ঢাকা, মঙ্গলবার, ৬ জানুয়ারি ২০২৬, ২২ পৌষ ১৪৩২
নজরুল ইসলাম খান
'মনোনয়নপত্র বাতিল নিয়ে কাউকে দোষারোপ করা ঠিক নয়'
নিজস্ব প্রতিবেদক: বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও দলটির কেন্দ্রীয় নির্বাচন পরিচালনা কমিটির চেয়ারম্যান নজরুল ইসলাম খান বলেছেন, দেশের প্রচলিত আইনে কোনো রাজনৈতিক দল যদি নিষিদ্ধ থাকে, তবে তাদের নির্বাচনে অংশ নেওয়ার সুযোগ নেই এবং একে কোনোভাবেই নির্বাচনের পথে বাধা হিসেবে দেখা যায় না।
রোববার (৪ জানুয়ারি) রাজধানীর গুলশানে বিএনপির নির্বাচন পরিচালনা কার্যালয়ে কমিটির প্রথম বৈঠক শেষে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন।
নজরুল ইসলাম খান বলেন, "আগামী নির্বাচন অংশগ্রহণমূলক হচ্ছে কি না তা নিয়ে আলোচনার অবকাশ নেই। কারণ, যেসব দলের ওপর আইনি কোনো বিধিনিষেধ নেই, তাদের সবারই নির্বাচনে আসার সুযোগ রয়েছে। এখন কোনো দল যদি স্বেচ্ছায় অংশগ্রহণ না করে, তবে সেটি তাদের নিজস্ব সিদ্ধান্ত। কিন্তু যাদের প্রতি জনগণের ক্ষোভ রয়েছে এবং যারা আইনত নিষিদ্ধ, তাদের বাইরে রেখে নির্বাচন হওয়াটা অস্বাভাবিক কিছু নয়।"
মনোনয়নপত্র বাতিল প্রসঙ্গে তিনি মন্তব্য করেন, "যথাযথ আইনি কারণেই অনেক প্রার্থীর মনোনয়নপত্র বাতিল হয়েছে। আমাদের দলেরও (বিএনপি) বেশ কিছু প্রার্থীর মনোনয়ন বাতিল হয়েছে। এর জন্য কাউকে দোষারোপ করার সুযোগ নেই। সংক্ষুব্ধ প্রার্থীরা নিয়ম অনুযায়ী আপিল করার সুযোগ পাবেন।" তিনি আরও স্পষ্ট করেন যে, রিটার্নিং কর্মকর্তাদের ওপর বিএনপির কোনো প্রভাব নেই এবং কোনো প্রার্থীর মনোনয়ন বাতিলের জন্য দলের পক্ষ থেকে কাউকে বলা হয়নি।
নির্বাচনী এলাকায় ভোটারদের জাতীয় পরিচয়পত্র (এনআইডি) সংগ্রহের বিষয়ে উদ্বেগ প্রকাশ করে নজরুল ইসলাম খান বলেন, "কোনো দলের পক্ষ থেকে ভোট চাওয়া দোষের নয়, কিন্তু ভোটারদের ব্যক্তিগত এনআইডি সংগ্রহ করা অত্যন্ত স্পর্শকাতর বিষয়। এর পেছনে কোনো মন্দ উদ্দেশ্য থাকতে পারে। সরকারের উচিত অবিলম্বে বিষয়টি খতিয়ে দেখা এবং প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা।"
সংবাদ সম্মেলনে তিনি আশা প্রকাশ করেন যে, একটি অবাধ ও সুষ্ঠু নির্বাচনের মাধ্যমে রাষ্ট্র পরিচালনায় বিএনপির উজ্জ্বল সম্ভাবনা রয়েছে। বৈঠকে কমিটির প্রধান সমন্বয়ক মো. ইসমাইল জবিউল্লাহ, মুখপাত্র মাহাদি আমিন এবং সদস্য মোয়াজ্জেম হোসেন আলালসহ কমিটির অন্যান্য শীর্ষ নেতারা উপস্থিত ছিলেন।
এসপি
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- রাজশাহী ওয়ারিয়র্স বনাম রংপুর রাইডার্স: খেলাটি সরাসরি দেখুন (LIVE)
- ঢাকা ক্যাপিটালস বনাম সিলেট টাইটান্স: খেলাটি সরাসরি দেখুন (LIVE)
- চলছে ঢাকা বনাম চট্টগ্রামের ম্যাচ: খেলাটি সরাসরি দেখুন (LIVE)
- সিলেটে মুখোমুখি সিলেট টাইটান্স ও রংপুর রাইডার্স-দেখুন সরাসরি (LIVE)
- জগন্নাথ বিশ্ববিদ্যালয়‘এ’ ইউনিটের ভর্তি পরীক্ষার ফল প্রকাশ
- সিলেট টাইটান্স ও ঢাকা ক্যাপিটালসের খেলা শেষ-জেনে নিন ফলাফল
- চট্টগ্রাম বনাম রংপুরের ম্যাচটি শেষ: জানুন ফলাফল
- চট্টগ্রাম বনাম ঢাকা: ১০ উইকেটে বিশাল জয়-দেখুন ফলাফল
- সিলেট বনাম চট্টগ্রামের খেলা চলছে: ম্যাচটি সরাসরি দেখুন( LIVE)
- ইপিএস প্রকাশ করেছে অলটেক্স ইন্ডাস্ট্রিজ
- ঢাবি ব্যবসায় শিক্ষা ইউনিটের ফল প্রকাশ, প্রথম হলেন যারা
- সিলেট বনাম রংপুর: ৬ উইকেটে বিশাল জয়-দেখুন ফলাফল
- নোয়াখালী বনাম সিলেটের জমজমাট ম্যাচটি শেষ: দেখে নিন ফলাফল
- চলছে সিলেট বনাম নোয়াখালীর ম্যাচ: খেলাটি সরাসরি দেখুন (LIVE)
- আজকের বাজারে স্বর্ণের দাম (২ জানুয়ারি)