ঢাকা, শুক্রবার, ২ জানুয়ারি ২০২৬, ১৮ পৌষ ১৪৩২

নাহিদ ইসলামের হলফনামা নিয়ে বিভ্রান্তি, যে ব্যাখ্যা দিল এনসিপি

২০২৬ জানুয়ারি ০২ ১৪:৩০:০২

নাহিদ ইসলামের হলফনামা নিয়ে বিভ্রান্তি, যে ব্যাখ্যা দিল এনসিপি

নিজস্ব প্রতিবেদক: জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলামের নির্বাচনি হলফনামা নিয়ে সামাজিক মাধ্যমে কিছু বিভ্রান্তিকর তথ্য ছড়িয়ে পড়েছে। এনসিপি জানিয়েছে, হলফনামায় প্রদত্ত ৩২ লাখ টাকার মোট সম্পত্তি নিয়েও বিভ্রান্তি সৃষ্টির চেষ্টা হচ্ছে।

দলের যুগ্ম সদস্য সচিব তামীম আহমেদ এক বার্তায় বিষয়টি ব্যাখ্যা করেছেন। তিনি জানান, নাহিদ ইসলামের অন্তবর্তীকালীন সরকারের উপদেষ্টা পদে থাকা সময়ে মোট আয় ছিল ১১ লাখ ৩৬ হাজার ৭৯ টাকা। সাত মাসের এই সময়কালকে হিসাব করলে গড়ে মাসিক ১ লাখ ৬৫ হাজার টাকা হয়েছে। উপদেষ্টা পদ থেকে পদত্যাগের পর তিনি একটি বেসরকারি প্রতিষ্ঠানে পরামর্শক হিসেবে মাসিক এক লাখ টাকার সম্মানিতে কর্মরত হয়েছেন।

এ হিসেবে গত অর্থ বছরে উপদেষ্টা ও পরামর্শক পেশার আয় মিলিয়ে নাহিদ ইসলামের মোট আয় দাঁড়িয়েছে ১৬ লাখ টাকা। ২০২৪-২৫ অর্থবছরে তার আয়ের ওপর মোট ১ লাখ ১৩ হাজার ২৭৪ টাকা আয়কর পরিশোধ করা হয়েছে। এই তথ্য তার আয়কর রিটার্নেও সুস্পষ্টভাবে উল্লেখ রয়েছে।

তামীম আহমেদ আরও বলেন, “হলফনামায় নাহিদ ইসলামের বর্তমান সম্পত্তির পরিমাণ ৩২ লাখ ১৬ হাজার ১২২ টাকা দেখানো হয়েছে। এতে তার উপদেষ্টা ও পরামর্শক পদের আয়, হাতে থাকা নগদ, পূর্বের সেভিংস, বিভিন্ন অনুষ্ঠানে প্রাপ্ত উপহার এবং আত্মীয়-স্বজন থেকে প্রাপ্ত স্বর্ণালংকারের বর্তমান বাজার মূল্য অন্তর্ভুক্ত রয়েছে।”

তিনি বলেন, “নাহিদ ইসলামের পেশা শিক্ষকতা হিসেবে দেখানো হয়েছে এমন কোনো তথ্য নেই। নির্বাচনি হলফনামার ৪ নম্বর কলামে তার বর্তমান পেশা পরামর্শক এবং পূর্বতন পেশা সরকারের উপদেষ্টা হিসেবে উল্লেখ রয়েছে। এছাড়া তিনি গত বছরের ফেব্রুয়ারি মাসে পদত্যাগের সময় তার সোনালী ব্যাংকের একটিমাত্র একাউন্টে ১০ হাজার ৬৯৮ টাকা জমা ছিল বলে জানিয়ে দিয়েছেন।”

হলফনামা অনুযায়ী, বর্তমানে সেই একই সোনালী ব্যাংক একাউন্টে তার জমা ৩ লাখ ৮৫ হাজার ৩৬৩ টাকা ৫৭ পয়সা। নির্বাচনি ব্যয় নির্বাহের জন্য ২৮ ডিসেম্বরে সিটি ব্যাংকে একটি নতুন অ্যাকাউন্ট খোলা হলেও নাহিদ ইসলামের আর কোন ব্যাংক একাউন্ট নেই।

ইএইচপি

পাঠকের মতামত:

ডুয়ার ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

সর্বোচ্চ পঠিত