ঢাকা, মঙ্গলবার, ৬ জানুয়ারি ২০২৬, ২২ পৌষ ১৪৩২

নজরুল ইসলাম খান

'মনোনয়নপত্র বাতিল নিয়ে কাউকে দোষারোপ করা ঠিক নয়'

২০২৬ জানুয়ারি ০৪ ২২:২৩:৩৫

'মনোনয়নপত্র বাতিল নিয়ে কাউকে দোষারোপ করা ঠিক নয়'

নিজস্ব প্রতিবেদক: বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও দলটির কেন্দ্রীয় নির্বাচন পরিচালনা কমিটির চেয়ারম্যান নজরুল ইসলাম খান বলেছেন, দেশের প্রচলিত আইনে কোনো রাজনৈতিক দল যদি নিষিদ্ধ থাকে, তবে তাদের নির্বাচনে অংশ নেওয়ার সুযোগ নেই এবং একে কোনোভাবেই নির্বাচনের পথে বাধা হিসেবে দেখা যায় না।

রোববার (৪ জানুয়ারি) রাজধানীর গুলশানে বিএনপির নির্বাচন পরিচালনা কার্যালয়ে কমিটির প্রথম বৈঠক শেষে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন।

নজরুল ইসলাম খান বলেন, "আগামী নির্বাচন অংশগ্রহণমূলক হচ্ছে কি না তা নিয়ে আলোচনার অবকাশ নেই। কারণ, যেসব দলের ওপর আইনি কোনো বিধিনিষেধ নেই, তাদের সবারই নির্বাচনে আসার সুযোগ রয়েছে। এখন কোনো দল যদি স্বেচ্ছায় অংশগ্রহণ না করে, তবে সেটি তাদের নিজস্ব সিদ্ধান্ত। কিন্তু যাদের প্রতি জনগণের ক্ষোভ রয়েছে এবং যারা আইনত নিষিদ্ধ, তাদের বাইরে রেখে নির্বাচন হওয়াটা অস্বাভাবিক কিছু নয়।"

মনোনয়নপত্র বাতিল প্রসঙ্গে তিনি মন্তব্য করেন, "যথাযথ আইনি কারণেই অনেক প্রার্থীর মনোনয়নপত্র বাতিল হয়েছে। আমাদের দলেরও (বিএনপি) বেশ কিছু প্রার্থীর মনোনয়ন বাতিল হয়েছে। এর জন্য কাউকে দোষারোপ করার সুযোগ নেই। সংক্ষুব্ধ প্রার্থীরা নিয়ম অনুযায়ী আপিল করার সুযোগ পাবেন।" তিনি আরও স্পষ্ট করেন যে, রিটার্নিং কর্মকর্তাদের ওপর বিএনপির কোনো প্রভাব নেই এবং কোনো প্রার্থীর মনোনয়ন বাতিলের জন্য দলের পক্ষ থেকে কাউকে বলা হয়নি।

নির্বাচনী এলাকায় ভোটারদের জাতীয় পরিচয়পত্র (এনআইডি) সংগ্রহের বিষয়ে উদ্বেগ প্রকাশ করে নজরুল ইসলাম খান বলেন, "কোনো দলের পক্ষ থেকে ভোট চাওয়া দোষের নয়, কিন্তু ভোটারদের ব্যক্তিগত এনআইডি সংগ্রহ করা অত্যন্ত স্পর্শকাতর বিষয়। এর পেছনে কোনো মন্দ উদ্দেশ্য থাকতে পারে। সরকারের উচিত অবিলম্বে বিষয়টি খতিয়ে দেখা এবং প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা।"

সংবাদ সম্মেলনে তিনি আশা প্রকাশ করেন যে, একটি অবাধ ও সুষ্ঠু নির্বাচনের মাধ্যমে রাষ্ট্র পরিচালনায় বিএনপির উজ্জ্বল সম্ভাবনা রয়েছে। বৈঠকে কমিটির প্রধান সমন্বয়ক মো. ইসমাইল জবিউল্লাহ, মুখপাত্র মাহাদি আমিন এবং সদস্য মোয়াজ্জেম হোসেন আলালসহ কমিটির অন্যান্য শীর্ষ নেতারা উপস্থিত ছিলেন।

এসপি

পাঠকের মতামত:

ডুয়ার ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

সর্বোচ্চ পঠিত