফলাফল
- চট্টগ্রাম বনাম রংপুরের ম্যাচটি শেষ: জানুন ফলাফল
- চট্টগ্রাম বনাম ঢাকা: ১০ উইকেটে বিশাল জয়-দেখুন ফলাফল
- সিলেট বনাম চট্টগ্রামের খেলা চলছে: ম্যাচটি সরাসরি দেখুন( LIVE)
- ঢাবি ব্যবসায় শিক্ষা ইউনিটের ফল প্রকাশ, প্রথম হলেন যারা
- ইপিএস প্রকাশ করেছে অলটেক্স ইন্ডাস্ট্রিজ
- সিলেট বনাম রংপুর: ৬ উইকেটে বিশাল জয়-দেখুন ফলাফল
- নোয়াখালী বনাম সিলেটের জমজমাট ম্যাচটি শেষ: দেখে নিন ফলাফল
- শেয়ারবাজারে নতুন নামে আসছে তালিকাভুক্ত কোম্পানি
- চলছে সিলেট বনাম নোয়াখালীর ম্যাচ: খেলাটি সরাসরি দেখুন (LIVE)