ঢাকা, মঙ্গলবার, ৬ জানুয়ারি ২০২৬, ২২ পৌষ ১৪৩২

এখনো লেভেল প্লেয়িং ফিল্ড তৈরি হয়নি : আমির হামজা

২০২৬ জানুয়ারি ০৪ ১৭:১০:৫৬

এখনো লেভেল প্লেয়িং ফিল্ড তৈরি হয়নি : আমির হামজা

নিজস্ব প্রতিবেদক: কুষ্টিয়া-৩ আসনের জন্য জামায়াতে ইসলামী মনোনীত প্রার্থী মুফতি আমির হামজার মনোনয়নপত্র জেলা রিটার্নিং কর্মকর্তার দ্বারা বৈধ ঘোষণা করা হয়েছে। রোববার (৪ জানুয়ারি) দুপুরে কুষ্টিয়া জেলা প্রশাসকের সভাকক্ষে মনোনয়নপত্র যাচাই-বাছাই শেষে এই ঘোষণা দেওয়া হয়।

মনোনয়নপত্র বৈধ ঘোষণার পর প্রতিক্রিয়ায় মুফতি আমির হামজা বলেন, “আলহামদুলিল্লাহ, আমার মনোনয়নপত্র বৈধ ঘোষণা করা হয়েছে। আবারও আল্লাহর কাছে শুকরিয়া আদায় করছি। আজকের যাচাই-বাছাই অত্যন্ত সুন্দর পরিবেশে সম্পন্ন হয়েছে।”

তিনি আরও বলেন, নির্বাচনের জন্য সকল প্রার্থীর জন্য সমান সুযোগ থাকা প্রয়োজন, যা এখনও পুরোপুরি বাস্তবায়িত হয়নি। তিনি জানান, “২২ তারিখের পর পরিস্থিতি কেমন হবে, তা এখনো জানি না। আশা করি তারপরে এসব বিষয় ঠিক হয়ে যাবে। বিভিন্ন জায়গার দৃশ্যমান চিত্র থেকে বোঝা যাচ্ছে এখনও সব কিছু আমাদের মতো হয়নি। আশা করছি, পরিস্থিতি স্বাভাবিক হবে। নির্বাচন কমিশনের নির্দেশনা অনুযায়ী প্রার্থীদের দলও যদি সঠিকভাবে মেনে চলে, তাহলে নির্বাচন সুষ্ঠু হবে।”

নির্বাচনকে ঘিরে নিরাপত্তার বিষয়ে তিনি বলেন, “সদর থানার আগুন ও অস্ত্র লুট হওয়ার ঘটনায় আমরা এখনও উদ্বিগ্ন। এই অস্ত্রগুলো এখনও উদ্ধার হয়নি। আশা করি দ্রুত উদ্ধার হবে। বর্ডারের অস্ত্র ও অন্যান্য ঝুঁকিপূর্ণ বিষয়গুলো নিয়ন্ত্রণে আনা না হলে নির্বাচন সুষ্ঠু করা সম্ভব নয়।”

ইএইচপি

পাঠকের মতামত:

ডুয়ার ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

সর্বোচ্চ পঠিত